17/10/2025
আসসালামু আলাইকুম! জুম্মা মোবারক.আল্লাহ যেন এই জুমার দিনে আমাদের সব দোয়া কবুল করেন। আমিন🤲
আল্লাহ যেনো আমাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন আমার মন কে প্রশান্তি দান করুন।আর আমার মা টাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲🤲🤲 মা তুমি আমাদের ছেড়ে চলে গেছো আজ ৫৬ দিন, দেখতে দেখতে সময়গুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে সময় কারো জন্য অপেক্ষা করে না,
বুকে জমে আছে অজস্র অনুভবের সাজ,
হঠাৎ করে থেমে গেলো মায়ের ডাক,
আকাশের তারা যেন বলে, মা এখন শান্তি পাক।
জান্নাতের ঠিকানাটাকে মায়ের পায়ের নিচে,
আমি খুঁজি সেই মা, আজ আসমানের পিছে।
সময় থেমে গেছে যেন,
মা ছাড়া জীবনটা এক ভাঙা হৃদেয়র ভেনো।
আজ ৫৬ দিন হয়ে গেলো মায়ের মুখ দেখি নি, হৃদয়টা এখনো বোবা কাঁদে, বলে - তুমি কোথায় মা?
আল্লাহ তোমার জান্নাত দান করুক। আমার দোয়া থাকবে চিরকাল...শুধুই তোমার নামে মা, সময় চলে যায়, স্মৃতি থেকে যায়, মা তুমি আমার চোখে আজও হাসো😥
আল্লাহ তালার কাছে একটাই দোয়া -
হে রব, আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন 🤲
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"