Othoi Chaya VLOGS

Othoi Chaya VLOGS Hi, I'm RIMI, a vlogger (content creator) from Bangladesh.
(2)

I'm exploring, creating, and sharing the magic of everyday life. ✨

Click the follow 👍 button to be part of my journey.

17/10/2025

আসসালামু আলাইকুম! জুম্মা মোবারক.আল্লাহ যেন এই জুমার দিনে আমাদের সব দোয়া কবুল করেন। আমিন🤲
আল্লাহ যেনো আমাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন আমার মন কে প্রশান্তি দান করুন।আর আমার মা টাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲🤲🤲 মা তুমি আমাদের ছেড়ে চলে গেছো আজ ৫৬ দিন, দেখতে দেখতে সময়গুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে সময় কারো জন্য অপেক্ষা করে না,
বুকে জমে আছে অজস্র অনুভবের সাজ,
হঠাৎ করে থেমে গেলো মায়ের ডাক,
আকাশের তারা যেন বলে, মা এখন শান্তি পাক।
জান্নাতের ঠিকানাটাকে মায়ের পায়ের নিচে,
আমি খুঁজি সেই মা, আজ আসমানের পিছে।
সময় থেমে গেছে যেন,
মা ছাড়া জীবনটা এক ভাঙা হৃদেয়র ভেনো।
আজ ৫৬ দিন হয়ে গেলো মায়ের মুখ দেখি নি, হৃদয়টা এখনো বোবা কাঁদে, বলে - তুমি কোথায় মা?
আল্লাহ তোমার জান্নাত দান করুক। আমার দোয়া থাকবে চিরকাল...শুধুই তোমার নামে মা, সময় চলে যায়, স্মৃতি থেকে যায়, মা তুমি আমার চোখে আজও হাসো😥
আল্লাহ তালার কাছে একটাই দোয়া -
হে রব, আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন 🤲
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"

প্রিয় মা, কেমন আছো? আশা করি আল্লাহ তালার কাছে জান্নাতুল ফেরদৌসের ভালো আছো মা – হে আল্লাহ🤲 আমার মাকে জান্নাতুল ফেরদৌসের স...
26/09/2025

প্রিয় মা, কেমন আছো? আশা করি আল্লাহ তালার কাছে জান্নাতুল ফেরদৌসের ভালো আছো মা – হে আল্লাহ🤲 আমার মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে ভালো রেখো। দেখতে দেখতে মা আজ ৩৬ দিন হয়ে গেলো তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে জানো মা সময় কিবে চলে যাচ্ছে আমরা তোমাকে ছাড়া ভালো নেই, আমার কিছু ভালো লাগে না মা কারো সাথে কথা বলতে কিছু করতে কিছুই ভালো লাগে না শুধু অফিস নিয়ে ব্যস্ত থাকি যেন তুমি নাই এইটা যেন মনে না হয় তেমন মনেও হয় না অফিস টাইমে শুধু মনে হয় বাসায় গিয়ে তো মাকে দেখবো বাসায় আসার পর মনে হয় তুমি মনে হয় কুমিল্লাতে তারপর তোমার ফোনের অপেক্ষা কিন্তুু তোমার নাম্বার দিয়ে প্রতিদিন ২-৩ বার কল আসে কিন্তুু তুমি থাকো না, অনেক মিস করি তোমাকে তুমি বেঁচে থাকতে তো এত মিস করি নাই😥 তুমি আমাকে বলতে না মা আমি চলে গেলে তো তুই বেশি কান্না করবি আর বেশি মিস করবি মা সত্যি বলতে কি জানো তুমি মারা গেছো এইটা আমার প্রথম ১০ দিন তো মনে হয় নাই তারপর মনে হয় আমি স্বপ্নের দুনিয়াতে আছি স্বপ্ন ভেঙ্গেই তোমাকে দেখতে পাবো আর তোমাকে জড়িয়ে ধরবো। জানো মা পৃথিবীর কোনকিছু থেমে নাই সবকিছু চলছে শুধু তুমি নাই। আমি সবসময় হাসিখুশি থাকর চেষ্টা করছি কিন্তুু মা সারাদিন ভালো থাকলেও আর রাতে ভালো থাকতে পারি না, শনিবারটা আসলে আমার বুকের ভেতরটা অনেক ব্যথা করে। তোমার ফাইজানটা ভালো আছে একটু দুষ্ট হয়ে গেছে অনেক পাকনা পাকনা কথা বলে রাইসামনিও আছে ভালো তোমার রনক,প্রমি সবাই আছে মোটামুটি আব্বু একটু অসুস্থ শুধু তোমার জন্য কান্না করে, মা তুমি তো সবাইকে দেখে রাখতে বলেছো আমাকে কিন্তুু আমাকে কে দেখে রাখবে মা তোমাকে আমার অনেক দরকার আমি কার সাথে ঝগড়া করবো কার সাথে রাগ করবো কার সাথে খুনশুটি করবো। তোমার মনে আছে মা ০৮.০৮.২০২৫ তোমার বিবাহবার্ষিকীর দিন আমি তোমার সাথে একটু রাগ দেখিয়ে ছিলাম তাই তুমি আমার সাথে রাগ করে ছিলে বিকালে আমাকে না বলে তুমি আর আব্বু ঘুড়তে গিয়ে ছিলে তারপর আমার ফেইসবুকে স্ট্যাস্টসটা দেখে আমাকে ফোন করে বলেছিলে তুই করই তাড়াতাড়ি বাসায় থেকে বের হয়ে শপিংমল এ আয় আমি গেলাম আমি বললাম তুমি না আমার সাথে রাগ করে আছো বললে তোর স্ট্যাস্টস দেখে রাগ শেষ হয়ে গেছে এখন আমাকে শপিং করে দেয়, তুমি তো আমাকে ২০.০৮.২০২৫ অফিসে যেতে নিষেধ করে ছিলে আমি যেন তোমার সাথে থাকি আমি বুঝি নাই মা তুমি কি চেয়ে ছিলে, জানো মা আমার মনে হয় কেন আমি আবার চাকুরী নিলাম চাকুরী না নিলে তো আমি তোমার কাছে সারাদিন এ থাকতাম, মা আমি জব করতে প্রথমে চাই নাই আমি অসুস্থ হয়ে যাচ্ছি বলে তুমি আমাকে জোর করে জব করতে বলেছো তুমি বলেছো আমার জন্য ৫ বছর জব করিস নাই এইবার তোর কথা একটু ভাব আমাকে মাফ করে দিও মা আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই, আমি সবসময় তোমার কাছে অভিযোগ করতাম তুমি আমাকে ভালোবাসো না শুধু রনককে ভালোবাসো তুমি বলতে তোকে ভালোবাসা দেখালে মাথায় উঠে যাস তাই দেখাই না আর বলতে আমি যে তোকে কতটুকু ভালোবাসি এইটা পরে বুজবি এখন বুঝতেছি তুমি কি ছিলে আমার মা ওগো মা আজকেও তোমাকে নিয়ে ফেইসবুকে লিখেছি তুমি দেখে আবার আমার কাছে চলে আসো না মা😥 তোমার সাথে আমার শেষ ছবি তোলা তুমি চলে যাবা আগেরদিনের ছবি ২২.০৮.২০২৫ বিকাল ৫.৪৯ মিনিটে, আর লিখতে পারছি না মা বুকটা ফেটে যাচ্ছে এই অনুভূতিটা সবাই বুঝবে না মা আমিও একটা সময় বুজতাম না এখন বুজি যার পৃথিবীতে মা কিংবা বাবা না থাকে তাদের কেমন লাগে তুমি আমার জন্য সবসময় দোয়া করো মা আমি যেন সুস্থ থাকি যেন তোমার দায়িত্ব গুলো পালন করে যেতে পারি, মা আমাদের সকলকে তুমি ক্ষমা করে দিও। ওপারে ভালো থেকো "মা" ❤️
ইতি,
তোমার কথা না শুনা মেয়ে

11/09/2025

শুভ জন্মদিন ফাইজান বাবা, আজকে তোমার জন্মদিন বাবা তুমি জানো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তুু আমার চাইতে ও অনেক অনেক বেশি তোমার বুবু তোমাকে ভালোবাসতো। আমি তোমার, তোমার বুবুর ভিডিও গুলো কেন করতাম জানো স্মৃতি ধরে রাখার জন্য যেন তুমি বড় হয়ে সবকিছু দেখতে পাও তোমার বুবুর, দাদার ভালোবাসাগুলো। ফাইজান বাবা জানো আজকে দিনটা অনেক বড় করে তোমার জন্মদিনটা পালন করতে চেয়েছিলো তোমার বুবু আমি জানি জন্মদিন পালন করা ভালো না কিন্তুু তুমি তো কেক পছন্দ করো তাই তোমার বুবু তোমার জন্য সবসময় আমাকে তোমার জন্য কেক আনতে বলতো, আজকেদিনে তোমার বুবু অনেক মানুষকে আগে থেকে দাওয়াত দিয়ে রেখেছিলো কত মজা করতো কিন্তুু তোমার বুবুতো আল্লাহ কাছে চলে গেছে আজ ২১ দিন হয়ে গেলো দেখছো বাবা সময় কত তাড়াতাড়ি চলে যায়। তোমার বুবু তোমার সাথে ২ টা জন্মদিন পালন করে গিয়েছে কাছে থেকে দোয়া করে গেছে, তুমি বলো না বুবু আল্লাহ কাছে আল্লাহ ঘরে আছে, আল্লাহ ঘর থেকে তোমার জন্য সবসময় দোয়া করবে। তুমি দোয়া করো🤲 ফাইজান বাবা তোমার বুবুর জন্য আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। দোয়া করি বাবা তুমি যেন তোমার বুবুর সব কথা রাখতে পারো এবং মানুষের মতো মানুষ হও আর দাদা ভাইয়ের বৃদ্ধ বয়সে সঙ্গী হতে পারো। তোমার ১ম জন্মদিনে তোমার বুবু যা দোয়া করেছিলো আল্লাহতালা যেন সবদোয়া কবুল করে এবং তুমি যেন সারাজীবন মনে রেখে সেই ভাবে চলতে পারো। এখনতো তুমি পড়তে পারো না আর তেমন কিছু বুঝো না যখন বড় হবে সবকিছু দেখো আর পড়ো আর বুবুর স্মৃতিগুলো ধরে রেখো। I love u Faizan Baba❤️
"Happy Birthday Faizan BaBa"🎂🎂

06/09/2025

মায়ের স্মৃতি ধরে রাখার চেষ্টায় 😥

Lights snacks at evening 🥰   #ঘোরাঘুরি
04/07/2025

Lights snacks at evening 🥰

#ঘোরাঘুরি

কারো প্রতি এমন ডিপেন্ডেন্ট হওয়া উচিত না যেনো আপনার ভালো থাকা তার উপর নির্ভর করে। এই ফিলোসফি টা আগে মানতাম না এখন মানি, এ...
14/06/2025

কারো প্রতি এমন ডিপেন্ডেন্ট হওয়া উচিত না যেনো আপনার ভালো থাকা তার উপর নির্ভর করে। এই ফিলোসফি টা আগে মানতাম না এখন মানি, এক্সপেকটেশন জিরো রেখে যেটা পাবেন সেটা বোনাস💙💚💜, উইলিয়াম শেক্সপিয়ার এর একটা উক্তি,যদি সারাজীবন সুখী হতে চাও, শুধু আশা করা ছেড়ে দাও। উইদাউট এক্সপেকটেশন ছাড়া যেটা পাবেন,সেটাই বোনাস। আর বোনাস পেতে কার না ভালো লাগে🥰

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Othoi Chaya VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Othoi Chaya VLOGS:

Share

Category