HouSe Of CATs

HouSe Of CATs this page is just for entertainment purpose of our babys daily life story basis so stay with us and

🙏
05/07/2025

🙏

Kindness to the forgotten. Love for the voiceless.That’s not charity—it’s humanity.And it’s exactly what the world needs...
30/06/2025

Kindness to the forgotten. Love for the voiceless.
That’s not charity—it’s humanity.
And it’s exactly what the world needs more of.

🟤 কুকুর থাকলে কি নামাজ বা ইবাদত কবুল হয় না? ইসলাম কী বলে? 🟤অনেকে মনে করেন, কোনো বাড়িতে বা আশপাশে কুকুর থাকলে সেই বাড়িতে ...
29/06/2025

🟤 কুকুর থাকলে কি নামাজ বা ইবাদত কবুল হয় না? ইসলাম কী বলে? 🟤

অনেকে মনে করেন, কোনো বাড়িতে বা আশপাশে কুকুর থাকলে সেই বাড়িতে নামাজ-কালাম কবুল হয় না, ফেরেশতা আসে না। কিন্তু আসলেই কি ইসলাম এই কথা বলে? চলুন জেনে নিই কুরআন ও হাদীস থেকে।

🔸 কুরআনে কুকুরের কথা কোথায় এসেছে?
কুকুর সম্পর্কে কুরআনে দুই জায়গায় উল্লেখ আছে:

1️⃣ সূরা কাহফ (১৮:১৮, ১৮:২২) – আশহাবে কাহফের কুকুরটি গুহার দরজায় বসে ছিল। আল্লাহ তাআলা এই কুকুরকে নিন্দা করেননি বরং সম্মানিত বান্দাদের সাথী হিসেবে উল্লেখ করেছেন।

2️⃣ সূরা মায়েদা (৫:৪) – প্রশিক্ষিত কুকুর দিয়ে শিকার বৈধ করা হয়েছে এবং তাদের ধরা শিকার খাওয়াও হালাল বলা হয়েছে।

🔹 অর্থাৎ কুরআনে কোথাও বলা হয়নি যে কুকুর থাকলে ইবাদত কবুল হয় না বা কুকুর নিজে নাপাক। বরং কুকুরকে সম্মানজনকভাবেই উল্লেখ করা হয়েছে।

🔸 হাদীসে কুকুর সম্পর্কে কী বলা হয়েছে?

✅ সহিহ বুখারি (১৭২)
"যদি কুকুর তোমাদের কারও পাত্রে পানি পান করে, তবে তা সাতবার ধুয়ে ফেলো।"

✅ সহিহ মুসলিম (২৭৯)
"কুকুর যদি পাত্র চাটে, তাহলে তা সাতবার ধুতে হবে, প্রথমবার মাটি দিয়ে।"

🔸 হাদীসের ভিত্তিতে ইমাম আবু হানিফাসহ অধিকাংশ ফকীহগণ বলেন:
👉 কুকুরের লালা নাপাক (নাজিস), তবে কুকুরের শরীর বা গায়ে হাত লাগলে নাপাক হয় না।

🔹 হানাফি ফিকহ মতে
যদি কুকুর নামাজের ঘরে না থাকে, তার লালা বা মলমূত্র দ্বারা জায়গাটি নাপাক না হয় – তাহলে নামাজ পড়া সম্পূর্ণ সহিহ।
✅ বাসার কোনো এক তলায় কুকুর থাকলেও, অপর তলায় নামাজ পড়লে তাতে ইবাদত কবুল হওয়ার কোনো বাধা নেই।

📌 উপসংহার:

কুরআনে কুকুরকে অপবিত্র বলা হয়নি।

হাদীসে কুকুরের লালাকে নাপাক বলা হয়েছে, তবে কুকুর থাকলেই ইবাদত কবুল হবে না – এ ধারণা ভুল।

ইবাদতের স্থান যদি পবিত্র থাকে এবং কুকুরের লালা বা নাপাক কিছু না লাগে, তবে নামাজ ও ইবাদত সম্পূর্ণ সহিহ ও কবুলযোগ্য।

📚 ইসলামের সৌন্দর্য হলো সত্য-মিথ্যা যাচাই করে গ্রহণ করা। আবেগ নয়, দলিলই হোক আমাদের পথপ্রদর্শক।
©

#ইসলাম #নামাজ #কুকুর #হাদিস #ফিকহ #ইসলামিক_জ্ঞান

আপনার সন্তানকে উপযুক্ত সময়ে সঠিক শিক্ষা দিন, তাকে প্রানিদের প্রতি সহানুভূতিশীল হতে শেখান। এতে সে কোমল মনের মানুষ হিসেবে ...
26/06/2025

আপনার সন্তানকে উপযুক্ত সময়ে সঠিক শিক্ষা দিন, তাকে প্রানিদের প্রতি সহানুভূতিশীল হতে শেখান। এতে সে কোমল মনের মানুষ হিসেবে গড়ে উঠবে।

সন্তানটা আপনার, তাই দায়িত্বও আপনার!

🥺
24/06/2025

🥺

বৃষ্টি হচ্ছিল। আমার গা ঠান্ডায় জমে যাচ্ছিল, পেটে ক্ষুধা আর শরীরে ক্লান্তি নিয়ে আমি একটা দোকানের সামনে আশ্রয় নিলাম।আমা...
04/06/2025

বৃষ্টি হচ্ছিল। আমার গা ঠান্ডায় জমে যাচ্ছিল, পেটে ক্ষুধা আর শরীরে ক্লান্তি নিয়ে আমি একটা দোকানের সামনে আশ্রয় নিলাম।

আমার নাম নেই। কখনো ছিল কি না, মনে নেই। যখন মা বেঁচে ছিল, তখন হয়তো একটা ডাকনাম ছিল। কিন্তু মা তো হারিয়ে গেছে অনেক আগেই। একদিন খাবার খুঁজতে গিয়েছিল, আর ফেরেনি।

তারপর থেকে আমি রাস্তায় একা। আমি জানি, মানুষরা আমাদের দেখে না। তাদের চোখ থাকে মোবাইলে, গাড়িতে, ব্যস্ত জীবনে। আমরা যদি খুব ক্ষুধার্ত থাকি আর সামনে গিয়ে দাঁড়াই, তারা বিরক্ত হয়। যদি একটু ঘেঁষতে যাই, তারা লাথি মারে। কেউ কেউ আনন্দ পায় আমাদের ওপর গরম পানি ছিটিয়ে, কেউ পাথর ছুড়ে হাসে।

আমি একদিন খুব ক্ষুধার্ত ছিলাম। একটা দোকানের সামনে বসে ছিলাম, ভাবছিলাম, যদি একটু খাবার পাই। দোকানদার এসে গরম পানি ঢেলে দিল আমার গায়ে। চামড়া পুড়ে গন্ধ বের হলো, আমি দৌড়াতে লাগলাম। ব্যথায় কাতরাতে কাতরাতে একটা গলির কোণে লুকালাম, কেউ শুনল না, কেউ দেখল না।

আমি আর কাঁদি না। কাঁদলে লাভ কী? আমি তো একটা বিড়াল। আজ এই বৃষ্টির রাতে আমি শুধু একটু শুকনো জায়গা খুঁজছিলাম। একটা ক্যাফের কাচের জানালার পাশে গিয়ে বসলাম। গায়ের লোম ভিজে শরীরের সঙ্গে লেগে গেছে, ঠান্ডায় দাঁতে দাঁত লাগছে।

ভেতরে উষ্ণ আলো, নরম সোফা, আর আমার মতো বিড়ালরা ঘুমাচ্ছে, খেলছে। কেউ তাদের লাথি মারছে না। বরং মানুষ তাদের কোলে নিয়ে হাসছে, আদর করছে।

আমি জানতাম না, বিড়ালদের জন্য এমন কোনো জায়গা আছে। আমি জানালার কাচের দিকে তাকিয়ে রইলাম। যদি আমি খুব মন দিয়ে তাকিয়ে থাকি, যদি আমি খুব চুপ করে থাকি, তাহলে হয়তো আমাকেও একদিন ভেতরে নেবে।

দরজা খুলে গেল। একজন মেয়ে বেরিয়ে এলো, সে আমাকে দেখে থমকে দাঁড়াল। আমি সরে যেতে চাইলাম। মানুষ তো বিপদ, মানুষ মানেই আঘাত। কিন্তু সে হাঁটু গেড়ে বসল। তার মুখে কেমন একটা দুঃখের ছায়া। সে হাত বাড়াল, আমি ভয় পেয়ে আরও পিছিয়ে গেলাম।

সে বলল, "ভয় পেয়ো না... তুমি তো খুব ক্লান্ত, তাই না?" তার কণ্ঠে এমন কিছু ছিল, যা আমাকে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত করল। আমি দাঁড়িয়ে থাকলাম। সে ধীরে ধীরে আমাকে তুলে নিল। তার হাত গরম, নিরাপদ। আমি প্রথমে ছটফট করলাম, তারপর তার বুকে মাথা রাখলাম। কোনো মানুষ আমাকে এইভাবে ধরেনি আগে।

আজ আমি ক্যাপাচিনো ক্যাট ক্যাফেতে থাকি। আমি জানি না, আমার ভবিষ্যৎ কী। আমি জানি না, এই নিরাপত্তা একদিন চলে যাবে কি না। কিন্তু আমি এটুকু জানি— এই পৃথিবীতে সব মানুষ একরকম নয়। কেউ কেউ পাথর ছোড়ে। আর কেউ কেউ বৃষ্টির রাতে এক নামহীন বিড়ালকে কোলে তুলে নেয়।

© সুফি সানোয়ার হোসেন পান্থ
ম্যানেজিং ডিরেক্টর, ক্যাপোচিনো ক্যাট ক্যাফে
(কপি পোস্ট)

বিছানার মালিক  😊
25/05/2025

বিছানার মালিক 😊

গত ৪৫ বছরে পোষা বিড়ালের গড় আয়ু প্রায় দ্বিগুণ বেড়েছে—আগে যেখানে গড়ে ৭ থেকে ৯ বছর বাঁচত, এখন অনেক বিড়ালই টিনএজ পার ...
25/05/2025

গত ৪৫ বছরে পোষা বিড়ালের গড় আয়ু প্রায় দ্বিগুণ বেড়েছে—আগে যেখানে গড়ে ৭ থেকে ৯ বছর বাঁচত, এখন অনেক বিড়ালই টিনএজ পার করে বিশ বছর পর্যন্তও বেঁচে থাকে।

এই ব্যতিক্রমী উন্নতির পেছনে রয়েছে উন্নত পশু চিকিৎসা, উন্নতমানের পুষ্টি, এবং সচেতন মালিকদের যত্ন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান, ও নিরাপদ ঘরোয়া পরিবেশ—এসব মিলেই আমাদের প্রিয় বিড়ালবন্ধুরা আরও দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্য হয়ে পাশে থাকছে। 🥰💕 🐾

বিবেক খাটান 😏
28/04/2025

বিবেক খাটান 😏

14/02/2025

ভ্যালেন্টাইন্স গিফট 😍
মিনির বাবু, মাশাআল্লাহ ☺️

১৪/০২/২০২৫

11/11/2024

Adopting a rescue cat or dog is like opening a new chapter in their life, if u r looking to make a difference, consider adopting a cat or dog in need 🙏
With your love, care, kindness, comfort and companionship there future can B rewritten beautifully.

28/10/2024

Write perfect caption blew the comment plz 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😁😁

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when HouSe Of CATs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share