
27/07/2025
পুরুষ মানুষের জীবন… এক নিঃশব্দ যুদ্ধের গল্প
ছোটবেলা থেকেই শিখে নেয় – ছেলেরা কাঁদে না।
জীবনের প্রতি ধাপে ধাপে দায়িত্ব নামক এক অদৃশ্য বোঝা কাঁধে তুলে নেয় সে। বাবা-মার আশা, সমাজের চোখ, পরিবারের ভরসা – সব কিছুই যেন পুরুষ নামক মানুষটার ঘাড়ে।
সে সকালে বের হয়, রাত করে ফেরে। ক্লান্ত দেহ, অথচ মুখে হাসি।
কারণ তার কষ্ট দেখলে পরিবার টিকে থাকবে না।
নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে
অন্যদের স্বপ্ন পূরণে জীবন কাটায় সে।
সে প্রেম করে, কিন্তু প্রপোজ করতে ভয় পায় – যদি প্রত্যাখ্যান পায়!
সে সংসার করে, অথচ ভালোবাসার জায়গায় 'দায়িত্ব'টাই বড় হয়ে দাঁড়ায়।
বাবা হয়ে ওঠে, অথচ নিজের বাবা হবার অনুভূতিগুলো কেউ জানতে চায় না।
তার চোখে জল আসে, কিন্তু কেউ তা দেখতে পায় না।
কারণ পুরুষ হলে কাঁদা মানা!
সমাজ তাকে শুধু দেয় কর্তব্য, নেয় সবকিছু – হাসি, খুশি, ভালোবাসা, স্বপ্ন।
তবু সে বাঁচে, কারণ তার ভালোবাসা নিঃস্বার্থ।
তবু সে লড়ে যায়, কারণ সে পুরুষ।
এক নিঃশব্দ যোদ্ধা, যার গল্পটা কেউ শোনে না।
– শ্রদ্ধা রইল সেই সব পুরুষ মানুষের প্রতি, যারা প্রতিদিন নিজের জীবনকে বিসর্জন দিয়ে অন্যদের জীবন গড়ে তোলে।
#পুরুষ_মানুষ #নিঃশব্দ_যোদ্ধা #জীবনের_গল্প #ফেসবুকপোস্ট