Xenon Xihaan

Xenon Xihaan #জ২১জেনন
🛫Traveller | 🎵 Musician | Content Creator | Social Activist 🔰

Musician, Content Creator, Social Activist // Xenon Xihaan
প্রকৃত নাম ইসফাক আহমদ হলেও ভার্চুয়ালের ''জেনন জিহান'' ( #জ২১জেনন) একজন বাংলাদেশি সাইবার নিরাপত্তাকর্মী, ইউটিউবার, ফ্রিল্যান্স ভিডিও এডিটর, শর্টফিল্ম নির্মাতা, সংগীতশিল্পী ও সামাজিক সংগঠক। বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন "বাশু বাংলাদেশ" এবং সাইবার নিরাপত্তামূলক প্লাটফর্ম "এইড ফর সাইবার ক্রাইম সলিউশন (এসিসিএস)" এর প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে "জ

াতীয় পতাকা অবমাননা রোধ" কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে হাতেখড়ি৷ পথশিশুদের পাঠদানসহ নানা সংগঠনের সদস্য হিসেবে কাজ করা ও বিভিন্ন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ২০১৫ সালে বাংলাদেশে প্রথম বাংলিশ শুদ্ধিমূলক অনলাইন স্কুল Bashu Online School চালু করেন৷ একইসাথে ইমার্জেন্সি নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করার কাজ করেছেন। বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম তাকে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেছে। তালাশের সাবেক উপস্থাপক ও সাংবাদিক মুনজুরুল করিম জেনন জিহানকে ''তারুণ্যের অনুপ্রেরণা" এবং আমরাই রক্তসন্ধানী তাকে 'ইয়ুথ আইকন'' ও টিম ডিএসই ''এই যুগের ভাষা সৈনিক'' হিসেবে উল্লেখ করে।

20/09/2025
আলহামদুলিল্লাহ! আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর সাথে Virtual Driving School  এর সমন্বয়ে আমরা পথচলা শুরু করলাম। ...
11/09/2025

আলহামদুলিল্লাহ!
আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর সাথে Virtual Driving School
এর সমন্বয়ে আমরা পথচলা শুরু করলাম।
- 🚘🎮-
গাড়ি চালানো শিখতে গেলে প্রথম ভয় এক্সিডেন্টের, তারপর কতশত নিয়ম তার উপর দেশের রাস্তাঘাটে চালানো শেখা কি এতো সোজা?

🔴 অনলাইন- অফলাইন (ভার্চুয়াল-বাস্তব) এ গাড়ি চালানো শেখার সহজ সমাধান নিয়ে এবার কম্পিউটারে স্টিয়ারিং হুইল, প্যাডাল এবং গিয়ার শিফটার দিয়ে ম্যানুয়াল গাড়ি চালানো শেখার কোর্স চালু করেছি আমরা যেখানে

📣 কোর্সে ভর্তি হলেই পাচ্ছেন-

১) ১০টি ভার্চুয়াল লেসনের মাধ্যমে স্টিয়ারিং হুইল, প্যাডেল ও গিয়ার শিফটার দিয়ে ম্যানুয়াল গাড়ি চালাতে পারার সক্ষমতা।
২) কম্পিউটারে গাড়ি চালনা কর‍তে শেখার পাশাপাশি জানতে পারবেন ট্রাফিক নিয়ম কানুন।
৩) গাড়ির ভেতরে, বাইরে বসে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স নেবার পাশাপাশি বিদেশের রাস্তায় কীভাবে চালাতে হবে সেটাও জানা হয়ে যাবে।
৪) ভার্চুয়ালি কোর্স সম্পন্ন করার পর পাচ্ছেন একটি সার্টিফিকেট।
৫) অনলাইনের প্রশিক্ষণ শেষে দেওয়া হবে বাস্তবে গাড়ি চালনার প্রশিক্ষণ।
৬) ড্রাইভিং কোর্সের সাথে থাকছে গাড়ির যন্ত্রাংশসমূহ সম্পর্কে হাতে-কলমে নিজস্ব গাড়ির গ্যারেজ-এ ক্লাস।
৭) ভার্চুয়াল ড্রাইভিং স্কুলে নারী- পুরুষ উভয়ই আমাদের প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন।
৮) ভার্চুয়াল ড্রাইভিং স্কুলে আছে নানা ধরনের রেসিং গেম খেলার সুবিধা।
🏎️ যেখানে আপনি স্টিয়ারিং হুইল- প্যাডেল দিয়ে অটো গেয়ারেও চালাতে শিখবেন। গেমিং এক্সপেরিয়েন্স হবে অন্যরকম।

🛞 বিস্তারিত জানতে চলে
আসুন আমাদের ঠিকানায়
আর পেজগুলো ফলো দিয়ে রাখুন।

Thanks to Shimul Ahmed vai for Collaborating with us ❤️

সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন ২১ মানেই অহংকার... আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, চান্স পাইলেই হাসিনার মতো বাকিরা বিএনপিকে খা...
08/09/2025

সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন ২১ মানেই অহংকার...

আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, চান্স পাইলেই হাসিনার মতো বাকিরা বিএনপিকে খায়া দিবেন এই তালে আছেন! বিএনপির নেতাকর্মী ও এই ছেলেমেয়েগুলো পাশে না থাকলে আজকেও স্রেফ কোটা আন্দোলনেই সীমাবদ্ধ থেকে যেতেন। বিএনপি যদি একবার ভাবত দেশ তো স্বাধীন! এবার হাসিনার মতো কাউকেই টিকতে দিবো না, তাইলে হম্বিতম্বি কই যেত! ক্ষমতায় না আসতেই যা অবস্থা, দেশ বারবার চালিয়ে আসা দলের চেয়েও একেকজন ছাড়িয়ে যাচ্ছেন, যা নিরবে ১বছর দেখে গেলাম।

তাই লেভেল প্লেয়িং ফিল্ডে থাকুন, চান্স পাইছেন সমানে সমানে আসার, এটাই বেশি! হাসিনা গেছে, জাপা যাওয়ার পথে, গণপরিষদ আইসিইউতে, এনসিপির বয়স সবে এক! বাকিদের নাম তো জানিও না....
জামাত- শিবিরের শরীরে যুদ্ধাপরাধী সিল!

বিএনপি খাইতে গিয়ে নিজেরাই না কট খেয়ে যান। ১৭ বছর একটা দল ক্ষমতার বাইরে সবাই মিলে চান্স পাইলেই ঘাড়াইছেন, এখনো ঘাড়ানোর চান্সে আছেন! এগ্লা বাদ দেন।

শুভ কামনা রইলো সবার জন্য।

ছবি কার্টেসি- Saleh Ahmed Khasru দুলাভাই।

আমিও কিন্তু ঢাবিয়ান, হতে পারি ডেন্টিস্ট।
#জ২১জেনন

30/08/2025
30/08/2025

গুম পরিবার আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৫, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, মানববন্ধনে বক্তব্য... #দিনারগুম #দিনার # #সিলেটি

এটাই যেন আমার বড় ভাইয়াসহ গুম হয়ে যাওয়া সবার সন্ধান দাবির শেষ অবস্থান হয়, তাদেরকে নিয়ে যাতে একসাথে খাবার খেতে পারি। আমিন ...
30/08/2025

এটাই যেন আমার বড় ভাইয়াসহ গুম হয়ে যাওয়া সবার সন্ধান দাবির শেষ অবস্থান হয়, তাদেরকে নিয়ে যাতে একসাথে খাবার খেতে পারি।
আমিন 🤲

22/08/2025

আন্তর্জাতিক অঙ্গনে মেজর জিয়ার সাহসিকতার বর্ণনা করলেন ব্যারিস্টার ফুয়াদ...
#জিয়া #বিএনপি

04/06/2025

প্রতিটি দিন নতুন একটি সুযোগ!

📹 Freelancer Shakil Ahmed Vai 🔥

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে। আমাদের বুস্...
31/05/2025

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে।

আমাদের বুস্টিং এর রেজাল্ট দেখতেই পাচ্ছেন!
মাত্র ৩০ ডলার বুস্টিং করে ভিডিওতে ভিউ এসেছে প্রায় চার লক্ষ!

আপনিও আপনার পেজ, টিকটক, ইন্সট্রাগ্রামের বুস্টিং করাতে চাইলে ইনবক্স করুন বা কমেন্ট করুন।

ভালো রেজাল্ট পেতে নূন্যতম ৩০ ডলার বুস্ট করতে পারেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Xenon Xihaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share