15/06/2025
BNP আর তাদের অনেক পেজ নাকি বুস্টিং এর জন্য কোটি টাকা খরচ করেছে! কারে দিয়ে বুস্ট করালো আমার চোখে পর্যন্ত পেজের একটা পোস্ট বা ভিডিও আসলো না।
২ নম্বর দিয়ে দুনিয়া ভরে গেছে। টাকা ঢালছে অথচ ফিডব্যাক নাই।
আপনারা যারা বেহুদা ডলার খরচ করছেন অথচ রেজাল্ট পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুস্টিং সার্ভিসে কাংখিত ফলাফল পাবেন নিশ্চিত থাকেন।
মিনিমাম ৩০ ডলার থেকে শুরু করবেন।
আপনাদেরকে একটা সিক্রেট বলি। আপনি আপনার প্রতিষ্ঠান, ব্যবসাকে বড় করতে চাইলে বুস্টিং এর বিকল্প নেই। মিলিয়নের পেজ Ghorer bazar, Holygift, 10 minutes School তাদের পেজে যখন যাবেন দেখবেন Add Run চলছে। আমার মনে হয় এরা তাদের লাভের অর্ধেকটাই বুস্টিং এর পেছনে ঢেলে দিচ্ছে। ফেসবুকে আপনি ১০০ ডলার খরচ করলে মেটা আপনাকে ২০০ ডলারের আর্নিং ব্যবস্থা করে দিবে। আর যদি ভাইরাল কন্টেন্ট বানাতে পারেন তাইলে তো সামান্য ডলার খরচেই আপনি বেশ প্রোফিট পাবেন!
তাই বুস্টিং করান, তবে বুঝেশুনে যারা এক্সপার্ট তাদের দিয়ে। যারা ট্রান্সপারেন্ট তাদের দিয়ে। এক্ষেত্রে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারব।
শুভ দুপুর।