Xenon Xihaan

Xenon Xihaan #জ২১জেনন
🛫Traveller | 🎵 Musician | Content Creator | Social Activist 🔰

Musician, Content Creator, Social Activist // Xenon Xihaan
প্রকৃত নাম ইসফাক আহমদ হলেও ভার্চুয়ালের ''জেনন জিহান'' ( #জ২১জেনন) একজন বাংলাদেশি সাইবার নিরাপত্তাকর্মী, ইউটিউবার, ফ্রিল্যান্স ভিডিও এডিটর, শর্টফিল্ম নির্মাতা, সংগীতশিল্পী ও সামাজিক সংগঠক। বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন "বাশু বাংলাদেশ" এবং সাইবার নিরাপত্তামূলক প্লাটফর্ম "এইড ফর সাইবার ক্রাইম সলিউশন (এসিসিএস)" এর প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে "জ

াতীয় পতাকা অবমাননা রোধ" কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে হাতেখড়ি৷ পথশিশুদের পাঠদানসহ নানা সংগঠনের সদস্য হিসেবে কাজ করা ও বিভিন্ন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ২০১৫ সালে বাংলাদেশে প্রথম বাংলিশ শুদ্ধিমূলক অনলাইন স্কুল Bashu Online School চালু করেন৷ একইসাথে ইমার্জেন্সি নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করার কাজ করেছেন। বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম তাকে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেছে। তালাশের সাবেক উপস্থাপক ও সাংবাদিক মুনজুরুল করিম জেনন জিহানকে ''তারুণ্যের অনুপ্রেরণা" এবং আমরাই রক্তসন্ধানী তাকে 'ইয়ুথ আইকন'' ও টিম ডিএসই ''এই যুগের ভাষা সৈনিক'' হিসেবে উল্লেখ করে।

22/08/2025

আন্তর্জাতিক অঙ্গনে মেজর জিয়ার সাহসিকতার বর্ণনা করলেন ব্যারিস্টার ফুয়াদ...
#জিয়া #বিএনপি

21/08/2025
20/08/2025

গল্পের বইটা পড়ে শেষ করব ইন শা আল্লাহ!
কেমন হলো জানাবেন। আজকে থাকছে প্রথম পর্ব।

সাদা পাথর: নাম আছে, পাথর নেইভোলাগঞ্জের সাদা পাথর—একটা সময় ছিল যেখানকার পানির নিচে মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে ছিল সাদা চকচক...
12/08/2025

সাদা পাথর: নাম আছে, পাথর নেই
ভোলাগঞ্জের সাদা পাথর—একটা সময় ছিল যেখানকার পানির নিচে মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে ছিল সাদা চকচকে পাথর। স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়লে সেই পাথরগুলো আলোর মতো ঝলকে উঠত। প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম ছিল "সাদা পাথর"।

কিন্তু আজ?

সাদা পাথর বলে একটা নাম আছে ঠিকই, কিন্তু জায়গাটায় গিয়ে খালি চোখে পাথর খুঁজে পাওয়া যায় না।

কী হয়েছে এই জায়গার?
এই এলাকার পাথরগুলো বছরের পর বছর ধরে অবৈধভাবে উত্তোলন ও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
দিনের পর দিন, রাতের পর রাত—স্থানীয় কিছু অসাধু লোকজন ও প্রভাবশালী চক্র সাদা পাথরের নিচে থেকে পাথর তুলে বিক্রি করে দিয়েছে।
এখন সেখানে পড়ে আছে বালি, কাদা, শুকিয়ে যাওয়া জলাশয়, আর ধ্বংস হওয়া পরিবেশ।

কেন এটা নিয়ে কথা বলা জরুরি?
এটা শুধু একটা পর্যটন এলাকার ক্ষতি নয়, এটা প্রাকৃতিক সম্পদের লুট

রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি বা চক্রের হাতে চলে যাওয়া মানে দেশের ক্ষতি

প্রকৃতি ধ্বংস মানে মানুষের ভবিষ্যৎ ধ্বংস

পর্যটনের বিকাশ থেমে যাচ্ছে কারণ মানুষ এখন আর আগের মতো আনন্দ পায় না

যারা সৎভাবে পর্যটন বা ব্যবসা চালাতে চায়, তারাও ক্ষতিগ্রস্ত

সমাধান কী?
১. অবৈধভাবে উত্তোলন করা পাথর চক্রকে আইনের আওতায় আনতে হবে
২. সাদা পাথর এলাকায় পাথর উত্তোলনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে
৩. জায়গাটিকে প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা উচিত
৪. স্থানীয় মানুষদের সচেতন করতে হবে যে, সামান্য লাভের জন্য তারা নিজেদের ভবিষ্যৎ শেষ করছেন
৫. প্রশাসনের উচিত নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগ নিশ্চিত করা

আমাদের করণীয়
এই অন্যায়ের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়া

চুপ না থেকে লিখে, বলেই জানানো

পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা ছড়ানো

প্রকৃতিকে শ্রদ্ধা জানানো

অন্যায় দেখলে প্রতিবাদ করা

সাদা পাথর এখন আর সাদা নেই, আর পাথরও নেই
নদীশয্যা উজাড় করা হলে, সেখানে আর কোনো ভবিষ্যৎ থাকে না

এখন না জাগলে সাদা পাথর শুধু ইতিহাসের পাতায় জায়গা পাবে — চোখের সামনে আর থাকবে না

#সাদা_পাথর_নেই
#প্রাকৃতিক_সম্পদ_চুরি
#পাথর_লুট
#সাদা_পাথর_বাঁচাও
#পরিবেশ_ধ্বংস_বন্ধ_করো


( তথ্যসুত্র চ্যাট জিপিটি )

এভাবেই আমাদের কেটে যাচ্ছে বছরের পর বছর! আমার বড় ভাইয়াকে ফেরত চাই।
20/07/2025

এভাবেই আমাদের কেটে যাচ্ছে বছরের পর বছর! আমার বড় ভাইয়াকে ফেরত চাই।

15/06/2025

BNP আর তাদের অনেক পেজ নাকি বুস্টিং এর জন্য কোটি টাকা খরচ করেছে! কারে দিয়ে বুস্ট করালো আমার চোখে পর্যন্ত পেজের একটা পোস্ট বা ভিডিও আসলো না।

২ নম্বর দিয়ে দুনিয়া ভরে গেছে। টাকা ঢালছে অথচ ফিডব্যাক নাই।

আপনারা যারা বেহুদা ডলার খরচ করছেন অথচ রেজাল্ট পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুস্টিং সার্ভিসে কাংখিত ফলাফল পাবেন নিশ্চিত থাকেন।

মিনিমাম ৩০ ডলার থেকে শুরু করবেন।

আপনাদেরকে একটা সিক্রেট বলি। আপনি আপনার প্রতিষ্ঠান, ব্যবসাকে বড় করতে চাইলে বুস্টিং এর বিকল্প নেই। মিলিয়নের পেজ Ghorer bazar, Holygift, 10 minutes School তাদের পেজে যখন যাবেন দেখবেন Add Run চলছে। আমার মনে হয় এরা তাদের লাভের অর্ধেকটাই বুস্টিং এর পেছনে ঢেলে দিচ্ছে। ফেসবুকে আপনি ১০০ ডলার খরচ করলে মেটা আপনাকে ২০০ ডলারের আর্নিং ব্যবস্থা করে দিবে। আর যদি ভাইরাল কন্টেন্ট বানাতে পারেন তাইলে তো সামান্য ডলার খরচেই আপনি বেশ প্রোফিট পাবেন!

তাই বুস্টিং করান, তবে বুঝেশুনে যারা এক্সপার্ট তাদের দিয়ে। যারা ট্রান্সপারেন্ট তাদের দিয়ে। এক্ষেত্রে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারব।

শুভ দুপুর।

04/06/2025

প্রতিটি দিন নতুন একটি সুযোগ!

📹 Freelancer Shakil Ahmed Vai 🔥

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে। আমাদের বুস্...
31/05/2025

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে।

আমাদের বুস্টিং এর রেজাল্ট দেখতেই পাচ্ছেন!
মাত্র ৩০ ডলার বুস্টিং করে ভিডিওতে ভিউ এসেছে প্রায় চার লক্ষ!

আপনিও আপনার পেজ, টিকটক, ইন্সট্রাগ্রামের বুস্টিং করাতে চাইলে ইনবক্স করুন বা কমেন্ট করুন।

ভালো রেজাল্ট পেতে নূন্যতম ৩০ ডলার বুস্ট করতে পারেন।

কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর মতবিনিময় সভা অনুষ্ঠানে। ভোক্তা অধিকার সংরক্ষণে তারা কাজ করে যাচ্ছেন।
24/05/2025

কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর মতবিনিময় সভা অনুষ্ঠানে। ভোক্তা অধিকার সংরক্ষণে তারা কাজ করে যাচ্ছেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Xenon Xihaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share