12/08/2025
সাদা পাথর: নাম আছে, পাথর নেই
ভোলাগঞ্জের সাদা পাথর—একটা সময় ছিল যেখানকার পানির নিচে মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে ছিল সাদা চকচকে পাথর। স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়লে সেই পাথরগুলো আলোর মতো ঝলকে উঠত। প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম ছিল "সাদা পাথর"।
কিন্তু আজ?
সাদা পাথর বলে একটা নাম আছে ঠিকই, কিন্তু জায়গাটায় গিয়ে খালি চোখে পাথর খুঁজে পাওয়া যায় না।
কী হয়েছে এই জায়গার?
এই এলাকার পাথরগুলো বছরের পর বছর ধরে অবৈধভাবে উত্তোলন ও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
দিনের পর দিন, রাতের পর রাত—স্থানীয় কিছু অসাধু লোকজন ও প্রভাবশালী চক্র সাদা পাথরের নিচে থেকে পাথর তুলে বিক্রি করে দিয়েছে।
এখন সেখানে পড়ে আছে বালি, কাদা, শুকিয়ে যাওয়া জলাশয়, আর ধ্বংস হওয়া পরিবেশ।
কেন এটা নিয়ে কথা বলা জরুরি?
এটা শুধু একটা পর্যটন এলাকার ক্ষতি নয়, এটা প্রাকৃতিক সম্পদের লুট
রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি বা চক্রের হাতে চলে যাওয়া মানে দেশের ক্ষতি
প্রকৃতি ধ্বংস মানে মানুষের ভবিষ্যৎ ধ্বংস
পর্যটনের বিকাশ থেমে যাচ্ছে কারণ মানুষ এখন আর আগের মতো আনন্দ পায় না
যারা সৎভাবে পর্যটন বা ব্যবসা চালাতে চায়, তারাও ক্ষতিগ্রস্ত
সমাধান কী?
১. অবৈধভাবে উত্তোলন করা পাথর চক্রকে আইনের আওতায় আনতে হবে
২. সাদা পাথর এলাকায় পাথর উত্তোলনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে
৩. জায়গাটিকে প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা উচিত
৪. স্থানীয় মানুষদের সচেতন করতে হবে যে, সামান্য লাভের জন্য তারা নিজেদের ভবিষ্যৎ শেষ করছেন
৫. প্রশাসনের উচিত নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগ নিশ্চিত করা
আমাদের করণীয়
এই অন্যায়ের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়া
চুপ না থেকে লিখে, বলেই জানানো
পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা ছড়ানো
প্রকৃতিকে শ্রদ্ধা জানানো
অন্যায় দেখলে প্রতিবাদ করা
সাদা পাথর এখন আর সাদা নেই, আর পাথরও নেই
নদীশয্যা উজাড় করা হলে, সেখানে আর কোনো ভবিষ্যৎ থাকে না
এখন না জাগলে সাদা পাথর শুধু ইতিহাসের পাতায় জায়গা পাবে — চোখের সামনে আর থাকবে না
#সাদা_পাথর_নেই
#প্রাকৃতিক_সম্পদ_চুরি
#পাথর_লুট
#সাদা_পাথর_বাঁচাও
#পরিবেশ_ধ্বংস_বন্ধ_করো
( তথ্যসুত্র চ্যাট জিপিটি )