Xenon Xihaan

Xenon Xihaan #জ২১জেনন
🛫Traveller | 🎵 Musician | Content Creator | Social Activist 🔰

Musician, Content Creator, Social Activist // Xenon Xihaan
প্রকৃত নাম ইসফাক আহমদ হলেও ভার্চুয়ালের ''জেনন জিহান'' ( #জ২১জেনন) একজন বাংলাদেশি সাইবার নিরাপত্তাকর্মী, ইউটিউবার, ফ্রিল্যান্স ভিডিও এডিটর, শর্টফিল্ম নির্মাতা, সংগীতশিল্পী ও সামাজিক সংগঠক। বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন "বাশু বাংলাদেশ" এবং সাইবার নিরাপত্তামূলক প্লাটফর্ম "এইড ফর সাইবার ক্রাইম সলিউশন (এসিসিএস)" এর প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে "জ

াতীয় পতাকা অবমাননা রোধ" কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে হাতেখড়ি৷ পথশিশুদের পাঠদানসহ নানা সংগঠনের সদস্য হিসেবে কাজ করা ও বিভিন্ন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ২০১৫ সালে বাংলাদেশে প্রথম বাংলিশ শুদ্ধিমূলক অনলাইন স্কুল Bashu Online School চালু করেন৷ একইসাথে ইমার্জেন্সি নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করার কাজ করেছেন। বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম তাকে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেছে। তালাশের সাবেক উপস্থাপক ও সাংবাদিক মুনজুরুল করিম জেনন জিহানকে ''তারুণ্যের অনুপ্রেরণা" এবং আমরাই রক্তসন্ধানী তাকে 'ইয়ুথ আইকন'' ও টিম ডিএসই ''এই যুগের ভাষা সৈনিক'' হিসেবে উল্লেখ করে।

15/06/2025

BNP আর তাদের অনেক পেজ নাকি বুস্টিং এর জন্য কোটি টাকা খরচ করেছে! কারে দিয়ে বুস্ট করালো আমার চোখে পর্যন্ত পেজের একটা পোস্ট বা ভিডিও আসলো না।

২ নম্বর দিয়ে দুনিয়া ভরে গেছে। টাকা ঢালছে অথচ ফিডব্যাক নাই।

আপনারা যারা বেহুদা ডলার খরচ করছেন অথচ রেজাল্ট পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুস্টিং সার্ভিসে কাংখিত ফলাফল পাবেন নিশ্চিত থাকেন।

মিনিমাম ৩০ ডলার থেকে শুরু করবেন।

আপনাদেরকে একটা সিক্রেট বলি। আপনি আপনার প্রতিষ্ঠান, ব্যবসাকে বড় করতে চাইলে বুস্টিং এর বিকল্প নেই। মিলিয়নের পেজ Ghorer bazar, Holygift, 10 minutes School তাদের পেজে যখন যাবেন দেখবেন Add Run চলছে। আমার মনে হয় এরা তাদের লাভের অর্ধেকটাই বুস্টিং এর পেছনে ঢেলে দিচ্ছে। ফেসবুকে আপনি ১০০ ডলার খরচ করলে মেটা আপনাকে ২০০ ডলারের আর্নিং ব্যবস্থা করে দিবে। আর যদি ভাইরাল কন্টেন্ট বানাতে পারেন তাইলে তো সামান্য ডলার খরচেই আপনি বেশ প্রোফিট পাবেন!

তাই বুস্টিং করান, তবে বুঝেশুনে যারা এক্সপার্ট তাদের দিয়ে। যারা ট্রান্সপারেন্ট তাদের দিয়ে। এক্ষেত্রে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারব।

শুভ দুপুর।

04/06/2025

প্রতিটি দিন নতুন একটি সুযোগ!

📹 Freelancer Shakil Ahmed Vai 🔥

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে। আমাদের বুস্...
31/05/2025

আপনার পেজের বুস্টিং করার এখনই সময়! দেশে বড় কোনো ইস্যু নেই আবার সামনে ঈদ। মানুষ অনলাইনে এখন বেশি একটিভ থাকবে।

আমাদের বুস্টিং এর রেজাল্ট দেখতেই পাচ্ছেন!
মাত্র ৩০ ডলার বুস্টিং করে ভিডিওতে ভিউ এসেছে প্রায় চার লক্ষ!

আপনিও আপনার পেজ, টিকটক, ইন্সট্রাগ্রামের বুস্টিং করাতে চাইলে ইনবক্স করুন বা কমেন্ট করুন।

ভালো রেজাল্ট পেতে নূন্যতম ৩০ ডলার বুস্ট করতে পারেন।

কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর মতবিনিময় সভা অনুষ্ঠানে। ভোক্তা অধিকার সংরক্ষণে তারা কাজ করে যাচ্ছেন।
24/05/2025

কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর মতবিনিময় সভা অনুষ্ঠানে। ভোক্তা অধিকার সংরক্ষণে তারা কাজ করে যাচ্ছেন।

21/05/2025

Drive and Play on Gaming Chair!
Horizon Furniture ❤️

পুরো সিলেট শহর চষেও একটা গেমিং চেয়ার পেলাম না। করিমুল্লাহ মার্কেটে পিসির দোকানে গেমিং চেয়ারের কোনো কালেকশনই নেই। এনে দিল...
19/05/2025

পুরো সিলেট শহর চষেও একটা গেমিং চেয়ার পেলাম না। করিমুল্লাহ মার্কেটে পিসির দোকানে গেমিং চেয়ারের কোনো কালেকশনই নেই। এনে দিলেও ঢাকা থেকে দিবে... কদিন প্রায় সবগুলো ব্রান্ডই ঘাটলাম। অবশেষে দেশে ভালো মানের এবং রিজেনএবল দামে বিক্রি করছে এমন গেমিং চেয়ার নির্মাতা প্রতিষ্ঠানের সাথে আলাপ করলাম। তারাও আমাকে গেমিং চেয়ার দিবে। আমি নিজেও একটা নিচ্ছি। আপনাদের লাগলে জানান! আপাতত ৪টা আনব।

সিলেটে প্রথম আমিই শুরু করতে যাচ্ছি গেমিং চেয়ার নিয়ে পথচলা । যারা নিতে চান জানাতে পারেন। অফিস, ঘর, ইউটিউব চ্যানেল, ভ্লগ, বা টেন্ড্রে থাকতে এখন গেমিং চেয়ার এর বিকল্প নেই! দামও খুব বেশি নয়...

Virtual Driving School  এ পাচ্ছেন 👇Offer! Offer! 🚘🎓Driving MEMBERSHIP Admission- 📣  Book NOW! 🔊🛞  ▫️Silver - 199/- 30min...
11/05/2025

Virtual Driving School এ পাচ্ছেন 👇

Offer! Offer!
🚘🎓Driving MEMBERSHIP
Admission-
📣 Book NOW! 🔊
🛞 ▫️Silver - 199/- 30minutes- 7 days
🛞 🔶Platinum- 499/- 40 min- 7 days
🛞 🟡Gold- 999/- 40 min- 10 days
🛞 💠Diamond- 1499/- 45 min- 15 days
👇-
🧑🏻‍💻 Registration Fee 200/-

🔴 ব্যাখ্যা - সিলভার সদস্যপদ নিলে ১৯৯টাকায় ৩০মিনিট, ৭দিন ভার্চুয়ালি ম্যানুয়াল গিয়ার শিফটার স্টিয়ারিং হুইল দিয়ে গাড়ি চালানো শেখার সুযোগ পাচ্ছেন আপনি!
একইভাবে বাকিগুলো...

বাশু হিতাকাঙ্ক্ষী সাকির মাটি ভাই আর আমাদের মাঝে নাই 😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি স্ট্রোক কর...
06/05/2025

বাশু হিতাকাঙ্ক্ষী সাকির মাটি ভাই আর আমাদের মাঝে নাই 😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি স্ট্রোক করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲 সবাই দোয়া করবেন।

আমরা গভীরভাবে শোকাহত ⬛️

05/05/2025

প্রতিষ্ঠিত হলে সবাই তোমাকে সাহায্য করবে,কিন্তু প্রতিষ্ঠিত হতে তোমাকে কেউ সাহায্য করবে না।

04/05/2025
02/05/2025

BORBAAD_বরবাদ দেখে এলাম। #বাশু #জেননজিহান #ঘুরাঘুরি #সিনেমা #বরবাদ #শাকিবখান

25/04/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Xenon Xihaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share