Duckie Cookie and My Destination

Duckie Cookie and My Destination জীবনে কাছের মানুষ কম থাকুক,কিন্তু প্রিয় কিছু মানুষ থাকুক।
(15)

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, ...
30/06/2025

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শুনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপনমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী।

29/06/2025

শুভরাত্রি 😴😴
"ভদ্রতায় বংশের পরিচয়....!"

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু...
29/06/2025

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু সেই ঘরে থাকবেনা কোন খিলখিল হাসির শব্দ, ছোট্ট পায়ের হাঁটার আওয়াজ, খেলনার টুংটাং শব্দ, ঠোঁট ফুলিয়ে কান্নার মেলানকোলি।💔
সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেআমত।বিশ্বাস করেন না তো?? যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করুন। তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখুন।পারলে তার সাথে আপনিও জয়েন করুন,এনজয় করুন।সময় চলে যাবে ~ শুধু থেকে যাবে শুধু কিছু মূহুর্তের স্মৃতি। ❣️

আজ শুধু ভরতা, বাকি সব পরে দেখা যাবে!ভাত কম, ভরতা বেশি — এটাই লাইফস্টাইল!🎀🎀
25/06/2025

আজ শুধু ভরতা, বাকি সব পরে দেখা যাবে!
ভাত কম, ভরতা বেশি — এটাই লাইফস্টাইল!🎀🎀

22/06/2025

জীবন টা রোস্টের মতো ভাজা ভাজা হয়ে গেছে 😭😭😭😭

17/06/2025

আজ যদি মরে যাই, কাল দু’দিন!
কিছু চোখে জল পড়বে, তারপর সবাই নিজের মতো করে বাঁচবে। এই পৃথিবীতে কেউ কারও জন্য থেমে থাকে না।

এই নির্মম সত্যটা বুঝে গেছি অনেক আগেই।
এখন আর কারও কাছে কিছু আশা করি না।
প্রত্যাশা যত কম, মনও ততটাই শান্ত।
কোনো আশা নয়,
শুধু বাস্তবতা!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duckie Cookie and My Destination posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share