বড় রাজা ছোট রাজা

বড় রাজা ছোট রাজা নিরবতা কথা বলে, যা অনুভব করার ক্ষমতা সবার থাকেনা🖤🖤
পরিচালনায় বড় রাজা ছোট রাজার আম্মু 🤍🤍

08/08/2025

দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়।

১। যিনি বিপদে ফেলেছিলেন।
২। যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন।🤍🤍

অধিকাংশ  প্রবাসী বউদের নিজের কোন সংসার হয়না,, শশুর বাড়িতে যখন যায় তখন তারা বাজার করেনা যেনো খাবারের কষ্টে বাবার বাড়ি চলে...
08/08/2025

অধিকাংশ প্রবাসী বউদের নিজের কোন সংসার হয়না,, শশুর বাড়িতে যখন যায় তখন তারা বাজার করেনা যেনো খাবারের কষ্টে বাবার বাড়ি চলে আসে,, এটা একটা কৌশল তাদের,, এটা কেন করে জানেন যেনো প্রবাসীর কামাই তারা একা খেতে পারে,, প্রবাসী কে বলে তোমার বউ এখানে থাকে না কোন খরচ দিবানা,, আর ওদিকে মেয়েটার বাবার বাড়িতে ও শান্তি নেই চারদিকে সবার খুঁচা দিয়ে কথা বলা সহ্য করতে হয়,,
যারা দেশের বাইরে থাকেন তারা স্ত্রীর ভরনপোষণ এবং সন্তানের ভরনপোষণ ঠিক মতো দিবেন,, বেকার বেয়াদব বোন জামাইদের কান পরা শুনে স্ত্রী সন্তানের উপর জু লুম করবেননা,, একদিন এই অনুতাপে জ*লবেন কেন তাদের কথা শুনছেন,, আপনার বেকার বোন জামাই, মা বোন রা কখনও চাইবেনা আপনি সংসারী হন, কারণ সংসার হলেই তাদের ভাগে কম পরে যাবে 😆
#সানজুররান্নাঘর #প্রবাসি #প্রবাসীবউ #খিচুড়ি

08/08/2025

আজ খিচুড়ি দিবস আবহাওয়া 😋😋😋
কে কি রান্না করছো বলো?যার বাসায় খিচুড়ি হবে তার বাসায় আমার দাওয়াত ওকে

সেদিন ১৪০ টাকা করে ৫ টা ডাব কিনলাম, বাসায় এনে কে টে দেখি এক গ্লাস পানি ও হয় না,, তারমধ্যে একটা ডাব প চা,,২ টা আম কিনলাম ...
08/08/2025

সেদিন ১৪০ টাকা করে ৫ টা ডাব কিনলাম, বাসায় এনে কে টে দেখি এক গ্লাস পানি ও হয় না,, তারমধ্যে একটা ডাব প চা,,২ টা আম কিনলাম ১৯০ টাকা দিয়ে বাসায় এনে দেখি একটা পঁচা, ৪৮০ টা কা কেজি মালটা আনলাম, ৫ টা মালটা মেপে বলে ৫২০ টা কা দেন, সেখানে ও একটা পঁচা, যাইহোক আপেল টা শুধু ভালো পরছিল,, আমি সব সময় দেখে বেছে আনি, সেদিন জ্বরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই আর বাছাবাছি করিনি,, কি যে কষ্ট পেয়েছি, একদিকে টা কার কষ্ট আরেকদিকে এতো কষ্ট করে বোঝা টেনে বাসায় আনার পর এমনটা দেখলে কেমন লাগে বলো,,
#সানজুররান্নাঘর

07/08/2025

ঠোঁটের কোনে হাসি নিয়ে,
বুকের ভেতর দহন যার।
শুধুমাত্র সেই জানে,
প্রতিনিয়ত কতটুকু পুড়ছে তার।

ভিতরে ভিতরে হিং'সা করে, উপরে আলগা পিরিত দেখাবেন না আমি বুঝি সব-ই শুধু আপনাদের বুঝতে দেই না। 😊   #সানজুররান্নাঘর
07/08/2025

ভিতরে ভিতরে হিং'সা করে, উপরে আলগা পিরিত দেখাবেন না আমি বুঝি সব-ই শুধু আপনাদের বুঝতে দেই না। 😊
#সানজুররান্নাঘর

07/08/2025

আমি অসুস্থ আর বারান্দার গাছগুলো ও ঝিমিয়ে গেছে।। পানি দিতে দিতে ভাবলাম আমার ভালো থাকাটা কত্ত জরুরি 🙂

বিয়ের ছ মাস পর প্রবাসে চলে যায় ওমান প্রবাসী,, তখন স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন৷ বাচ্চার সাথে এটাই প্রথম দেখা ছিলো আর স্ত্র...
07/08/2025

বিয়ের ছ মাস পর প্রবাসে চলে যায় ওমান প্রবাসী,, তখন স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন৷ বাচ্চার সাথে এটাই প্রথম দেখা ছিলো আর স্ত্রীর সাথে ছিলো ২য় দেখা,, সবাই দেখি বলছে একজন লোককে রিসিভ করতে এতজন আসা লাগে?? এখানে রিসিভ করতে আসাটা ভুল ধরছেন কেন,, তিন বছর পর হাসবেন্ড আসতেছে স্ত্রী সন্তান এবং মা এমনিতেই আসবে, বাদ বাকিরা আসে খুশি থেকে।। তবুও আপনাদের সিস্টেমের ভুল ধরবেননা ওককে,, বিদেশে একজন ড্রাইবার লাইসেন্স পেতে হলে কত ধাপ কমপ্লিট করতে হয়,, আর আমগো দেশে টা কা দিলেই লাইসেন্স মিলে,, চেকপোস্টে ৫০ টা কা দিলেই মুক্তি মিলে,, হেলপার হওয়ার ও যোগ্যতা নেই তারাও ড্রাইবার হয়ে গাড়ি চালায়।।
ইদানীং একটা নিয়ম করার খুব ইচ্ছে সেটা হলো প্রবাসীদের রিসিভ করতে এবং তাদের বিদায় দিতে একজন এর বেশি যাওয়া উচিৎ নয়।। সিস্টেম যেটা করা দরকার সেটা করবেনা, আইছে নিয়ম বানাতে চো রের দলেরা।।
#সানজুররান্নাঘর #প্রবাসি #ওমানপ্রবাসি #নোয়াখালী

06/08/2025

একমাত্র আমি বাদে গোটা জেনারেশন Saiyaara movie দেখে কাইন্দাও ফেলছে!🙂

ড্রাইবারের ঘুমের জন্য এতগুলো জীবন শে ষ,, আহারে একজন প্রবাসী বাড়ি ফিরে কত আশা নিয়ে, কত অপেক্ষার দিন সেদিন সেটা শুধু আমরাই...
06/08/2025

ড্রাইবারের ঘুমের জন্য এতগুলো জীবন শে ষ,, আহারে একজন প্রবাসী বাড়ি ফিরে কত আশা নিয়ে, কত অপেক্ষার দিন সেদিন সেটা শুধু আমরাই বুঝি,,
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমার হাসবেন্ড বড় রাজা কে বার বার বলছিলো বাবা তুমি ঘুমাইয়ো না,, আমি জিজ্ঞেস করলাম কেন, এত লম্বা পথ ও কি তাকায় থাকবে নাকি,, আমার হাসবেন্ড বলে ও ঘুমাইলে ড্রাইবার ও ঘুমায় যাবে,, আমার হাসবেন্ড ও কতক্ষণ পর পর উনাকে ডেকে ডেকে কথা বলছিলেন,, সূর্য মূখির বীজ খেতে দিলেন যেনো ঘুম না আসে।।
#সানজুররান্নাঘর #প্রবাসি

06/08/2025

সবাই দোয়া পড়ে ফু দাও কমেন্টে🥱😁

খুব দামী রেস্টুরেন্ট বসে আছি একা। পাশের টেবিলে বসা দুজন সুন্দরীর অতি উৎসাহী কথোপকথন আর খাবারের অর্ডার আমার চোখ কাড়লো.......
06/08/2025

খুব দামী রেস্টুরেন্ট বসে আছি একা। পাশের টেবিলে বসা দুজন সুন্দরীর অতি উৎসাহী কথোপকথন আর খাবারের অর্ডার আমার চোখ কাড়লো.........

দুটো ১০ ইঞ্চি পিজ্জা, একটি ক্যাশনাট সালাদ, তিনটি ফ্রাইড চিকেন, তিনটি থাই সুপ, সাথে আবার অন্থন। ডেজার্টও অর্ডার দিয়েছে আইসক্রিম, যার এক একটা স্কুপ এর দাম মেনুতে মিলিয়ে দেখলাম ৬৫০ টাকা!

আমি অতো বেশি দামী রেস্টুরেন্টে খাইনা তেমন, দাম সম্পর্কে ধারণাও কম। তাদের অর্ডারগুলো আমার হাতে থাকা মেনু কার্ডের সাথে মিলিয়ে টুকে রেখে হিসেব করে দেখলাম বিল প্রায় ৪০০০ টাকা!

অবাক হয়ে ভাবতে লাগলাম যে আমার একমাসের হাফ বেতন আর শরীর খাটিয়ে যে মাইনে পাই, তারা দুজন মিলে এক সন্ধায় তারচেয়ে বেশি টাকা উড়াচ্ছে!

আমি একটা কফির অর্ডার দিয়েছিলাম, কফি-টা এসে পড়লো। কফি খাচ্ছি আর ওদের কথা শোনার চেষ্টা করছি।

বারবার ঘড়ি দেখছে আর লাল জামা পড়া একটু নাদুস নুদুস মেয়েটা বলছে, যে আর ১০-১৫ মিনিটের মধ্যেই আসবে সে, ছেলেটাও লাল টি-শার্ট পড়ে আসবে।

সাদা জামা পড়া মেয়েটাকে গল্পের সাইড নায়িকা মনে হলো! কথোপকথনে বুঝলাম ফোনে পরিচিত কোন ছেলের সাথে প্রথম দেখা হবার কথা আজ তাদের, সেখানে লাল জামা পড়া মেয়েটিই গল্পের মূল চরিত্রে আছে।

সাদা জামাঃ ছেলেটির নাম কিরে?

লাল জামাঃ শুভ !

সাদা জামাঃ করে কি, আর তোর পরিচয় কিভাবে?

লাল জামাঃ ছোটখাট চাকরি করে। ফোনে পরিচয়, গ্রাম থেকে ঢাকায় এসেছে চাকরি করার জন্য। একেবারে ভোদাই মার্কা যারে বলে আরকি, জীবনে মনে হয় প্রেম-টেম করেনি আগে, মেয়েদের সাথে মেলা মেশাও না।

সাদা জামাঃ আজকে হ্যাভি খানা হবে রে মাম্মা!

লাল জামাঃ হ, এজন্যেই তো তোকে নিয়ে আসলাম। আজ হ্যাভি বাশ দিবো ওই বলদাকে।

সাদা জামাঃ পোলার টাকা পয়সা আছে তো? নাকি আবার ফকিন্নি মার্কা?

লাল জামাঃ অতো বুঝে কাজ কি আমার? আমাকে ভালোবাসে বলসে, আমিও বলসি ভালোবাসলে তো খাওন দাওন নিয়মিত দিতেই হবে, নাহলে প্রেম অতো স*%স্তা নাকি! হাহা, ভো%*দাই একটা। আই লাভ ইউ বলসি আর লুতুপুতু হয়ে গেছে, মনে করে নিয়েছে আমি তার বউ হয়ে গিয়েছি! হাহা

সাদা জামাঃ আচ্ছা, বল%&দা যদি এসে দেখে, এতো খাবার অর্ডার দিয়েছি, কি যে করবে! এতো টাকা থাকবে তো?

লাল জামাঃ আমি ওকে বলেছি আমার খাবার দাবার খুব পছন্দ, আজকে পেট ভরে খাবো, যেন কোন কৃপণতা না করে।

সাদা জামাঃ বেচারা!! হাহা

লাল জামাঃ ও তো ফোন ধরছেনা। সব সময় মিসকল দেই আর ১০ সেকেন্ডের মধ্যেই কল ব্যাক করে, আর আজকে এই সময়ে ফোন
ধরছেনা! আজকে আসুক, মজা বুঝাবো এই শা%*লাকে।

সাদা জামাঃ এই, খাবার তো এসে পড়লো, তোর উনি তো এলো না!

লাল জামার চেহারায় কেমন এক বিরক্তি ভাব, অনিশ্চয়তা আর ক্ষো%*ভ দেখতে পেলাম স্পষ্ট।

লাল জামাঃ আজ পর্যন্ত যত ছেলের সাথে দেখা করেছি, কেউ এতো দেড়ি করেনি, আর ওর ১ ঘন্টা লেট হয়ে গেন প্রায় এখনো আসছে না, কাহিনিটাই তো বুঝতেসিনা। ওরে এখন চি%*বিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। খাবারও শেষ প্রায়, বিল দিবে কে! ওরে বা%*শ দিবো ভেবেই না এতো খাবার অর্ডার দিলাম।

সাদা জামাঃ আমার কাছে কোন টাকা নেই আগেই বলে রাখছি!

আমি কফির বিলটা দিয়ে সার্ভিস বয়কে আরো ৫০ টাকা বকশিশ দিয়ে মনের আনন্দে মেয়ে দুটোর সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে গেলাম শিষ দিতে দিতে।
সেইরকম ইয়াম্মি ইয়াম্মি একটা ভাব বিরাজ করছে মনের মধ্যে। নেভী ব্লু গেঞ্জি পড়ে নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগেই এসে বসেছিলাম ওকে চমকে দিবো বলে!

মোবাইল থেকে সিমটা খুলে ডাস্টবিনের দিকে ছু&*ড়ে মা%*রলাম। ৪০০০ টাকা আর পুরো একটি জীবন বেচে যাওয়ার খুশিতে একটা সিম কার্ডের বিসর্জন তো দেয়াই যায়।

রম্যগল্পঃ #যাতনা
#সানজুররান্নাঘর

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড় রাজা ছোট রাজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share