My dairy

My dairy work hard and keep faith on allah, you will reach your goal for sure.

19/08/2025

মৃত্যু ভয় পাই কিন্তু আমাকে মরতেই হবে। আমার দুই সন্তানকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমাকে মরতেই হবে আজ নয়তো কাল কোনো একদিন।

19/08/2025

আমি আমারা মা-বাপ আামার ১৪ গুষ্টি আমার শশুর বাড়ির মানুষের মতে খারাপ জঘন্য মানুষ।
আর তারা ফেরেশতা।

18/08/2025

আমি মরবো কবে?
আল্লাহ আমাকে বাচায়ে রাখছেইবা কেনো!

11/08/2025

শান্তি মত বাচতে চাই এইটাই আমার বড় অপরাধ।

07/08/2025

এইটা আমার ওভার থিংকিং কি না আমি জানি না।
আমার মনে হয় আমার শাশুড়ী আমাকে মেরে ফেলতে চায়। আমার সুখ দেখলে তার হিংসা হয়।
আমি অনেক অসুস্থ। অনেক ডাক্তার অনেক টেষ্ট করানো হইছে কিন্তু কোনো কিছুই ধরা পরে না।
আমার মনে হয় সে আমাকে কালো জাদু করছে। কারণ মোটামোটি ৩-৪ মাস সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে। অনেক খাবার জিনিস দিছে
আমি সেগুলো খেয়েছিও।
এইটা কি আমার শুধু সন্দেহই নাকি সত্যি তাই হয়েছে?

07/08/2025

আমার শাশুড়ী আমার পুরা জীবনটা নষ্ট করল। আর আমার বাপ বিশাল বড় পাপ করছে এই মানুষদের মধ্যে আমার বিয়ে দিয়ে।
দুই বাচ্চা হয়ে গেছে এখন এদের নিয়ে আমি কোথায় যাব?
আমার স্বামীও নিজেদের ভিতরকার কথা তার মার কাছে বলে।
এমন মামাসবয় ছেলেদের জীবমি বিয়েই করা উচিত না।
আমি কি করব এখন?
দুই বাচ্চা আমার আম্মা আব্বা সবাই কে রেখে মারে যাব?

06/08/2025

আমার শশুর বাড়ির মানুষ চায় আমি আমার আম্মা আব্বার সাথে না মিশি 🤣
তাদের দেখা শোনা না করি।
আমার বাপের বাড়ি আর শশুর বাড়ি হেটেই আসা যায়।

মেয়েদের জীবন এতো কষ্টের কেনো?

05/08/2025

আমি যদি কখনো মারা যাই, আমার মৃত্যর জন্য দায়ী আমার শশুর বাড়ির মানুষজন।

05/08/2025

মনে হচ্ছে মরে গেলে বা সামহাউ এইখান থেকে বের হতে পারলে বেচে যেতাম। কিন্তু আমার এই অবস্থাতেই থেকে যাওয়া ছাড়া আর কোনো অপশন নাই।

দুই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব?
দুই বাচ্চা মেরে ফেলে আমি নিজেও মরব?
এইটাই কি সবচেয়ে ভালো হবে?

আমার আম্মা আব্বার কি হবে তাহলে?
আমি তো তাদের একমাত্র সন্তান। 😓💔

আসলে আমার কি করা উচিত এখন?

05/08/2025

সত্যি মনে করেছিলাম শশুর বাড়ির মানুষ জন হয়তো এখন আমাকে ফ্যামেলি মনে করা শুরু করছে। কিন্তু আমি ভুল তারা এতো ভালো ব্যবহার কেনো করছে তখন জানি না।

আমার আসলে কি করা উচিত?
মরে যাব?

আমার মা বাবা আমি সবাই নাকি খারাপ। অথচো যখন আমি তাদের বাড়িতে থাকতাম তখন আমাকে তারা খাওয়া কষ্ট দিত।

এদিকে আমি যাই করি না কেনো সব কিছু আমার হাজনবেন্ডের কাছে শুনে করি।

আর বলে আমি নাকি তার ছেলের সাথে খারাপ ব্যবহার করি।

আমার আম্মাকে অনেক খারাপ খারাপ কথা বলল

আমি শারীরিক ভাবে অসুস্থ জন্য আম্মার বাসায় এসে আছি। ঠিক মত হাটতে পারছি না। তার ছেলেই বলল তুমি ঠিক হয়ে তারপট বাসায় আসো অথচ তার মা আমার মাকে কতো খারাপ কথাই না
বলল।

আসলে আমি যাব কোথায়?
কি করব আমি?
আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে কি?

30/07/2025

Feeling guilty? You’re not alone.
Guilt can weigh heavy on the heart and mind, but it’s important to understand why we feel this way and how to heal from it. If you’re struggling with guilt, here are some tips to help you move forward with self-compassion and growth. 💛



https://tinylink.net/Rrcl2

29/07/2025

If i can earn i will live. But i can't earn i will die.
Final Decision.

Address

Fulbaria
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when My dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My dairy:

Share