Five In One

Five In One is the page creator especially for entertainment lover. here you will find the latest enter

11/07/2025

আদর্শ হারিয়ে প*শু*র মত হিং*স্র সমাজ,
কোথায় তোমার চেতনার মাতৃভুমি?

20/06/2025

🤣🤣

গাঁ*জা একাই লড়েছিলো।প্রায় ২০০ কোটি মুসলিম তাকিয়ে দেখেছিলো।🇵🇸নির্দয় নিষ্ঠুর জুলুম!আল্লাহ হেফাজত করেন।ইতিহাসের পাতায় লেখ...
06/04/2025

গাঁ*জা একাই লড়েছিলো।
প্রায় ২০০ কোটি মুসলিম তাকিয়ে দেখেছিলো।🇵🇸

নির্দয় নিষ্ঠুর জুলুম!
আল্লাহ হেফাজত করেন।
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

15/03/2025

"কোনাই খাবায় খবর ল" ২য় পাঠ।😂😂

14/03/2025

মধ্যবিত্ত পরিবারে ঈদে নতুন জামা পায় ছোটরা আর বৃদ্ধরা।
মধ্য বয়সীরা পরিবারের চাহিদা মেটাতে গিয়ে কিংবা “আমারতো আছে,এবার লাগবে না” এই অযুহাতে নিজের জন্য আর নতুন কাপড় কেনে না।

মধ্যবিত্ত অবস্থান আর মধ্য বয়স দুটাই খুব জটিল।🥺

11/03/2025

"কোনাই খাবায় খবর ল" এই বছরের নতুন কমেটি ঘোষনা।😂😂

25/02/2025

না এ হতে পারে না।😂😂

18/02/2025

লাইভ আড্ডা

18/02/2025

১০০০ টাকায় পুরো বডি চেকআপ॥New Funny Video.😂

18/02/2025

ইনশাআল্লাহ
আজ রাত ৯ টায় লাইভে আপনাদের সাথে আড্ডা হবে।

15/02/2025

ঢাকায় থাকে,এখন জাপানে মার্সালাট করে॥বাকিটা ইতিহাস।😂😂

ডা: নান্টো এলোপ্যাথি ও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার।
14/02/2025

ডা: নান্টো এলোপ্যাথি ও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Five In One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category