Riha's vlog and cooking

Riha's vlog and cooking Do not forget to say Bismillah !
(7)

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে...
27/07/2025

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।

একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে। শখের, পছন্দের কিছুই আর সে পাবে না।

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।

মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেন না। হতে পারে বিয়ের পর তার স্বামী, তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না।

মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে, বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।

মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না। একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।

মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরীব কারো কাছে বিয়ে দেবেন না। তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না। তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন।

মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে, হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।🥀🥀

25/07/2025

পেজে ঢুকার টাইম নাই😔

কিছু মানুষ দেখে মনে হয় আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি😊😊
24/07/2025

কিছু মানুষ দেখে মনে হয় আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি😊😊

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়...
23/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ
cp
মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

22/07/2025

২১শে জুলাই,,সারাজীবন মনে রাখবে মাইলস্টোন 😭

22/07/2025

সারারাত ঘুমাইতে পারি নাই,, যেখানে আমি আমার ছেলে মেয়েকে ছাড়া একদিন থাকতে পারি না সেখানে সন্তান হারা মা তারা কিভাবে থাকবেন😭তাদের ধৈর্য শক্তি দাও আল্লাহ😔

ঘুম পাচ্ছে না😔শরীরে বার বার কাটা দিয়ে উঠতেছে,,কান্না পাচ্ছে😭কিভাবে কাটবে আজকের রাতটা মায়েদের,,যে বাচ্চা রাতে মাকে ছাড়া ঘ...
21/07/2025

ঘুম পাচ্ছে না😔শরীরে বার বার কাটা দিয়ে উঠতেছে,,কান্না পাচ্ছে😭কিভাবে কাটবে আজকের রাতটা মায়েদের,,যে বাচ্চা রাতে মাকে ছাড়া ঘুমাতে পারতো না তারা আজকে মাকে ছাড়া কি করে ঘুমাচ্ছে?যে মায়েরা বাচ্চার স্কুল ব্যাগ রাতেই গুছিয়ে রাখতো তারা আর সেই ব্যাগ গুছাবে না 😭সকালে বাচ্চাকে কি খাবার খাওয়াবে, টিফিনে কি দিবে মা এসব নিয়েই ব্যাস্ত থাকতো এখন সেই মায়ের আর কোনো ব্যাস্ততা নেই😭সকাল হলেই স্কুলে যেতে হবে, হোম ওয়ার্ক শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে হবে সেই তাড়া আর নেই😭

কিভাবে ঘুমাবে একজন মা?তার সন্তান ছাড়া কি ঘুম পাবে? 😭
কেমন আজরাইল আসছিলো আল্লাহ😭এত্তগুলো নিষ্পাপ ফুল গুলোর জীবন নিয়া গেলো😭তোমার (আল্লাহর)কাছে ওরা অনেক ভালোই থাকবে,,হয়তো তুমার জান্নাতের বাগানে গিয়ে ওরা আনন্দেই আছে।কিন্তু কিভাবে থাকবে সন্তান হারা মা বাবারা😭এই শোক তারা কিভাবে কাটাবে,,??তাদের তুমি ধৈর্য শক্তি দাও 😭

কতো না বলা কথা তাদের,, মায়ের কাছে বলা হলো না😭

খেলনা,জামাকাপর,জুতা, তাদের সব বাসায় পড়ে আছে,,যেই খেলনাগুলো দিয়ে খেলার মানুষটাই আর নেই😭এইসব জিনিস রেখে চলে গেছে😭একজন মা কিভাবে শান্তনা দিবে নিজেকে😭😭😭

মা তার বাচ্চার জন্য দুপুরের খাবার বানিয়ে অপেক্ষায় ছিলো যে তার বাচ্চা বাসায় এসে খাবে,হয়তো তার পছন্দ মতো খাবারও বানানো হয়েছিলো কিন্তু সন্তান আর ঘরে ফিরে আসেনি😭

এই কষ্ট কিভাবে সহ্য করবে মা???😭😭😭😭😭😭😭😭

21/07/2025
না ফেরার দেশে চলে গেলো পাখিগুলো😭
21/07/2025

না ফেরার দেশে চলে গেলো পাখিগুলো😭

৬ মাস আগে বিয়ে করে ছিলেন পাইলট তৌকির।
21/07/2025

৬ মাস আগে বিয়ে করে ছিলেন পাইলট তৌকির।

21/07/2025

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

21/07/2025

Address

Fulbaria

Telephone

+8801301914058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riha's vlog and cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riha's vlog and cooking:

Share