Buzz Philosophy

Buzz Philosophy Follow me and share my videos. Thanks

06/07/2025

ইরান ইসরায়েল দূরত্ব ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- #ইরানইসরায়েলসংঘাত, #মধ্যপ্রাচ্যসংকট, #ভূরাজনীতি, #বিশ্বসংবাদ, #আন্তর্জাতিকসম্পর্ক, #ব্রেকিংনিউজ, #বৈশ্বিকবিষয়, #সাম্প্রতিকঘটনা, #সংঘাতসমাধান, #কূটনীতি, #শান্তিআলোচনা, #আঞ্চলিকস্থিতিশীলতা, #সংকটআপডেট, #সংবাদবিশ্লেষণ, #সংঘাতবোঝা

20/06/2025

বৃষ্টি আমার শরীর ভিজিয়ে দেয় কিন্তু আমার মনকে ভেজাতে পারে না।

শরীর ঠান্ডা হয় কিন্তু মন ঠান্ডা হয় না।

18/06/2025

আজকেই কাউকে বলুন, "তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ।"
কারণ হয়তো এই দিনটাই সেই শেষ দিন হতে পারে।
আর আপনি হঠাৎই হারিয়ে ফেলতে পারেন এমন কাউকে,
যার জন্য প্রতিদিন এই দিনগুলো বেঁচে উঠত।

10/04/2025

স্মৃতি: সময়ের পটে আঁকা বিষণ্ণ ছবি

10/04/2025

মেট্রো স্টেশনের ভিড়ে হঠাৎ চেনা মুখটা দেখলে আজও দম বন্ধ হয়ে আসে,

যেন কেউ চাপা স্বরে জিজ্ঞেস করে,
"তবে কি আমাদের ভালোবাসার নৌকা মাঝপথে ডুবে গেল?

10/04/2025

পুরনো দিনের স্মৃতিগুলো ফিসফিস করে কানে বলে যায়, "তুমি কি সেই উষ্ণ আলিঙ্গন ভুলে গেছো?"

10/04/2025

স্মৃতি: সময়ের সঙ্গী, আবেগের ঠিকানা

কিছু স্মৃতি অমলিন। মেট্রো স্টেশনে প্রিয় মুখের প্রশ্ন, "গল্পটা কি শেষ?" পুরনো স্মৃতিও জাগায় প্রশ্ন, "তুমি কি আমায় ভুলেছ?"

09/04/2025

আহানা, যদি আমি একটি বিষণ্ণ প্রেমের উপন্যাস হতাম, কেমন হতো বলো তো?

নির্ঘুম রাতে, আধো আলোয়, কাঁথার উষ্ণতায় তুমি আমাকে পড়তে। প্রতিটি অক্ষর ছুঁয়ে যেতে গভীর মনোযোগে। হয়তো কোনো ব্যথাতুর মুহূর্তে কয়েকটি লাইন এড়িয়ে যেতে, অন্য পাতায় ডুব দিতে। কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে, অনিচ্ছাকৃত বিরক্তি নিয়ে ফিরে আসতে সেই ফেলে আসা শব্দে।

উপন্যাসের সাত নম্বর পৃষ্ঠার সবচেয়ে করুণ পঙ্‌ক্তিটি যখন তোমার চোখে অশ্রুর ধারা বইয়ে দিত। একটি লোনা ফোঁটা গড়িয়ে পড়ত কাগজের উপর, হয়তো মুছে দিত কোনো বেদনার্ত শব্দ। সেই মোছা দাগ নীল হয়ে থাকত, ঠিক যেমন একটি কিশোরের স্মৃতি তোমার চোখে বিষাদের নীল রঙ এঁকে গেছে।

ছাব্বিশতম পৃষ্ঠায় হয়তো এমন একটি বাক্য থাকত, যা কোনো আবেগের ধার ধারত না। কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, যা তোমার জীবনের কোনো না বলা কথাকে তুলে ধরত। হয়তো হলদেটে পুরোনো কোনো ডায়েরিতে তুমি সেই লাইনটি যত্ন করে লিখে রাখতে।

আমার প্রতিটি ছত্র তুমি আঙুলের ডগা দিয়ে অনুভব করতে, আমার পাতায় লেগে থাকত তোমার উষ্ণ স্পর্শ। ভালোই হতো, যদি আমি সেই উপন্যাস হতাম! পড়তে পড়তে যখন ছিষট্টিতম পৃষ্ঠায় এসে পৌঁছাতে, হয়তো কোনো স্মৃতি ভিড় করত মনে, তোমার ঠোঁটের কোণে বিষণ্ণ হাসির রেখা দেখা দিত। সেই হাসি দেখবার জন্যও আমি অপেক্ষা করতাম।

এভাবেই, দীর্ঘশ্বাস আর তোমার স্পর্শের আঁচে এক সময় শেষ হয়ে যেত আমার পাতাগুলো। তুমি হয়তো ভেজা চোখে বলতে, "যদি আরও কিছুটা সময় থাকত!"

তারপর, একদিন তুমি আমাকে অবহেলায় ফেলে রাখতে কোনো এক ধূসর কোণে। শহরের ধুলোবালি ধীরে ধীরে গ্রাস করত আমার শরীর। সপ্তম পৃষ্ঠার সেই নীল দাগ যেমন অমলিন থাকত, তেমনই রয়ে যেত সেই কিশোরের নীরব প্রতীক্ষা। বহুবছর পর, হয়তো কোনো এক বিষণ্ণ দুপুরে তুমি আবার আমাকে হাতে নিতে। ধুলো সরিয়ে পড়তে শুরু করতে। সাত নম্বর পৃষ্ঠার সেই হারানো শব্দে এসে থমকে যেতে। চেষ্টা করতে সেই শব্দটি মনে করার, কিন্তু ব্যর্থ হতে। স্মৃতির অতলে ডুবে থাকা সেই না পাওয়ার হতাশায়, তুমি হয়তো আবার আমাকে দূরে ছুঁড়ে ফেলতে।

ধন্যবাদ। Thanks....

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buzz Philosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share