18/07/2025
একদম রেস্টুরেন্টের মতো ক্রিসপি চিকেন ফ্রাই বানাবেন যেভাবেঃ
- ব্রয়লার মুরগি ব্যবহার করা ভালো। থাই বা লেগ পিস ব্যবহার করলে ভেতরে জুসি থাকবে। চিকেন পিসগুলো মাঝারি আকারের করে কেটে নিন।
- সাধারণ ময়দা বা কেক ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এর সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে আরও ক্রিসপি হবে।
- আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ, লাল মরিচের গুঁড়ো, গরম মসলা, সামান্য সয়া সস বা ফিশ সস ব্যবহার করবেন।
- প্রথমে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এরপর ছুরি বা কাঁটাচামচ দিয়ে পিসগুলো একটু কেচে দিন, যাতে মসলা ভেতরে ভালো করে ঢুকতে পারে।
- চাইলে সামান্য ভিনেগার বা লেবুর রস দিতে পারেন, এতে চিকেন নরম হবে।
- কমপক্ষে ২-৩ ঘণ্টা মেরিনেট করুন। সবচেয়ে ভালো হয় যদি সারারাত ফ্রিজে রেখে দেন। এতে চিকেন আরও নরম ও সুস্বাদু হবে।
* প্রথম কোটিং (শুকনো): একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এবং সামান্য লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এই শুকনো মিশ্রণে মেরিনেট করা চিকেনের পিসগুলো ভালো করে গড়িয়ে নিন, যেন সব দিকে ভালোভাবে ময়দা লেগে যায়।
* দ্বিতীয় কোটিং (তরল): অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। চাইলে সামান্য দুধ বা বাটারমিল্ক (দুধে ভিনেগার/লেবুর রস মিশিয়ে) যোগ করতে পারেন। ময়দা লাগানো চিকেন পিসগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন।
* তৃতীয় কোটিং (আবার শুকনো): ডিমের মিশ্রণ থেকে তুলে আবারও শুকনো ময়দার মিশ্রণে ভালো করে গড়িয়ে নিন। এবার চিকেনের পিসগুলো হালকা হাতে চেপে চেপে ময়দা লাগান। অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন, যেন চিকেনে "ফ্লেক্স" তৈরি হয়। এই ফ্লেক্সগুলোই ফ্রাইকে ক্রিসপি করে তোলে।
- গরম তেলে চিকেনের পিসগুলো দিন। একবারে বেশি পিস দেবেন না, তাহলে তেলের তাপমাত্রা কমে যাবে। মাঝারি থেকে কম আঁচে ভাজুন।
- প্রতিটি পাশ সোনালী বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। সাধারণত, প্রতিটি ব্যাচ ভাজতে ১৫-২০ মিনিট লাগতে পারে,