Sports Tong House

Sports Tong House Official page of Sports Tong House

ড্রো একজন প্রতিভাবান আক্রমণাত্মক লা মাসিয়ান মিডফিল্ডার। শুধু মাঝমাঠে না, ড্রো খেলতে পারেন দুই উইংয়েও। ফার্মিন,গাবি, অল...
27/07/2025

ড্রো একজন প্রতিভাবান আক্রমণাত্মক লা মাসিয়ান মিডফিল্ডার। শুধু মাঝমাঠে না, ড্রো খেলতে পারেন দুই উইংয়েও।

ফার্মিন,গাবি, অলমোদের ভিড়েও ইতিমধ্যেই ফ্লিক এবং মূল দলের খেলোয়াড়দের অবাক করেছেন ড্রো। সবে তো শুরু পথ বাকি এখনো অনেকটা।

সাধারণত হেড দিয়ে গোল করা হয় খুব কাছ থেকে, কারণ হেডে বলের গতি খুব বেশি হয় না। দূর থেকে হেডে গোল করা প্রায় অসম্ভবই বলা...
27/07/2025

সাধারণত হেড দিয়ে গোল করা হয় খুব কাছ থেকে, কারণ হেডে বলের গতি খুব বেশি হয় না। দূর থেকে হেডে গোল করা প্রায় অসম্ভবই বলা চলে। যেমন লুইস সুয়ারেজ একবার লিভারপুলের হয়ে প্রায় বক্সের কিনারা থেকে হেডে গোল করেছিলেন, কিন্তু সেটিও খুব বেশি দূর থেকে নয়।

কিন্তু ২০১১ সালে নরওয়ের একটি ম্যাচে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। তখন নরওয়ের ক্লাব ওড গ্রেনল্যান্ড খেলছিল ট্রমসো দলের বিরুদ্ধে। ম্যাচের যখন ৯০তম মিনিট তখন ট্রমসো গোলরক্ষক মার্কাস সাহলম্যান কর্নার থেকে গোলের জন্য চলে এসেছেন বিপক্ষ দলের গোলবারে। কর্নার নিলো ট্রমসো। কর্নার থেকে বল ক্লিয়ার করার পর ওড দলের খেলোয়াড়রা বাড়ায় লং বল। ট্রমসো এর একজন ডিফেন্ডার সেই বল আটকাতে পারলেও তার ক্লিয়ারেন্স সোজা চলে যায় ওড দলের মিডফিল্ডার জোন স্যামুয়েলসেন এর সামনে।

অবিশ্বাস্য ব্যাপার হলো, তখন স্যামুয়েলসেন ছিলেন নিজের অর্ধে। স্যামুয়েলসেন এরপর স্বভাবজাত প্রতিক্রিয়ায় হেড দিয়ে বল সামনে পাঠিয়ে দেন। বল উড়তে উড়তে ট্রমসো এর খালি গোলপোস্টের দিকে গিয়ে ঢুকে পড়ে। গোলরক্ষক তখনো উপরের দিকে ছিল। ফলে এই হেড থেকেই হয়ে যায় এক অবিশ্বাস্য দূরত্বের গোল।

পরে স্থানীয় পুলিশ অফিসিয়ালি মেপে দেখেছিল, এই হেড থেকে গোলটি হয়েছিল ৫৭.৩ মিটার দূর থেকে, যা এখনো হেড দিয়ে সবচেয়ে দূর থেকে গোল করার রেকর্ড। সম্ভবত এই রেকর্ড আর কোনোদিন ভাঙা হবে না।

🚨
26/07/2025

🚨

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য শুধু বার্সেলোনা তারকা...
26/07/2025

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য শুধু বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেজ নয়,ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাওর থেকে আবেদন এসেছে।

কিন্তু এআইএফএফ বলেছে, তারা এই ইমেইলগুলো সত্যি কিনা, সেটা নিশ্চিত করতে পারেনি। তারা মনে করছে, এগুলো মিথ্যা বা ভুয়া ইমেইল হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সুন্দরভাবে চলা ইংল্যান্ডের ইনিংসটা বেন স্টোকস এগিয়ে নিলেন সাবলীলভাবেই। প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে এক ইনিংসে ৫ উইকেট শিকা...
26/07/2025

সুন্দরভাবে চলা ইংল্যান্ডের ইনিংসটা বেন স্টোকস এগিয়ে নিলেন সাবলীলভাবেই। প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে এক ইনিংসে ৫ উইকেট শিকার সহ তুলেন নিলেন হান্ড্রেডটাও।

বেন স্টোকসের টেস্ট রান এখন ৭০০০ (ইংল্যান্ড ইতিহাসের ১৩ তম ক্রিকেটার হিসেবে স্টোকস গড়লেন এ রেকর্ড , সাথে উইকেট ২০০+, এর আগে টেস্ট ইতিহাসের মাত্র ২ জন অলরাউন্ডারের ছিলো একই সাথে ৭০০০ রান ও ২০০ উইকেট।

Greatness.

টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রায় দেড়শো বছরের। একই টেস্টে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার লিস্টটা মাত্র ২৯ জনের, আজ সেই তালিকায় ২৯...
26/07/2025

টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রায় দেড়শো বছরের। একই টেস্টে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার লিস্টটা মাত্র ২৯ জনের, আজ সেই তালিকায় ২৯তম সংযোজন হয়ে এলেন বেন স্টোকস।

ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বটা একেবারে নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই সিরিজে। বোলার স্টোকস যেন নতুন করে ফিরে এসে আগুন ঝরাচ্ছেন। গতি, সুইং, লাইন লেংথের অ্যাক্যুরেসির সাথে নাছোড়বান্দা ডিটারমিনেশন। তৃতীয় টেস্টের সেই টানা ৯ আর ১০ ওভারের বোলিং স্পেল যেন কোনো তরুণের ফিটনেসকে মনে করাচ্ছিল বারবার।

স্টোকস কতটা নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেটার একটা এক্সাম্পল দিই। এক টেস্ট সিরিজে স্টোকস সর্বোচ্চ বল করেছিলেন ১১৭ ওভার, ৮ ইনিংস মিলিয়ে, তাও সেটা ১১ বছর আগের তরুণ স্টোকস। এই বয়সে এসে মাত্র ৭ ইনিংসেই ১২৯ ওভার বল করেছেন। ৮ বছর পর পেয়েছেন টেস্ট ফাইফার। স্টোকস তো এমনই, নিজের সীমানা ভেঙে বারবার নতুন করে বেঞ্চমার্ক সেট করবেন, নিজেকেই ছাড়িয়ে যাবেন বারবার।

স্টোকস অলরাউন্ডার হয়েও এই সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার। একটু আগে যখন প্যাভিলিয়নে ফিরে গেলেন তখন নামের পাশে ১৪১ রান, দলের লিড ৩০০তে, ওল্ড ট্রাফোর্ড অন ইটস ফিট। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট। চার ছক্কার ফুলঝুরিতে ফিল্ডার বাউন্ডারিতে দাঁড় করিয়ে রাখতে বাধ্য করেছেন ভারতকে।

দশ বছর পর এতসব স্ট্যাট হয়তো মনে পড়বে না। কিন্তু স্টোকসকে আমরা ওভাবেই মনে রাখব, যে পাগল বারবার নিজের সীমানা ছাড়িয়ে যেতে ভালোবাসে, যে স্টোকস বারবার নতুন করে নিজেকে চেনান। বেন স্টোকস মানেই যে এক ফিনিক্স পাখি, রিডেম্পশনই যার ধর্ম, আগুন থেকে বারবার তিনি উঠে আসবেনই।

🚨🔥
26/07/2025

🚨🔥

সকালে যখন ব্যাট করতে নামছিলেন তখন ছিলেন টেবিলের পাঁচে, জো রুট এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২য় সর্বোচ্চ রান স্কোরার, সামনে...
25/07/2025

সকালে যখন ব্যাট করতে নামছিলেন তখন ছিলেন টেবিলের পাঁচে, জো রুট এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২য় সর্বোচ্চ রান স্কোরার, সামনে শুধু শচীন টেন্ডুলকার ছাড়া আর কেউ নেই।

মাত্র ১৫৭টা টেস্ট খেলেই এই জায়গায় পৌঁছে গেছেন রুট, তার পেছনে থাকা পন্টিং, ক্যালিস, দ্রাবিড়রা খেলেছেন ১৬০ এর বেশি। গত ৫ বছরে টেস্টে জো রুট সেঞ্চুরি করেছেন ২১টা, সেকেন্ড প্লেসে থাকা স্টিভ স্মিথের সেঞ্চুরি তার অর্ধেক, ১০টা। জাস্ট এখান থেকেই বোঝা যায়, রিসেন্ট বছরগুলোতে টেস্ট ক্রিকেটে জো রুট আসলে কোন উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে।

রুটের রেকর্ড ভাঙার দিনে আরেক ইংলিশম্যানকে মনে পড়ছে, অ্যালিস্টার কুক। এককালে ভাবতাম এসব রেকর্ড কুকই ভাঙবেন। আজকে সকালেও তো জো রুটের ঠিক নিচেই ছিলেন তিনি। লোকটা মাত্র ৩৪ বছর বয়সে লাস্ট ইনিংসে সেঞ্চুরি করে অবসর নিয়ে ফেললেন, কে জানে হয়তো আজকে তিনিই থাকতেন ওখানে নয়তো।

রুট আজকেও সেঞ্চুরি তুলে নিতে ভুলেননি, ৩৮তম টেস্ট সেঞ্চুরি, অল টাইম লিস্টে যৌথভাবে ৪র্থ। বয়স এখনও ৩৫ হয়নি, টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডটা আড়াই হাজার রানের দূরত্বে আছে। ৩টা বছর ফর্ম ধরে রাখতে পারলে হয়তো ওটাও দখলে নিয়ে নেবেন। কিংবা কে জানে অ্যালিস্টার কুকের মত ফর্মের চূড়ায় থেকেই বিদায় বলে দেবেন নাকি।

টেক অ্যা বো, ওয়ান অফ ইংল্যান্ডস ফাইনেস্ট, জোসেফ এডওয়ার্ড রুট।

প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা তিন সিজন রানার্সআপ হওয়া দ্বিতীয় দলটার নাম আর্সেনাল। ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ সিজনে টানা তিনব...
25/07/2025

প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা তিন সিজন রানার্সআপ হওয়া দ্বিতীয় দলটার নাম আর্সেনাল। ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ সিজনে টানা তিনবার সেকেন্ড প্লেসে মিকেল আর্তেতার টিম।

প্রথম দল কারা ভাবছেন? আর্সেনালই, ওয়েঙ্গারের আন্ডারে ১৯৯৮-৯৯, ১৯৯৯-০০, ২০০০-০১ সিজনে সেকেন্ড হয়েছিল আর্সেনাল। নিজেদের এই রেকর্ডে নিজেরাই ভাগ বসিয়েছে গানাররা।

ইতিহাস যখন তুললাম, আরেকটা স্পয়লার দিয়ে রাখি, তিন সিজন রানার্সআপ হওয়ার পরের সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। এবারও সিজন শেষে মিলে গেলে অবাক হবেন না।

থিও হারনান্দেজকে সেল দেবার পর একটা কোয়ালিটি লেফটব্যাকের দরকার ছিল, ফাইনালি থিও রিপ্লেসমেন্ট ডান- পার্ভিস এস্তুপিনান!মিলা...
25/07/2025

থিও হারনান্দেজকে সেল দেবার পর একটা কোয়ালিটি লেফটব্যাকের দরকার ছিল, ফাইনালি থিও রিপ্লেসমেন্ট ডান- পার্ভিস এস্তুপিনান!

মিলানের ইতিহাসের প্রথম ইকুয়েডরিয়ান প্লেয়ার হতে যাচ্ছেন এস্তুপিনান, ব্রাইটন থেকে ১৮মি ফিতে তাকে কিনেছে রসোন্নেরিরা।

বিগত কয়েক সিজনের প্রিমিয়ার লিগের সেরা ফুলব্যাকদের একজন এস্তুপিনান। গত সিজনে ইনজুরির কারণে খুব বেশি খেলতে না পারলেও সব কম্পিটিশন মিলিয়ে ৩০+ এপিয়ারেন্স আছে। ২৭ বছর বয়সী এই লেফটব্যাক ব্রাইটন ছাড়তে পারেন সিজনের শেষ থেকেই শোনা যাচ্ছিল, একইসাথে ক্লাব আবার বেলজিয়াম থেকে তরুণ লেফটব্যাক ম্যাক্সিম ডে কুইপারকেও নিয়ে আসে। এরপর মিলান আসার পর তাই দ্রুতই ডিল কমপ্লিট হয়ে গেছে।

থিও যেখানে ডিফেন্সের চাইতে আক্রমণে বেশি পারফর্ম করতো, এস্তুপিনান সেখানে অ্যাটাক-ডিফেন্স দুটোতে বেশ ব্যালান্সড। ডিফেন্সিভলি লাস্ট সিজনে মাচ বেটার এই ইকুয়েডরিয়ান, অ্যাটাকেও কন্ট্রিবিউশান ভালোই।

ওয়েলকাম টু মিলান, পার্ভিস এস্তুপিনান!

📍 Kawser Ahmed Shiam,From Football Tong House of Bangladesh

7 years since his international retirement, still hitting century off 41 balls.Never change, ABD.
25/07/2025

7 years since his international retirement, still hitting century off 41 balls.
Never change, ABD.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Tong House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category