25/07/2025
সকালে যখন ব্যাট করতে নামছিলেন তখন ছিলেন টেবিলের পাঁচে, জো রুট এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২য় সর্বোচ্চ রান স্কোরার, সামনে শুধু শচীন টেন্ডুলকার ছাড়া আর কেউ নেই।
মাত্র ১৫৭টা টেস্ট খেলেই এই জায়গায় পৌঁছে গেছেন রুট, তার পেছনে থাকা পন্টিং, ক্যালিস, দ্রাবিড়রা খেলেছেন ১৬০ এর বেশি। গত ৫ বছরে টেস্টে জো রুট সেঞ্চুরি করেছেন ২১টা, সেকেন্ড প্লেসে থাকা স্টিভ স্মিথের সেঞ্চুরি তার অর্ধেক, ১০টা। জাস্ট এখান থেকেই বোঝা যায়, রিসেন্ট বছরগুলোতে টেস্ট ক্রিকেটে জো রুট আসলে কোন উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে।
রুটের রেকর্ড ভাঙার দিনে আরেক ইংলিশম্যানকে মনে পড়ছে, অ্যালিস্টার কুক। এককালে ভাবতাম এসব রেকর্ড কুকই ভাঙবেন। আজকে সকালেও তো জো রুটের ঠিক নিচেই ছিলেন তিনি। লোকটা মাত্র ৩৪ বছর বয়সে লাস্ট ইনিংসে সেঞ্চুরি করে অবসর নিয়ে ফেললেন, কে জানে হয়তো আজকে তিনিই থাকতেন ওখানে নয়তো।
রুট আজকেও সেঞ্চুরি তুলে নিতে ভুলেননি, ৩৮তম টেস্ট সেঞ্চুরি, অল টাইম লিস্টে যৌথভাবে ৪র্থ। বয়স এখনও ৩৫ হয়নি, টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডটা আড়াই হাজার রানের দূরত্বে আছে। ৩টা বছর ফর্ম ধরে রাখতে পারলে হয়তো ওটাও দখলে নিয়ে নেবেন। কিংবা কে জানে অ্যালিস্টার কুকের মত ফর্মের চূড়ায় থেকেই বিদায় বলে দেবেন নাকি।
টেক অ্যা বো, ওয়ান অফ ইংল্যান্ডস ফাইনেস্ট, জোসেফ এডওয়ার্ড রুট।