রূদ্ধ জনকণ্ঠ

রূদ্ধ জনকণ্ঠ আমরা জনতার কথা বলি, আপনাদের অপ্রকাশিত লেখা, ছবি কিংবা ভিডিও আমাদের পাঠান। সত্য প্রচারে আমরা আছি জনতার পাশে।

10/07/2025

আওয়ামী লীগাররা হইলো কুরআনের ঐ আয়াতটার একদম পারফেক্ট উদাহরণ।

যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন।ওরা কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, অন্তর থাকলেও উপলব্ধি করে না।

ওরা এখন বলতেছে, এই অডিও এআই।

কেউ বলতেছে এই অডিও হোলি আর্টিজানের সময়কার।

অথচ কমনসেন্স কী বলে?

হোলি আর্টিজানে লিথ্যাল ওয়েপন ব্যবহার করার কথা হাসিনা ফোনে কেন বলবে?

হোলি আর্টিজানের পুরো মিশনের আগে মিটিং হয়েছিল। সেই মিটিং এ হাসিনা ছিল, বেনজির ছিল। কী অস্ত্র ইউজ করা হবে বা হবে না,সেটা মিটিং এই ঠিক করা হয়েছিল। ফোনে না।

ফোনে হাসিনাকে কখন অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে হবে?

যেখানে অফিসিয়ালি অস্ত্র ব্যবহারের অনুমতি নাই।

ফলে হাসিনাকে আলাদা করে ফোন করে বলতে হয়।

সমস্যা হলো, এই লজিকও আওয়ামী লীগ মানবে না।

কোন লজিকই ওরা মানবে না।

চোখের সামনে ২০০০ মানুষ মরতে দেখে যারা সেটার পক্ষে ছিল, ২০০০ লাশ যাদের বিবেক জাগাতে পারে নাই, একটা রেকর্ড তাদের বিবেক জাগাবে না,এটাই স্বাভাবিক।

এইটা কি অস্বাভাবিক?

না। লাখ লাখ লোক মারার পরেও জার্মানিতে এখনও ইটলারের প্রচুর সমর্থক আছে।এরা এখনও মনে করে না,ইটলার কোন খারাপ কাজ করেছে। বাংলাদেশের ২৫ শে মার্চের গনহত্যা নিয়েও আপনি সেইম সিনারিও বহু মানুষের মধ্যে দেখতে পাবেন।

এত স্পষ্ট ঘটনাও কি মানুষ অস্বীকার করতে পারে?

উত্তর হলো, পারে।

সূরা কাহফে আল্লাহ তায়ালা এমনই এক ঘটনায় নবিজীকে সান্ত্বনা দিচ্ছেন।

নবিজি তখন খুব পেরেশান হয়ে ভাবছেন, সত্য এত স্পষ্ট হওয়ার পরেও তাঁর অনেক কাছের লোকজন কেন সেই সত্য গ্রহণ করছে না?

উত্তরে আল্লাহ বললেন, হে নবী, তাদের সত্য গ্রহণ না করার বেদনায় আপনি মনে হয় বিলীন হয়ে যাবেন।

বিশেষ করে, আত্মীয় স্বজনদের মুখেও যখন আওয়ামী লীগের সাফাই শুনি, তখন সেইম ফিলিংসটাই হয়।

বাট আসলে কিছু করার নাই।

সত্য জিনিসটা সবাই গ্রহণ করবে না জেনেই আমাদের আগাতে হবে।

এত বড় একটা গনহত্যাকে অস্বীকার করা লোকজনের সাথে আমাদের চলতে হয়, কথা বলতে হয়, এর চেয়ে দু:খের কিছু আমাদের জন্য আর কী হতে পারে?

সমাধান কী?

এদের সাথে তর্ক না করে এদের এভয়েড করা।

২০০০ মানুষের রক্ত যাদের বিবেক জাগাতে পারে নাই, আপনার লজিক বা প্রমাণ, যত স্ট্রং ই হোক, এদের বিবেক জাগাতে পারবে না।

08/07/2025

দেশ সংস্কার করার জন্য বাংলাদেশপন্থী স্বৈরাচারের দরকার
সুশীল দিয়ে এই দেশ সংস্কার
করা সম্ভব নয়

এই হলো হাসিনার পর ভারতের সবচেয়ে বড় এজেন্ট!এরাই কদিন পর আ.লীগকে ফিরিয়ে আনবে এবং বিপ্লবীদের ফাঁ*সি দিবে!!
04/07/2025

এই হলো হাসিনার পর ভারতের সবচেয়ে বড় এজেন্ট!
এরাই কদিন পর আ.লীগকে ফিরিয়ে আনবে এবং বিপ্লবীদের ফাঁ*সি দিবে!!

04/07/2025

জুলাই সনদকে সংবিধানে এড করতে বিএনপি রাজি না।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

মানে, জুলাই আন্দোলনের কোন আইনি স্বীকৃতি ওরা দেবে না।

ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে বিপ্লবীদের ফাঁসির পথ উন্মুক্ত হলো।

জুলাই হয়ে গেল শুধুই এক আবেগ, যেই আবেগের এখন কোন জায়গা সংবিধানে হবে না।

আবেগই বটে।

আবেগ ছাড়া কেউ খালি হাতে হাসিনার গুলির সামনে বুক পেতে দেয়?

আবেগী না হয়ে লজিক্যাল হলে বরং দেশের বাইরে পালাইয়া থাকত। বলত,এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

আবেগই বটে!!

আবেগী না হলে মরার ভয় থাকত, ২৮ অক্টোবর এর মত ১০ মিনিটে পুলিশের ভয়ে সব পালাইত।

আবেগী বলেই তো হাসিনার পুলিশকে বলতে হয়েছিল, একটা গুলি করি,একটা মরে, একটাই যায় স্যার, বাকিডি যায় না।

এই ছেলেমেয়েরা যখন ঝাকে ঝাকে প্রান দিয়েছে, তখন সালাহউদ্দিনরা নিষেধ করে নাই। বরং তাল দিয়েছে।

এখন কাজ শেষ। এখন ক্ষমতার পথ উন্মুক্ত।এখন জুলাই হয়ে গেছে আবেগ। এখন নাকি রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

অথচ এই আবেগ ছিল না বলেই ১৭ বছর আওয়ামী লীগের বা* ছিড়তে পারে নাই।

পোলাপানের লাশের উপর দিয়ে ক্ষমতা পাবে,এখন পোলাপান হয়ে গেছে আবেগ।

সালাহউদ্দীন আহমেদদের কথা শুনে যদি সত্যিই জুলাইকে আবেগ বিবেচনা করে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এই দেশ আর জুলাইয়ের দেশ থাকবে না।

এই দেশ হবে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের দেশ।

এই দেশকে নিজের দেশ ভেবে আর কোনদিন কেউ রক্ত দিয়েন না।

কারণ আপনার রক্ত ওদের কাছে শুধুই আবেগ, এই রক্ত নিয়ে ওরা ক্ষমতায় যাবে,বাট আপনার রক্তের স্বীকৃতি দেবে না কোনদিন।

আমার আপনার রক্ত নেওয়ার সময় ঠিকই নেবে। তখন নিজেরা বিদেশে বইসা সব রকমে তাল দিবে।

এরপর আপনি আবেগে পড়ে রক্ত দেবেন।

এরপর এরা দাঁত কেলাইয়া বলবে, এসব আবেগ।রাজনীতিতে আবেগের কোন জায়গা নাই।

এভাবেই এ দেশে ৭১ এর রক্ত বিক্রি হয়েছিল।

এভাবেই এবার ২৪ এর রক্তও বিক্রির পথেই এগোচ্ছে।

৭১ এর তাও সাংবিধানিক স্বীকৃতি ছিল।

২৪ এর সম্ভবত এরা ওইটুকুও রাখতে দেবে না।

কাদের জন্য রক্ত দিল ২০০০ মানুষ?

এর বোঝাপড়া একদিন হবে, যাস্ট ওয়েট এন্ড সি!
03/07/2025

এর বোঝাপড়া একদিন হবে, যাস্ট ওয়েট এন্ড সি!

100-2 wicket 101-3 wicket 102-4 wicket 103-5 wicket 103-6 wicket 104-7 wicket105- 8 wicket 5 run - 7 wicket 😄বাহ্ বাহ্, ...
02/07/2025

100-2 wicket
101-3 wicket
102-4 wicket
103-5 wicket
103-6 wicket
104-7 wicket
105- 8 wicket

5 run - 7 wicket 😄

বাহ্ বাহ্, সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ার 🤭🙂
ধন্যবাদ এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য 😡😤

30/06/2025

জুলাইয়ের লক্ষ্য অর্জন হওয়ার পূর্বে, জুলাই উদযাপনের কোন যৌক্তিকতা নেই।

জুলাই শুধু ও শুধুমাত্র শোকের মাস...‼️উদযাপন আমরা সেদিনই করবো, যেদিন আমাদের ভাইদের খু*নী হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চ...
30/06/2025

জুলাই শুধু ও শুধুমাত্র শোকের মাস...‼️

উদযাপন আমরা সেদিনই করবো, যেদিন আমাদের ভাইদের খু*নী হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত হবে।

ছবিতে বাবার কোলে শহীদ আনাস।😥

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূদ্ধ জনকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category