Arza's Dream palace

Arza's Dream palace My attitude depends on you.Very simple , honest , straight forward person.
(37)

আমাদের ছোটবেলায় প্রকৃতি আরো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু তখন আমরা এত বেশি ব্যস্ত থাকতাম যে এগুলো দেখার মত সময় বা উপলব্ধ...
17/08/2025

আমাদের ছোটবেলায় প্রকৃতি আরো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু তখন আমরা এত বেশি ব্যস্ত থাকতাম যে এগুলো দেখার মত সময় বা উপলব্ধি কার টাইম পেতাম না ।এখন তো শুধু মানুষ হয়ে যাচ্ছে শো অের কারখানা। চারিদিকে শুধু পিন্টারেস্ট পুকি পুকি ভাব সাজিয়ে রাখার রেস।সবাই সৌখিন ।সবার ঘরেই হোম ডেকোরেশন।সবাই এস্থেটিক সাজাতে ব্যস্ত। মানুষের মধ্যে প্রতিযোগিতা কে কার ঘর কে কতটা সুন্দর করে এক্সপোজ করতে পারবে আগে সৌখিনতায় কখনো প্রতিযোগিতা ছিল না যারা সৌখিন ছিল তাদের এভাবে এক্সপোস করতে হতো না।

সাদা মাটা জীবন ছিল আমাদের ৯০ দশকে

আগে শরতের আকাশটা ছিল অদ্ভুত সুন্দর আমি মাঝে মাঝেই পুকুরের ঘাটে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম মনে হতো নীল একটা পানির স্তরের উপরে ভেসে চলেছে সাদা তুলোর মত মেঘেরা। আলতো ছোঁয়াতেই যেন গলে পড়বে ,এরকম করে এগুলো ভেসে বেড়াতো আমি অপলক দৃষ্টিতে দেখতাম স্কুল থেকে ফিরে মাঝে মাঝে পুকুর ঘাটে বসে আমি অনেকক্ষণ আকাশটা দেখার পরে গোসল করতে যেতাম
ওই জিনিসগুলো ভাবলে মনে হয় যে সে দিনগুলোই মনে হয় বড্ড ভালো ছিল।

অক্টোবরে পূজো হতো দেখা যেত যে শরতের কাশফুল আর পুজোর ঢাক ঢোল মিলেমিশে একাকার হত ।তখন এত কিছু বুঝতাম না এখন বুঝি তখন প্রকৃতির পরিবর্তন অনুভব না করতে পারলেও এসব ব্যাপারগুলো তখন কতটা জমজমাট ছিল।

মেলা হত মেলাতে যেতাম কত রকম পুতুল বাটি খুটি মাটির জিনিস কিনে নিয়ে আসতাম এই মেলাগুলোর যে কি একটা আনন্দ ছিল কে কি কিনলো সেটা দেখার একটা অন্যরকম ফিলিংস ছিল। এখনের ছেলেমেয়েরা কোন ধরনের আনন্দ এগুলো থেকে পায় না ,যেটা আমরা ছোটবেলায় পেতাম ।

আসলে হিসেব করে দেখলে আমাদের ওই সময়টাই ছিল পারিবারিক বন্ধনের একটা সোনালী সময়।

হেমন্তের রোদটা কেমন নরম হয়ে আসতো চারিদিকে পাকা ধানের গন্ধ। উত্তরের ঠান্ডা বাতাসে কবে যে শীত নেমে আসতো টেরিপেতাম না। প্রকৃতিতে ঠান্ডার উপক্রম হওয়ার সাথে সাথে কত রস কত মুড়ি ভাজা কত খাবার কত পিঠার আয়োজন।

প্রকৃতিতে গরম ছাড়া এখন আর কিছুই টের পাইনা।

17/08/2025
প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা-মার কাছে সুন্দর পরীর মত সুন্দর। আপনার চোখে যে বাচ্চাটা দেখতে অসুন্দর সেই বাচ্চাটাও কিন...
17/08/2025

প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা-মার কাছে সুন্দর পরীর মত সুন্দর। আপনার চোখে যে বাচ্চাটা দেখতে অসুন্দর সেই বাচ্চাটাও কিন্তু কারো না কারো বুকের ধন বুকের মানিক। তাই কারো বাচ্চা সম্পর্কে মন্তব্য করার আগে দশবার ভাবা উচিত আপনি হয়তোবা অনেকগুলো বাচ্চার মধ্যে সুন্দর বাচ্চাকে জাজ করছেন সে সুন্দর কিন্তু ওই প্রত্যেকটা বাবা-মার কাছে তার সন্তান প্রত্যেকের কাছে করে সুন্দর। ক্লাস টিচার বলেন বা বাইরে কোথাও বলেন সৌন্দর্যের একটা অন্যরকম দাম রয়েছে কিন্তু বাচ্চারা তারা অন্যরকম পবিত্র তারা ফেরেশতার তার মত তাদেরকে যদি কেউ জাজ করে এটা কিন্তু খুব খারাপ একটা কথা এবং এটা শুনে যদি কেউ আর তাদেরকে না শুধরায় এটা আরো বড় অপরাধ।

ভালো কাটুক আপনার দিনটি।

শুভ সকাল।জীবনের প্রতি অভিযোগের শেষ নেই , অথচ আমারা জানিনা এক সেকেন্ড পর  কি হবে।বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ।
17/08/2025

শুভ সকাল।জীবনের প্রতি অভিযোগের শেষ নেই , অথচ আমারা জানিনা এক সেকেন্ড পর কি হবে।
বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ।

আজকের আকাশটা অদ্ভুত সুন্দর❤️❤️❤️
16/08/2025

আজকের আকাশটা অদ্ভুত সুন্দর❤️❤️❤️

দূর দ্বীপ বাসিনী ❤️❤️❤️❤️
16/08/2025

দূর দ্বীপ বাসিনী ❤️❤️❤️❤️

শুভ সকাল।আলতা রাঙা হাত ❤️❤️
16/08/2025

শুভ সকাল।আলতা রাঙা হাত ❤️❤️

মানুষ শারিরীক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতা  জরুরি। শারিরীক এবং মানসিক সুস্থতার জন্য ট্রাভেলিং খুব গুরুত্বপূর্ণ। ভভ্...
15/08/2025

মানুষ শারিরীক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতা জরুরি। শারিরীক এবং মানসিক সুস্থতার জন্য ট্রাভেলিং খুব গুরুত্বপূর্ণ। ভভ্রমণ শুধু মানুষের মানসিকতা ভালো রাখে না এটা একটা মানুষকে অনেক বেশি হাম্বল হতে শেখায় ।মানুষ অনেক বেশি প্রকৃতি থেকে শিখতে পারে। দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে অনেকে আফসোস করে টাকা নাই করতে পারে না ঘুরতে যাওয়ার জন্য যে দেশ-বিদেশি যেতে হবে এমন না আপনি আপনার ঘর থেকে তো দু পা ফেলে ঘাসের ডগায় সুখ খুঁজে পেতে পারেন ।আপনার আর্থিক সচ্ছলতা র মধ্যে আপনি সেইটুকু করবেন।

অতিথি আপ্যায়নে ❤️❤️❤️
15/08/2025

অতিথি আপ্যায়নে ❤️❤️❤️

পুডিং কার কার পছন্দের?আমার তো ভীষন ❤️❤️
15/08/2025

পুডিং কার কার পছন্দের?
আমার তো ভীষন ❤️❤️

স্নিগ্ধ সকাল শুভেচ্ছা
15/08/2025

স্নিগ্ধ সকাল শুভেচ্ছা

শুভ রাত্রি। জীবন বড়ই অদ্ভুত।যে মানুষ থেকে দূরে থাকতে চাই এসব অজাতরাই সামনে আসে ।
14/08/2025

শুভ রাত্রি। জীবন বড়ই অদ্ভুত।যে মানুষ থেকে দূরে থাকতে চাই এসব অজাতরাই সামনে আসে ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arza's Dream palace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share