
20/06/2025
আজ বড় পীর আব্দুল কাদের জিলানির মাজার এ শামীম ও জসিমের জানাজা নামাজ উনষ্ঠিত হয়
শামীম ও জসিমের অধ্যায় দুনিয়াতে এইখানেই শেষ।
ভিনদেশের মাটিতে, পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে এমন নির্মম মৃত্যু শুধু মৃত্যু নয়, এ যেন জীবনের সব স্বপ্ন, সব সংগ্রামকে মুহূর্তেই ছারখার করে দিয়ে যায়।
এই মৃত্যু আমাদের সকলের জন্য এক অশ্রুসিক্ত বার্তা, প্রবাস জীবন শুধু রোজগার নয়, প্রতিটি মুহূর্ত জীবন-মৃত্যুর লড়াই।
আমরা গভীর শোক ও শ্রদ্ধা জানাই সেই প্রবাসী ভাইয়ের আত্মার প্রতি।
আল্লাহ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।
إنا لله وإنا إليه راجعون
নিশ্চয়ই আমরা আল্লাহর, এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।
ছবি সংগ্রহীত