ইরাক প্রবাসী বাংলাদেশী

ইরাক প্রবাসী বাংলাদেশী ইরাক প্রবাসী বাংলাদেশী পেজে যেকোনো তথ্য পেতে ফলো দিয়ে পাশে থাকবেন

আজ বড় পীর আব্দুল কাদের জিলানির মাজার এ শামীম ও জসিমের জানাজা নামাজ উনষ্ঠিত হয় শামীম ও জসিমের অধ্যায় দুনিয়াতে এইখানেই শেষ...
20/06/2025

আজ বড় পীর আব্দুল কাদের জিলানির মাজার এ শামীম ও জসিমের জানাজা নামাজ উনষ্ঠিত হয়
শামীম ও জসিমের অধ্যায় দুনিয়াতে এইখানেই শেষ।

ভিনদেশের মাটিতে, পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে এমন নির্মম মৃত্যু শুধু মৃত্যু নয়, এ যেন জীবনের সব স্বপ্ন, সব সংগ্রামকে মুহূর্তেই ছারখার করে দিয়ে যায়।

এই মৃত্যু আমাদের সকলের জন্য এক অশ্রুসিক্ত বার্তা, প্রবাস জীবন শুধু রোজগার নয়, প্রতিটি মুহূর্ত জীবন-মৃত্যুর লড়াই।

আমরা গভীর শোক ও শ্রদ্ধা জানাই সেই প্রবাসী ভাইয়ের আত্মার প্রতি।
আল্লাহ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।

إنا لله وإنا إليه راجعون
নিশ্চয়ই আমরা আল্লাহর, এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।

ছবি সংগ্রহীত

18/01/2025

ইরাকে কোথায়
থাকেন আপনি
আমি আধামিয়া

17/01/2025

গত কয়েকদিনের ঢালাও অভিযানে বিভিন্ন দেশের ৬৯১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে ইরাক পুলিশ। ভিডিও প্রতিবেদন ১৬/০১/২০২৫আল ইরাকি টিভিবিঃদ্রঃ এমন পরিস্থিতিতেও যারা ইরাক আসার কথা ভাবছেন তাদের বলবো এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভাবুন।

19/11/2024

বিভিন্ন দেশের ১৫৮৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতারের প্রতিবেদনটি গত মাসখানেক আগের। তবে ইরাকে এখন অবৈধ প্রবাসীদের নিয়মিত ধরপাকড় চলছে। যারা এই অবস্থায় অবৈধভাবে ইরাক আসতে চান তাদের জন্য সতর্কবার্তা হিসেবে ভিডিও দেওয়া।

Respect ♥️এদেশের সোনার ছেলে               কারা?রেমিটেন্স যোদ্ধারাএকেছেন - দেয়ালিকা মুন্সীগঞ্জ সদর
17/08/2024

Respect ♥️
এদেশের সোনার ছেলে
কারা?
রেমিটেন্স যোদ্ধারা

একেছেন - দেয়ালিকা মুন্সীগঞ্জ সদর

22/07/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে

IMO(ইমো) আইডি হ্যাক হলে করণীয় বাংলাদেশে IMO (ইমো) একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে মেসেজ, অডিও ও ভিডিও কলে কথা বলা যায়। ...
29/05/2024

IMO(ইমো) আইডি হ্যাক হলে করণীয়

বাংলাদেশে IMO (ইমো) একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে মেসেজ, অডিও ও ভিডিও কলে কথা বলা যায়। আমাদের দেশের সকল শ্রেণী পেশার শিক্ষিত অল্প শিক্ষিত মানুষ এই এপস ব্যবহার করে থাকে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এটি বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষ এই এপস ব্যবহার করে। আমাদের অসচেতনতা বা অজ্ঞতার কারণে অনেকের ইমোর এক্সেস অন্য কেউ তার ডিভাইসে নিয়ে নিতে পারে। এই প্রক্রিয়াকেই আমরা সাধারণত ইমো হ্যাক বলে থাকি। ইমো হ্যাক হলে অনেক সময় ইমো একাউন্টটি হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং সে এই আইডি ব্যবহার করে অপরাধ করতে পারে। তবে ইমো আইডির মালিক সচেতন হলে যেকোন সময় হ্যাকারের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

কিভাবে ইমো হ্যাক হয়ঃ

আপনার অনুপস্থিতিতে বা অসচেতনতা বশত অন্য কেউ আপনার মোবাইল নাম্বার টি ব্যবহার করে আপনার ফোনে আসা মেসেজের পিন কোড ব্যবহার করে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোন স্মার্টফোনে যুক্ত করে নিতে পারে। তখন সে আপনার পুরো একাউন্টটি হ্যাকার নিজের মত করে পরিচালনা করতে পারবে। আপনার ইমো একাউন্টে অন্য কেউ ব্যবহার করছে আপনার মোবাইল নাম্বার যাচাই করার মাধ্যমে। আপনার পরিবারের কোনো সদস্যের দ্বারা বা অন্যকোন ব্যাক্তি দ্বারা আপনার মোবাইল নাম্বারটি যাচাই করে নিয়ে ইমো একাউন্ট হ্যাক করা সম্ভব। আপনার মোবাইল নাম্বার যাচাই ব্যতীত আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোন ডিভাইসে লগ ইন করা কিংবা ব্যবহার করা সম্ভব নয়।

ইমো হ্যাকিং যাচাই করবেন যেভাবে

আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার ইমো আইডিটি হ্যাক হয়েছে কিনা।
১। প্রথমে আপনার ডিভাইসের ইমো অ্যাপ ওপেন করুন
২। আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংস অপশনে যান
৩। Account and Security অপশনে ক্লিক করুন
৪। Manage Device অপশনে ক্লিক করুন
৫। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ইমো একাউন্ট এ কোন
ডিভাইসে লগ ইন করা আছে।

মনে রাখবেন যদি একটি ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে বুঝবেন আপনার আইডি নিরাপদ আছে। আপনি যদি ডিভাইস লিস্টে একাধিক ডিভাইসের নাম দেখতে পান তাহলে বুঝবেন আপনার ইমো একাউন্ট টি অন্য কেউ হ্যাক করেছে অর্থাৎ অন্য কেউ অন্য কোন ডিভাইসে ব্যবহার করছে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব সেই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্ট লগআউট করে দেওয়া।

ইমো আইডি হ্যাক হলে করণীয়ঃ

আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে কিংবা আপনার বর্তমান ডিভাইস বাদেও আরো অন্যান্য ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তবে নিম্নোক্ত পদ্ধতিতে অন্য ডিভাইস গুলো থেকে লগ আউট করে আপনার একাউন্ট নিরাপদ করতে পারবেন খুব সহজেই।

১ । প্রথমে ইমো অ্যাপ ওপেন করুন
২। আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে Settings অপশনে যান
৩। Account & Security অপশনে ক্লিক করুন
৪। Manage Devices অপশনে ক্লিক করুন
৫। আপনার বর্তমান ডিভাইসটি বাদে অন্যসব ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্ট লগআউট করে দিন।
আপনি চাইলে Multi Device option off করে রাখতে পারেন, সেক্ষেত্রে কেউই অন্যকোন ডিভাইসে আপনার একাউন্ট লগ ইন করতে পারবেনা।

মনে রাখবেন পিন কোড যাচাই ছাড়া কোনভাবেই আপনার ইমো আইডি অন্যকেই ব্যবহার করতে পারবেনা অর্থাৎ হ্যাক করতে পারবেনা। সুতরাং কোনভাবেই আপনি আপনার পিনকোড কারো সাথে শেয়ার করবেন না। মাঝেমধ্যেই সেটিংস এ গিয়ে ডিভাইস চেক করে দেখতে পারেন আপনার অজান্তে কেউ আপনার ইমো আইডির নিয়ন্ত্রণ নিয়েছে কিনা।

গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার দিয়ে রাখতে পারেন।

08/04/2024
পাকিস্তানি দেখামাত্রই গ্রেফতার করা হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে অবৈধ প্রবাসীদের ও।  এবং এটাই তার একটি নমুন...
20/03/2024

পাকিস্তানি দেখামাত্রই গ্রেফতার করা হবে
এমন নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে অবৈধ প্রবাসীদের ও।
এবং এটাই তার একটি নমুনা
এবং ভবিষ্যৎ হয়তো এই ধরপাকড় অব্যাহত থাকবে বলে ধারণা করা যাচ্ছে।
ইরাক প্রবাসী বাংলাদেশী ভাই এবং বোনরা আপনারা সকলেই সাবধানে থাকার চেষ্টা করবেন।

19/07/2023

ইরাকে একজন বাংলাদেশী দেশে যাওয়ার একদিন আগে ওনার ব্যাবহিত মোবাইল সহ প্রায় সকল মালপত্র হারিয়ে, একদম অসহায় হয়ে পড়েছিলো। পরবর্তীতে কিছু মানবিক ইরাকি মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে! এবং এক দিনের মধ্যে টিকিট সহ সকল কিছু ঠিক করে নতুন মোবাইল সহ ১ হাজার ডলার হাদিয়ে দিয়ে ওনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে।
ইরাকিদের প্রতি সম্মান শ্রদ্বা জানাই

ইরাকের নতুন ভিসা চালু হয়েছে কি, না?  অনেকে আমাকে প্রতিদিন ইনবক্সে জানতে চাচ্ছেন। আমি সবাইকে বলছি না,, ইরাকের নতুন ভিসা ...
11/06/2023

ইরাকের নতুন ভিসা চালু হয়েছে কি, না? অনেকে আমাকে প্রতিদিন ইনবক্সে জানতে চাচ্ছেন।

আমি সবাইকে বলছি না,, ইরাকের নতুন ভিসা চালু হয় নাই। দালালরা বুয়া ভিসার কাগজ বানিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিবে।

ইরাকে নতুন ভিসা হচ্ছে না সেটা আজকে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে Bangladesh Embassy, Baghdad, Iraq. বাংলাদেশ দূতাবাস, বাগদাদ ইরাক ।

দালালরা,, কিছু টাকা নেওয়ার পরে ২-৩ মাস পরে বলবে ইরাকের ভিসা বন্ধ হয়ে গেছে। এখন কি করবেন? ভিসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে।

দালালরা তখন বলবে, এখন একটা কাজ করতে পারি, অবৈধ রাস্তায় আপনাকে আমরা ইরাক পৌঁছে দিব,, কোন সমস্যা হবে না। আর যদি আপনি এই রাস্তায় যেতে না চান, তাহলে আপনার ভিসার টাকা মাইর যাবে। তখন আপনি বাধ্য হয়ে এই অবৈধ রাস্তায় আসতে চাইবেন। এটাই দালালদের উদ্দেশ্য ছিল।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরও একটি ইরাক প্রবাসী প্রাণ ঝরে গেল!😭নাম বিনিয়ামিন বাড়ি: ব্রাহ্মণবাড়িয়া কসবা ...
02/06/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আরও একটি ইরাক প্রবাসী প্রাণ ঝরে গেল!😭
নাম বিনিয়ামিন
বাড়ি: ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা
সাধুনে কর্মস্থানে রক্তাক্ত অবস্থায় পরেছিলেন
এই ভাইটি মৃত্যুর কারণ জানা যায়নি পুলিশের জন্য অপেক্ষা করা হচ্ছে তারাই হয়তো তদন্ত করে বের করতে পারবে এই মৃত্যুর আসর রহস্য
আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার গুনাগুলো মাফ করে দেন আমিন 🤲
তথ্য রিবেল বয় হাসান

Address

Fulbaria

Telephone

+9647708191055

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইরাক প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইরাক প্রবাসী বাংলাদেশী:

Share