BD Boy Bappy

BD Boy Bappy সুশীল সমাজ গঠনে, ন্যায়ের পক্ষে গঠনমূলক সমালোচনায় অঙ্গীকার বদ্ধ✊

আমরা😃
16/06/2025

আমরা😃

মূলধারার মিডিয়া গুলোও আজ ভিউ ব্যবসায়ি হয়ে যাচ্ছে। আর বাঙালির আবেগ কে কাজে লাগিয়েই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ভিউ।
16/06/2025

মূলধারার মিডিয়া গুলোও আজ ভিউ ব্যবসায়ি হয়ে যাচ্ছে।

আর বাঙালির আবেগ কে কাজে লাগিয়েই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ভিউ।

একটা বাড়ি, দুই দেশ! সত্যি?সেন্ট লরেন্স নদীর বুকে একটা ছোট্ট সেতু—শুধু ৩২ ফুট লম্বা। কথিত আছে, এটা নাকি বিশ্বের সবচেয়ে ছো...
10/06/2025

একটা বাড়ি, দুই দেশ! সত্যি?
সেন্ট লরেন্স নদীর বুকে একটা ছোট্ট সেতু—শুধু ৩২ ফুট লম্বা। কথিত আছে, এটা নাকি বিশ্বের সবচেয়ে ছোট আন্তর্জাতিক সেতু! কানাডার একজন বাড়িমালিক সকালে দরজা দিয়ে বেরিয়ে এই সেতু দিয়ে হেঁটে চলে যান যুক্তরাষ্ট্রে—তাঁর নিজেরই ‘ব্যাকইয়ার্ডে’।

শোনার পর চোখ কপালে তুলেছেন? ভাবছেন এটা সম্ভব কীভাবে?

আসুন, একটু বিজ্ঞানের চোখে দেখি—
এই সেতু যে দুটি দ্বীপকে যুক্ত করেছে—Zavikon Island ও Little Zavikon Island—এই দুইটাই আসলে কানাডার অংশ। হ্যাঁ, কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই মাঝখানে।
GPS, উপগ্রহ মানচিত্র, এমনকি সরকারি নথিপত্রও বলছে—এই ‘আন্তর্জাতিক সেতু’ আসলে একেবারে স্থানীয় ব্যাপার!

তাহলে এমন গল্প এল কোথা থেকে?
পর্যটন শিল্পের একটা কৌশল। মজার গল্প শুনিয়ে পর্যটকদের মন জয়—একদম সহজ কৌশল!

তবে হ্যাঁ, তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বুঝে নেওয়া ভালো—সবকিছুই সত্যি নয়, কিছু কিছু শুধু শোনা গল্প!

তথ্যসূত্র:

Canadian Government Maps

Wikipedia: Zavikon Island

10/01/2024

আজকাল ফেসবুকের পরিস্থিতি খুবই খারাপ!
এক মেয়ে আরেক মেয়েকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই মেয়ে?

10/01/2024

যাঁরা জীবনে প্রথমবার ভোট দিয়ে আঙ্গুল এর ছবি দেখাইছেন তারা প্রথমবার বাবা হইলে কিসের ছবি দেখাইবেন?🙂

11/06/2023

A girl named "khushi" can never sad, because whenever she cries, it’s "khushir kanna"

09/06/2023

মেয়ে : আম্মু জানো আমাদের একটা স্যার কে এত সুন্দর লাগছিলো উফ😻

মা : এভাবে বলে না মা-মনি শিক্ষক বাবার সমান 😒

মেয়ে : আম্মু তুমি না সব সময় নিজেরটাই চিন্তা করো 🥲💔🙃

07/06/2023

"বিদ্যুৎ অফিস" লিখার পরে কিবোর্ড এর মাঝখানে
যেইটা আসবে সেইটাই দিবেন!
কোনোরকম চিটিং করবে না কিন্তু 🥴🐸

07/06/2023

প্রিয় মানুষের Voice টা নে"শার মত🌼

07/06/2023

তাকে প্রথম কোথায় দেখেছিলে?🖤

07/06/2023

কারেন্ট আসছে ভেবে খুশিতে চিৎকার দেওয়ার পর, সাথে সাথে কারেন্ট চলে যাওয়ার যে ব্যাপার'টা!🙂

02/06/2023

জীবনটা পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে

পছন্দ করে অনেকেই কিন্তু লোক লজ্জার
ভয়ে বলতে পারে না 🫤🤦‍♂️

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when BD Boy Bappy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share