ECHO TV 1988

ECHO TV 1988 প্রতিধ্বনির মহাপ্রকাশ।

17/07/2025

নিত্য ধামে যেতে করো বাসনা

কিংবদন্তি এখনও বেঁচে আছেন......সবাই দোয়া করবেন🤲 তিনি এখনো জীবিত আছেন, ডাক্তার বলেছেন আগের চেয়ে একটু ভালো, তবে এখনো দূর্ব...
08/07/2025

কিংবদন্তি এখনও বেঁচে আছেন......
সবাই দোয়া করবেন🤲 তিনি এখনো জীবিত আছেন, ডাক্তার বলেছেন আগের চেয়ে একটু ভালো, তবে এখনো দূর্বল ও নাজুক অবস্থায় আছেন।

02/07/2025

মদ খেয়ে নামাজ পড়া নাকি জায়েজ।মাদানির কন্ঠে শুনুন।
মাইনুল কবির

01/07/2025

প্রেমের আগুন লাগলো যার গায়।

29/06/2025

আমি তো পাক পাঞ্জাতনের ই গোলাম,

মুসলমান নামধারী মুনাফিকদের আক্রমণে মাওলা মোহাম্মদের (আ:) এঁর পরিবারের পবিত্র ১২ জন ইমাম  ও জগত জননী মা ফাতেমা (সাঃ আঃ) শ...
24/06/2025

মুসলমান নামধারী মুনাফিকদের আক্রমণে মাওলা মোহাম্মদের (আ:) এঁর পরিবারের পবিত্র ১২ জন ইমাম ও জগত জননী মা ফাতেমা (সাঃ আঃ) শাহাদাৎ বরণ করেন, সবাই কে শাহাদাৎ করেছিলেন মুসলমানগণ তারও পরেও আমরা মোহাম্মদ (আঃ) এঁর উম্মতদাবি করি আসলে কি আমরা মুসলমান আসলে কি আমরা নবীর (আঃ) এঁর উম্মত প্রশ্ন করুন নিজেকে।

মাওলা মোহাম্মদ (আঃ)এঁর বংশধরদের যারা শাহাদাৎ করেছেন নিম্নে আহলে বাইতের (আ) তথা নবীর (আ) পরিবারের সদস্যের শাহাদাৎ বরণের তালিকা পেশ করা হলো।

১| জগত জননী হযরত মা ফাতেমা (সাঃ আঃ) কে উমর বিন খাত্তাব, আবুবকর বিন কুহাফার নির্দেশে লাথি মেরে হত্যা করে। (লা'নত এই মুনাফেকের উপর)।

২| ইমাম মাওলা আলীকে (আঃ) মোনাফেক মোয়াবিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে ঘাতক করে আবদুর রহমান মুলজিমকে দিয়ে সালাতরত অবস্থায় হত্যা করায়। এই মুলজিম ছিলো একজন মোনাফেক এবং কোরানের অভিশপ্ত হাফেজ।

মাওলা আলীর (আঃ) এঁর সন্তান
৩| ঈমাম হাসান ইবনে আলী (আঃ)। উমাইয়া রাজ বংশের প্রতিষ্ঠাতা, মোনাফেক মুয়াবিয়ার চক্রান্তে, স্ত্রী যায়দা কর্তৃক বিষ পানে হত্যা করা হয়।

মাওলা হাসান ইবনে আলী মুর্তাজার ছোট ভাই👇
৪| ইমাম মাওলা হোসাইন ইবনে আলী (আঃ) কে উমাইয়া খলিফা ইয়াজিদের(মুয়াবিয়ার পুত্র) চক্রান্তে, কারবালায় স্ব-পরিবারে, সাথী,সঙ্গী সহ ৭২ জনকে সীমার ও তার অবিশপ্ত ৪০ হাজার সহযোগী মিলে নৃশংসভাবে শিরোশ্চ্ছেদ করে হত্যা করে।

ইমাম মাওলা হোসাইনের পুত্র👇
৫| ইমাম মাওলা জয়নাল আবেদিন (আঃ) কে অভিশপ্ত উমাইয়া খলিফা আব্দুল মালেকের নির্দেশে, জেলখানায় খাবারের সাথে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

ইমাম মাওলা জয়নাল আবেদীনের (আঃ) পুত্র 👇
৬| ইমাম মোহাম্মাদ আল বাকের (আঃ) কে অভিশপ্ত উমাইয়া খলিফা বিন ওয়ালিদের নির্দেশে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

মাওলা ইমাম বাকেরের (আঃ) পুত্র 👇
৭| ইমাম জাফর সাদেক (আঃ) কে অভিশপ্ত আব্বাসীয় খলিফা মুনসুরের নির্দেশে হত্যা করা হয়।

ইমাম মাওলা জাফর সাদেক (আঃ) এর পুত্র👇
৮| ইমাম মুসা আল কাজিমকে (আঃ) অভিশপ্ত আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নির্দেশে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

ইমাম মাওলা মুসা কাজেম (আঃ) এর পুত্র👇
৯| ইমাম আলী রেজা (আঃ) কে অভিশপ্ত আব্বাসীয় খলিফা মামুনের নির্দেশে বিষ প্রয়োগে হত্যা করা হয়।

১০| ইমাম মোহাম্মাদ আল তাক্বি (আঃ) কে অভিশপ্ত আব্বাসীয় খলিফা মামুনের চক্রান্তে স্বীয় স্ত্রী কর্তৃক বিষ প্রয়োগে হত্যা করা হয়।

ইমাম মাওলা মোহাম্মাদ তাক্বির (আঃ) পুত্র👇
১২| ইমাম আলী আন নাক্বিকে (আঃ) অভিশপ্ত আব্বাসীয় খলিফা মুতাওক্কিলের নির্দেশে হত্যা করা হয়।

ইমাম মাওলা আলী আন নাক্বি (আঃ) এর পুত্র👇
১৩| ইমাম হাসান আল আসকারি (আঃ) কে অভিশপ্ত আব্বাসীয় খলিফা মুতামিদ কর্তৃক হত্যা করা হয়।

20/06/2025

নবীজি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন_ _ মাইনুল কবির।

18/06/2025

নামাজ কি এত গুরুত্বপূর্ণ কুরআনের কোথায় আছে _ মাইনুল কবির _

16/06/2025

ভক্ত এবং শিষ্যের মধ্যে কে জ্ঞানী

14/06/2025

শিল্পী - নিরব খাঁন আল কাদরী

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when ECHO TV 1988 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ECHO TV 1988:

Share