
23/07/2025
💖 ভালোবাসার রান্নাঘরে আজ একটু আলাদা গল্প💖
আজ ডিউটি শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরেই রান্নাঘরে ঢুকলাম।
আর সেখানে যা দেখলাম, তাতে চোখ-মুখ একসাথে হেসে উঠলো।
আমার স্বামী নিজ হাতে রান্না করে রেখেছে। তার প্রিয় পাঙ্গাস মাছের ঝোল আর চাল কুমড়া ভাজি! 🍛🥬
যে মানুষটা সবসময় বলে, "তুমি না থাকলে কিছুই হয় না", সে-ই আজ চুপিচুপি রান্না করে সারপ্রাইজ দিলো।
ভালোবাসা বুঝি এমনই।❤️
তবে একটা কথা বলে রাখি, আমি থাকতে আমার স্বামীকে আর রান্না করতে দেব না!
তার ভালোবাসার ছোঁয়া আর কষ্ট দুটোই আমি মেশাতে চাই আমার নিজের হাতের রান্নায়। ❤️
#ভালোবাসাররান্না #চালকুমড়া #পাঙ্গাসমাছ