Travelling &Cooking with Putul Noor

Travelling &Cooking with Putul Noor creating the new flavour in cooking and travelling!

আজকের কুইজএকজনের সব ডে'র তারিখ মনে থাকে আরেকজনের কোন ডেটই মনে থাকেনা!বলতে হবে তাদের মধ্যে কী সম্পর্ক? বা তারা আসলে একে অ...
16/08/2025

আজকের কুইজ
একজনের সব ডে'র তারিখ মনে থাকে আরেকজনের কোন ডেটই মনে থাকেনা!
বলতে হবে তাদের মধ্যে কী সম্পর্ক? বা তারা আসলে একে অপরের কী হোন⁉️

হোটেল ওয়েস্টিন স্টাইলে হাঁসের মাংস পরিষ্কার! শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে হাঁসের চামড়া কতটা পরিষ্কার হয়েছে। ...
15/08/2025

হোটেল ওয়েস্টিন স্টাইলে হাঁসের মাংস পরিষ্কার!
শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে হাঁসের চামড়া কতটা পরিষ্কার হয়েছে।
নিখুঁতভাবে হাঁসের মাংস পরিষ্কার করতে কিছু টিপস এপ্লাই করেছি।
টিপসগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে পেইজে..
শেষের ছবিতে হাঁসের চামড়ায় কোন পশম দেখাতে পারলে। তাকে ওয়েস্টিনে দাওয়াত দেওয়া হবে 😍

14/08/2025

সেমাই পিঠা..
কালার সুন্দর রাখতে দেখুন এটা কিভাবে বানাতে হবে..
এভাবেই কিন্তু পারফেক্ট টেস্টটা ও পাওয়া যায় গুড়ের।
উপকরণ গুলোর নাম লিখে দেওয়া হয়েছে এবার প্রসেসিংটা ফলো করলেই তৈরি হয়ে যাবে দারুন মজার গুড়ের সেমাই পিঠা..
কার এলাকায় এই পিঠার নাম কি নামে পরিচিত 💯

কয়টা আলু, কয়টা ডিম⁉️
13/08/2025

কয়টা আলু, কয়টা ডিম⁉️

মাটির প্লেটে ভাত খেলে মেজাজ  ঠান্ডা থাকে...
12/08/2025

মাটির প্লেটে ভাত খেলে মেজাজ ঠান্ডা থাকে...

অবশেষে তিনিও!!আজ পরিচয় করিয়ে দেবো তিনি আসলে কার সাথে আছেন। দীর্ঘদিন একা থাকার পর গতকাল হুট করে সাংবাদিকদের বলে দিলেন ত...
12/08/2025

অবশেষে তিনিও!!আজ পরিচয় করিয়ে দেবো তিনি আসলে কার সাথে আছেন।
দীর্ঘদিন একা থাকার পর গতকাল হুট করে সাংবাদিকদের বলে দিলেন তিনি একা নন তার সাথে একজন আছে অনেক বছর ধরে।
এটা শুনে অনেকেই নড়ে চড়ে বসেছেন। আমি বলি কী এখানে অবাক হওয়ার কিছু নাই! হয়তো আরো কয়েক বছর পর এতদিন যার সাথে ছিল তাকে পরিচয় করিয়ে দেবে মিডিয়ার সামনে এসে
সবার খুব আগ্রহ সে কে হতে পারে? কে হতে পারে? এবার পরিচয় করিয়ে দেওয়ার পালা
আর তখনই দেখা যাবে হাতে ধরে রাখা একটা ব্যাল্টে বাধা কুকুর‼️
যাইহোক সেদিন একটা প্রোগ্রামে জয়া আহসানের ফটোশুট করছিলেন ফটোগ্রাফাররা, আমিও তাদের সাথে তার কয়েকটা ছবি তুলে নিলাম। খুব কাছ থেকে তাকে দেখে মনে হল স্ক্রিনে যেমনটি আমরা তাকে দেখি বাস্তবেও ঠিক একই রকম তিনি।

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
11/08/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

11/08/2025

মাংসে বাটা মসলার স্বাদ যেভাবে আনবেন।
এখন কুকিংটা দেখে দেখেও শেখা যায়। বাড়তি টেস্ট আনতে কখন কোন পর্যায়ে কোন মসলা এড করতে হবে ডিটেইলস দেখানো হলো।
সঠিক নিয়মে ফেপসা রান্নার টিউটোরিয়াল দেওয়া হলো।

ফেসবুকের বিকাশ নাম্বার আছে!ফেসবুক নাকি গরীব হয়ে গেছে।কাউকে কনটেন্টে টাকা দিতে পারছে না যাদের কে দেয় তাও নাকি খুব অল্প,...
11/08/2025

ফেসবুকের বিকাশ নাম্বার আছে!
ফেসবুক নাকি গরীব হয়ে গেছে।কাউকে কনটেন্টে টাকা দিতে পারছে না যাদের কে দেয় তাও নাকি খুব অল্প, তাদের হাহাকারে ফেসবুকে ঢুকা যাচ্ছে না,
তাদের কষ্ট দেখে ফেসবুকের ফান্ডে বিদেশি টাকা ডোনেট করতে চাই 🙂
কারো কাছে নাম্বার থাকলে দিয়েন ‼️

ধুন্দল, চিচিঙ্গা এবং ঝিঙ্গাকে এক মনে করা পারসনগুলি কোথায়?এই পেজে আছে নাকি এমন কেউ ! তিনটার মধ্যে এটা কোনটা কে বলতে পারবে...
10/08/2025

ধুন্দল, চিচিঙ্গা এবং ঝিঙ্গাকে এক মনে করা পারসনগুলি কোথায়?
এই পেজে আছে নাকি এমন কেউ !
তিনটার মধ্যে এটা কোনটা কে বলতে পারবে!!

আনারসের অক্টোপাস..
10/08/2025

আনারসের অক্টোপাস..

শাক দিয়ে পিয়াঁজু বানালে এটার নাম কি হওয়া উচিত 🤔
09/08/2025

শাক দিয়ে পিয়াঁজু বানালে এটার নাম কি হওয়া উচিত 🤔

Address

Fulbaria

Telephone

+8801816033351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelling &Cooking with Putul Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelling &Cooking with Putul Noor:

Share