Shari Ronjon - শাড়ি রঞ্জন

Shari Ronjon - শাড়ি রঞ্জন লাইক দিয়ে সবাই পাশে থাকবেন আশাকরি ভালো প্রোডাক্ট পাবেন...!!

সর্বশেষ সমন্বয় কৃত বাজার দর....
04/11/2025

সর্বশেষ সমন্বয় কৃত বাজার দর....

নতুন  স্বর্ণের বাজার দর ০২/১১/২০২৫ (দাম বেশি)🔥
02/11/2025

নতুন স্বর্ণের বাজার দর ০২/১১/২০২৫ (দাম বেশি)🔥

29/10/2025

মেয়েরা নানী রুপে ২ হাতে ১০ টা নাতী/নাতনী সামলাতে পারে,কিন্তু দাদী রুপে ২ হাত কা* টা 🤪

বেশির ভাগ মানুষ ই ভুল উত্তর দিবে ১০০%
21/10/2025

বেশির ভাগ মানুষ ই ভুল উত্তর দিবে ১০০%

এই নুপুরের মালিক কে কে ছিলেন
20/10/2025

এই নুপুরের মালিক কে কে ছিলেন

20/10/2025
তিন বার্নারের গ্যাসের চুলা।
18/10/2025

তিন বার্নারের গ্যাসের চুলা।

এই ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্রমানুষের চারিত্রিক প্রকৃতি অনেকটাই তার অবচেতন মনের প্রকৃতির ওপর নির্ভর করে। আমরা যে...
15/10/2025

এই ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

মানুষের চারিত্রিক প্রকৃতি অনেকটাই তার অবচেতন মনের প্রকৃতির ওপর নির্ভর করে। আমরা যেসব বিষয় সচেতনভাবে ভাবি না সেগুলোই অবচেতন মনে অত্যন্ত যত্নে স্থান করে নেয়। আমাদের দৈনন্দিন জীবন কেবল সজাগ, সচেতন মন, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা বা সহজাত প্রবৃত্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। অনেক ক্ষেত্রেই এসব অবচেতন মন নিয়ন্ত্রণ করে।

মনোবিজ্ঞানীদের মতে, অবচেতন মনের গতিবিধি বোঝা বেশ কঠিন। এই অবচেতন মনের চরিত্র উন্মোচনের জন্য তাকে সজাগ করা অত্যন্ত জরুরি। এ কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী ছবি অত্যন্ত কার্যকর। এমনই একটি দৃষ্টিভ্রম ছবির মাধ্যমে জানা যাবে আপনার মানসিক চরিত্র সম্পর্কে। ছবিতে প্রথমে কোন প্রাণীটি দেখলেন, তা থেকেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্বের গোপন রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাঘ : যারা প্রথমে বাঘ দেখেছেন, মনোবিজ্ঞানীদের মতে, তারা বদমেজাজী এবং উচ্চাভিলাষী। জীবনে বড় সাফল্য অর্জন করেন এরা। তবে বেপরোয়া স্বভাব মাঝেমধ্যে বিপদ ডেকে আনতে পারে। এদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল।

ঈগল : প্রথমে ঈগল দেখলে, আপনি উচ্চাভিলাষী, উদার, পরোপকারী এবং আত্মবিশ্বাসী। সমাজে সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি পান। আপনার আন্তরিকতায় অচেনা মানুষও প্রথম সাক্ষাতে মুগ্ধ হন।

কুকুর : যারা প্রথমে কুকুর দেখেছেন, তারা বুদ্ধিমান, অনুগত, আন্তরিক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। বিচার-বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য এনে দেয়।

হাতি : প্রথমে হাতি দেখলে, আপনি জ্ঞানী, ধৈর্যশীল, উদার, পরোপকারী এবং বিচক্ষণ। পরিবার আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চাভিলাষী না হলেও, অল্পতেই সন্তুষ্ট থাকেন। বিচক্ষণতা ও বিবেচনাবোধ আপনার সাফল্যের চাবিকাঠি। সমাজে আপনি সম্মানের পাত্র।

কাঠবিড়ালি : প্রথম দেখায় কাঠবিড়ালি চোখে পড়লে, আপনি বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন, সচেতন, নিষ্ঠাবান, সক্রিয় এবং আত্মবিশ্বাসী। সমাজে অত্যন্ত জনপ্রিয় এবং অদম্য উৎসাহ ও শক্তি আপনার সাফল্যের মূলমন্ত্র।

ব্যাঙ : ব্যাঙ প্রথমে দেখলে, আপনি শান্ত, ধৈর্যশীল, বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন, মনোযোগী এবং বিচক্ষণ। বিপদ দ্রুত আঁচ করতে পারেন এবং সময়মতো উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম। ধৈর্য ও বিচক্ষণ বিশ্লেষণ আপনাকে সফল করে।

মাছ : প্রথমে মাছ দেখলে, আপনি অত্যন্ত সুচতুর, বিচক্ষণ, সচেতন, সক্রিয় কিন্তু অস্থিরচিত্ত এবং রহস্যময়। আপনার মনের ভাব বাইরে থেকে বোঝা কঠিন। গোপনীয়তা রক্ষায় বিশ্বস্ত এবং সমাজে অত্যন্ত জনপ্রিয়।


অংকে কেউ ফেল ফালাইতে পারবোনা 😁😁
14/10/2025

অংকে কেউ ফেল ফালাইতে পারবোনা 😁😁

13/10/2025

প্রিমিয়াম Iqra Hijab ✨
মার্কেট চেলেন্জ প্রাইজ 🤩🤩🤩599😲😲😲
পাইকারি থেকে ও কমে😊

স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস কিংবা বাইরে যেখানেই যান না কেন—দ্রুত রেডি হওয়ার সেরা সমাধান এখন Albina Hijab!

✅ প্রিমিয়াম চেরি ফেব্রিক – সুতির চেয়েও বেশি আরামদায়ক
✅ বেস্ট স্টিচিং ও ফিনিশিং – দীর্ঘসময় ব্যবহারযোগ্য
✅ স্পেশাল ইউনিক ডিজাইন কোড

📏 সাইজ ডিটেইলস

সামনে লম্বা: 44"
পেছনে লম্বা: 50"
ঘের: 120"
নিকাব: 30"

💎 আরাম, স্টাইল ও এলিগ্যান্স—সব একসাথে পেতে এখনই অর্ডার করুন Premium Hijab।

📞 অর্ডার করতে কল করুন: "Hijabi world" page or inbox
cash on delivary🚐🚚🚛

এক ভয়ংকর ঘটনা শুনলাম আমার সহকর্মী ডাক্তারের কাছে । একটি আল্ট্রাসনগ্রাম ছবি দেখিয়ে তিনি আমাকে বললেন গতকাল এক মহিলা রুগী...
30/09/2025

এক ভয়ংকর ঘটনা শুনলাম আমার সহকর্মী ডাক্তারের কাছে । একটি আল্ট্রাসনগ্রাম ছবি দেখিয়ে তিনি আমাকে বললেন গতকাল এক মহিলা রুগী এসেছিলেন এক বাচ্চা এবরশন হওয়ার পর ১০ বছর হলো বাচ্চা হয় না । বাচ্চা না হওয়ার কারণে প্রথম সংসার ভেঙ্গে গেছে এবং ২ য় সংসারেরও স্বামী আবার বিয়ে করেছেন । তিনি কারো কাছ থেকে ডা: হোসনে আরা খানম এর নাম শুনে তাঁকে দেখাতে এসেছিলেন । আপু যথারীতি ফিজিক্যাল এক্সামিনেশন করেন এর পর একটি আল্ট্রাসনগ্রাম করে দেখতে পান তার জরায়ুর মাঝে একটি জন্মনিরোধক কপার টি পরানো রয়েছে ।তিনি আরও নিশ্চিত হওয়ার জন্য পিভি করে দেখেন যে কপার টি এর টেল রয়েছে । তিনি রোগীকে বুঝিয়ে হাসপাতাল আসতে বলেন । ডাক্তার যখন রোগীকে জিজ্ঞেস করেন কপার টি কবে পড়েছেন তিনি বলেন আমি কখনও পড়াই নাই । তখন বলেন প্রথম একটি বাচ্চা এবরশন হয়েছিলো সেটা কোথায় হয়েছিলো রোগী বলেন বাড়িতে তবে এর কিছুদিন পর তার প্রথম স্বামী বলেন চলো ভিতরে কোনো ময়লা যেনো না থাকে তাই ওয়াশ করাই । বুঝতে আর বাকি রইলো না ওই সময় তার চালক ধুরন্দর স্বামী কপার টি পরিয়ে নিয়েছেন ওখান থেকে যা তার অজানা ।যথারীতি কপার টি অপসারণ করেন এবং পরবর্তী চিকিৎসা প্রদান করেন । এই ঘটনাটা লিখলাম শুধুমাত্র একজন ভয়ঙ্কর অপরাধীর চিন্তা ভাবনা তুলে ধরার জন্য । আপনার বউকে আপনার পছন্দ না হলে সুন্দর ভাবে বিবাহ বিচ্ছেদ করেন কিন্তু এভাবে অপবাদ দিয়ে সারাজীবন তাঁকে দোষী করে রাখা কোনোভাবেই কাম্য নয়।

জয়েন করুন আমাদের ব্যাকআপ গ্রুপে বিজ্ঞানচক্র - SciCycle

- সংগৃহীত

13/09/2025

শনিবার,, রবিবার,, সোমবার মঙ্গলবার,, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলুন তো এখানে কোন দিনটি নেই,
শুধু বুদ্ধিমানরা বলতে পারবেন

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Shari Ronjon - শাড়ি রঞ্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shari Ronjon - শাড়ি রঞ্জন:

Share