Arif Ahmad Azadi

Arif Ahmad Azadi welcome to my page.

08/08/2025

এটা জুলাই সনদ না এটা ঘো-ড়া-র ডিম I Dr. Enaytullah Abbasi হুজুরের নতুন ওয়াজ I #জুলাই_সনদ

08/08/2025

সরাসরি লাইভ সম্প্রচার চলছে,,

08/08/2025

আজ কুমিল্লা বরুড়ায় আল্লামা আব্বাসী হুজুরের মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা হলাম,

জুম্মা মোবারক ❤️❤️
08/08/2025

জুম্মা মোবারক ❤️❤️

08/08/2025

আজব প্রশ্ন করল — “নারী কিসে আটকায়!?”

পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷ উনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের বের করা গেলো না কেনো৷ উনি যে কথাটা বল...
08/08/2025

পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷ উনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের বের করা গেলো না কেনো৷ উনি যে কথাটা বললেন এটা শুনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ মনে হচ্ছে৷ বাহার উদ্দিন বের হওয়ার পর উনার স্ত্রীকে বের হওয়ার জন্যে টানতেছে কিন্তু তিনি নিজ বাচ্চাকে রেখে বের হতে চায়নি৷ উনার ভাবিকে টানতেছে তিনিও তার সন্তান রেখে বের হচ্ছে না৷ উনার মাকে টানতেছে উনার মা ও উনার নানুকে ধরে রাখছে৷

হায়রে মা! হায়রে মমতা! মায়েরা ভাবছে বের হলে একসাথে বের হবো৷ বাচ্চাকে ছাড়া কিভাবে আসি৷ এতোটা স্বার্থপর তো না যে নিজে বেঁচে যাব সন্তানকে রেখে যাব৷ তারা হয়তো বুঝতেও পারে নাই নিজেরা বের হতে না পারলে বাচ্চারাও বের হতে পারবে না৷

এই পৃথিবীতে নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা 💜

07/08/2025

ধর্ম যার যার উৎসব সবার নেতাদের উদ্দেশে আব্বাসীর হুজুরের ওপেন চ্যালেন্জ

❤️ প্রীয় আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরিফ❤️
07/08/2025

❤️ প্রীয় আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরিফ❤️

07/08/2025

সকল আলেমদেরকে একি বললেন গ্রান্ড মুফতী ড এনায়েতুল্লাহ আব্বাসী হাফিঃ হুজুর।

07/08/2025

যে রা*জনীতি মানুষকে আল্লাহর কুরআন থেকে সরিয়ে দেয়,এমন রা*জনীতি কোনো মুসলমান করতে পারে না!"
"আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর [ হাফিঃ ]

07/08/2025

আরব আমিরাতে আল-হারামাইন পারফিউমস কোম্পানির ইনভাইটে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর [ হাফিঃ ]

প্রকাশিত জুলাই সনদ ও আমার কিছু কথা √___ড. এনায়েতুল্লাহ আব্বাসীবহুল প্রত্যাশিত ২৮ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা ...
07/08/2025

প্রকাশিত জুলাই সনদ ও আমার কিছু কথা √
___ড. এনায়েতুল্লাহ আব্বাসী

বহুল প্রত্যাশিত ২৮ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মাদ ইউনুস। দুঃখজনক বিষয় এটা যে, ২৮ দফা সম্বলিত ঘোষণাপত্রের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ও ইতিহাসের কথাটি পাশ কেটে যাওয়া হয়েছে। প্রায় ২০০ বছর ইং-রে/জ বে-নি/য়ারা উপমহাদেশ শাসন করেছে। ইংরেজদের এই শাসনামলে এদেশের মুসলিম জনগোষ্ঠীর উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, বংশ-পরম্পরায় মুসলিম জাতি গোষ্ঠী যে আন্দোলন সংগ্রাম করে এসেছে, সে বিষয়টি একেবারেই উল্লেখ করা হয়নি। অত্যাবশ্যকীয় যে বিষয়টি উল্লেখ করা উচিত ছিল, তা হলো Two nation theory, দ্বি-জাতি তত্ত্বের কথা। যেহেতু বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল, তাই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ধাপে ধাপে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব লাভ করতে পেরেছে। যদি এই ভূখণ্ডে হিন্দুদের সংখ্যা বেশি হত তাহলে কোন কালেও এদেশটি স্বাধীনতার মুখ দেখতে পেত না। তাহলে একথা সন্দেহাতীত ভাবেই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে "মুসলিম জাতিসত্তা"। কিন্তু সে বিষয়টি মোটেও উল্লেখ করা হয়নি; যার দ্বারা শুধু বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার'ই করা হয়নি, বরং চরম পর্যায়ের খেয়ানতও হয়েছে।

আরো দুঃখজনক বিষয় হচ্ছে, আওয়ামী ফ্যা-সি/বাদি সরকারের সময়ে শাপলা চত্বরে যে নির্মম নির্যাতন হয়েছে আলেমদের উপর; শত শত আলেম উলামা ও মাদ্রাসার ছাত্রদেরকে শ-হী/দ করা হয়েছে। এই বিষয়টিকেও এড়িয়ে যাওয়া হয়েছে। এটাও একটি অনভিপ্রেত দুঃখজনক বিষয় ছাড়া কিছুই নয়। পতিত ফ্যা-সি/বাদী সরকারের ১৬ বছরের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শুধু রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক লোকগুলাই বক্তব্য দেয় নাই, বরং এদেশের অধিকাংশ আলেম-ওলামা পীর মাশায়েখ ফ্যা-সি/বাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃ/শা-সনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই করেছে। তার মধ্যে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগের আদর্শিক কোন দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল রাজনৈতিক, একান্তই পাওয়ার পলিসিকে কেন্দ্র করে। কিন্তু আলেম-ওলামা, পীর-মাশায়েখ, শত শত স্কলার, ইসলামিক চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ এক যুগের অধিককাল ফ্যা-সি/বাদের বিরুদ্ধে যে বুদ্ধিবৃত্তিক লড়াই করেছেন; এটা ছিল আদর্শিক। আর সেই আদর্শিক লড়াইয়ের কারণেই পতিত ফ্যা-সি/বাদী সরকার তাদের জনপ্রিয়তা হারিয়েছে এবং গণবিস্ফোরণ ও আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই উল্লেখযোগ্য বিষয়টিও জুলাই সনদের মধ্যে তুলে আনা হয়নি। যেটা বর্তমান সরকারের দায়িত্বশীল পরিকল্পনাকারীদের মানসিক অসুস্থতা ও হৃদয় সংকীর্ণতার বহিঃপ্রকাশ ঘটেছে।

রাজনীতির সাথে মোটেও যুক্ত নয় এ ধরনের লক্ষ লক্ষ মানুষ ফ্যা-সি/বাদের বিরোধিতা করেছিল তৎসময়ে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য। তবে ভা-র/তীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার পাশাপাশি প-শ্চি/মা আ-গ্রা/সন থেকেও দেশ বেঁচে থাকুক, এটাও তাদের প্রত্যাশা ও কামনা। ভা-র/তীয় আধিপত্যবাদ মুক্ত ও প-শ্চি/মা আ-গ্রা/সন মুক্ত একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি ও আদর্শ শিক্ষানীতির উপর বাংলাদেশ গড়ে উঠবে; এরকম কোন নিশ্চয়তা জুলাই সনদের মধ্যে উল্লেখ করা হয়নি। ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করেন তারা অনেকেই উপস্থিত ছিলেন, এ বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই সেটা দেশবাসীর জানার অধিকার আছে। ইসলামপ্রিয় দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশীর প্রত্যাশা ছিল, বিপ্লব পরবর্তী সময়ে বিতর্কিত জাতীয় সংগীত পরিবর্তন করা হবে। ঐতিহাসিকভাবে এই জাতীয় সংগীত বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যের সাথে বেমানান। এই জাতীয় সংগীতটি র-বি ঠা-কু/র লিখেছিল অখন্ড বাংলার চেতনায় উদ্বুদ্ধ হয়ে। আর সেটা তো বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্যের পরিপন্থি একটি বিষয়। কিন্তু দুঃখজনক জাতীয় সংগীতটি পরিবর্তন করার ক্ষেত্রেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হতে পারেননি। জাতি হিসেবেও এটি একটি চরম ব্যর্থতা। সেই ব্যর্থতার কলঙ্ক থেকেও জাতিকে নবগঠিত জুলাই সনদ মুক্তি দিতে পারেনি। বড় নি-র্ল/জ্জ ও দুঃখের বিষয় এই বিতর্কিত জাতীয় সংগীত পাঠ করার সময় অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছিলেন, তাদের সাথে তাল মিলিয়ে কিছু আলেম-ওলামাও দাঁড়িয়ে ছিলেন যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক বিষয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সামাজিক ও রাজনৈতিক ফেতনা থেকে মুক্ত রাখুন। আমিন।

আল্লামা ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ,

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Ahmad Azadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share