
02/07/2025
হুদাই, অতি উৎসাহী হওয়ার প্রয়োজনই পড়ে না। যার চরিত্রে সমস্যা সে জীবনেও ভালো হওয়ার নয়। আর চারিত্রিক সমস্যা কখনো হুট করে হয় না, আগে থেকে অল্প অল্প করে হয়, লুতুপুতু করতে করতে। তার কাছে হুর পরী থাকলেও তার রহিমা করিমার কাছে যেতে ভাল্লাগবে। আর সে জায়গায় এতো বড়ো ত্যাগ করার আগে হাজার বার চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিলো। নিজের জন্য বাচঁতে হয় কারণ দিনশেষে কেবল সবাই নিজের ভালো থাকাটাকেই প্রাধান্য দেয়। সে যত ভালোবাসাই আগে দেখাক না কেন, ৩৬০° এঙ্গেলে ঘুরতে এক সেকেন্ড ও সময় নিবে না। কত শত বাহানা বের হবে, এটা সেটা,ব্যস্ততা। আরে মন মনের জায়গায় থাকলেতো। ব্যস্ততাতো কেবল অজুহাত। মন থেকে চাইলে সব সম্ভব। সেটা হোক ভালোবাসা আর হোক অবহেলা। যে যাকে যত গুরুত্ব দিবে দিনশেষে সেও তেমন গুরুত্বই পাবে, শুধু দিন বদলের অল্প সময়ের ব্যবধান। এটাই জীবনের শিক্ষা।