Tonni's Fashion

Tonni's Fashion Life is Beautiful... ��

কি একটা অবস্থা...
21/06/2025

কি একটা অবস্থা...

16/07/2024

sundor

10/11/2023

** এ রকম আরো কিছু আপনার মাথায় থাকলে বলুন **
1. শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দূরে, সে জায়গাটা বেশি চুলকায় ।
2. ছোট কোনও বস্তু মেঝেতে পড়ে গেলে, সেটি কখনও পায়ের কাছে থাকে না । জিনিসটা পাওয়া যাবে খাটের তলায় শেষ মাথায় ।
3. কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করছে না । স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে ।
4. ভাবছেন বসের কাছ থেকে ছুটি চাইবেন, ঠিক তখনই আর একজন ছুটি চেয়ে বসবে, আপনার ছুটির বারোটা বাজবে ।
5. যদি কাউকে বলেন আকাশে 100 বিলিয়ন তারা আছে, সে আপনার কথা বিশ্বাস করবে । কিন্তু যদি বলেন, দেওয়ালের রং এখনও শুকোয় নি, সে অবশ্যই হাত দিয়ে ধরে দেখবে ।
6. জেলি মাখানো রুটি কাপড়ে পড়ে গেলে , জেলি লাগানো দিকটাই নীচে থাকবে, কাপড় ময়লা করে দেবে ।
7. দেরি করে আসার কারন হিসাবে যদি বসকে বলেন, গাড়ির চাকা পাংচার হয়েছিল, পরদিন সত্যিই গাড়ির চাকা পাংচার হবে ।
8 . ব্যাংকে লাইনে দাঁড়িয়েছেন, পাশের লাইনটা আগে বাড়ছে । লাইন পাল্টে পাশেরটায় এলে দেখবেন, ছেড়ে আসা লাইনটা দ্রুত এগোচ্ছে ।
9. ম্যাকানিক্যাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ,ঝুলি , গ্রিজ দিয়ে মাখামাখি, ঠিক তখনই আপনার নাক চুলকোবে ।
10. বাড়ি ফেরার যেদিন তাড়া থাকবে, রাস্তায় বাস পেতে সেদিন দেরি হবে ।
11. যেদিন আগেই স্টেশনে পৌঁছাবেন, সেদিন ট্রেন লেট করবে । যেদিন আপনার স্টেশনে পৌঁছাতে সামান্য দেরি হবে, ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে ।
12. যদি আপনি ভুল নাম্বার ডায়াল করেন, বিজি টোন পাবেন না, কেউ না কেউ উত্তর দেবে ।
13 . স্নানের সময় যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন আসবে ।
14. একগাদা বইয়ের থেকে যদি উপর থেকে নির্দিষ্ট বই খোঁজেন, তাহলে বইটা পাওয়া যাবে নীচে । আবার বুদ্ধি করে নীচে থেকে খোঁজা শুরু করলে, বইটা থাকবে সবার উপরে ।
15. অফিসে যেদিন আপনার হাতে ফ্রি সময়, সব কলিগ সেদিন খুব ব্যস্ত থাকবে ।
16. যে গেম খেলার নিয়ম যত সহজ, দেখবেন সেই গেমের প্রতি আপনার আগ্রহ তত কম ।

প্রিয় আবুল খায়ের এর এই বিজ্ঞাপনের কথা কারো মনে আছে?— সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?* কিগো কবিরাজ, কি খো...
03/05/2023

প্রিয় আবুল খায়ের এর এই বিজ্ঞাপনের কথা কারো মনে আছে?

— সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?
* কিগো কবিরাজ, কি খোঁজতাসেন?
-- আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?
* আছিলো, কাইট্টা ফালাইছে।
-- এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ?
* আছিলো, কাইট্টা ফালাইছি।
-- আপনের গাছ?
* হ, টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।
-- গাছ লাগাইছিলো কে?
* আমার বাবায়।
-- আপনি কী লাগাইছেন?
-- আমি কী লাগাইছি?
* হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে.........

আবুল খায়েরের শেষ কথাটি ছিল: "এক একটা গাছ, এক একটা অক্সিজেনের ফ্যাক্টরী।"

জনস্বার্থে বিজ্ঞাপনটি আবারো প্রচার করা হোক।

03/05/2023

সমাজ বলতে কিছু নাইরে পাগলা!!!
সমাজ বলতে বুঝায় ব্যর্থ মানুষকে নিয়ে হাসি-তামাশা আর সফল মানুষদের নিয়ে হিংসা করা।

03/05/2023

স্বর্ণের ভরি ৯৮,৭৯৪/-
রডের টন ৯৮,৫০০/
The decision is yours.
ইনভেস্ট নারীর জন্য করবেন নাকি বাড়ীর জন্য করবেন ? 🤷🏻‍♂️
🫢🤭😋

22/04/2023

Eid Mubarak...

18/04/2023
হিসাবটা মাথার উপর দিয়া গেলো....🤔🤔
05/04/2023

হিসাবটা মাথার উপর দিয়া গেলো....🤔🤔

“চিনোস আমারে” বলে গত ৫০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো,তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দ...
01/04/2023

“চিনোস আমারে” বলে গত ৫০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো,তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই।আসলেই তাদের কেউ চিনে না আর।

গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও।অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শি *য়াল কু *কু* র হেঁটে যায়।

খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই।সন্তানেরাও তার খোঁজ নেয় না।

মানুষ ভুলে যায় তার অতীত,ভুলে যায় ভবিষ্যত।এটাই নিয়ম। তারপর ও মানুষের কতো ক্ষমতার দাপট?
মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।

- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.!
- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে!

আল্লাহ আমাকে এবং সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক, আমিন🤲
(collected)

01/04/2023

-ভাইয়া, পাঞ্জাবীটা কত?
-আপা আপনার জন্য একদাম ৪২০০ টাকা।
-কেন? আমি কে? আমার জন্য দাম কম করবেন!!
-কি যে বলেন আপা। সবার কাছে সমান দাম চাই না।

-ঠিক দাম বলেন।
-আচ্ছা ৫০ টাকা কম দিয়েন।
-দাঁত ক্যালাইয়েন না। ৫০০ টাকায় দিবেন?
-এইটা কোন কথা বললেন আপা? আপনারে লাস্ট বলি। ২৬০০ টাকা দিয়েন। কাপড় দেখছেন? ১০ পিস আনছি কাল। এইটেই লাস্ট। ৩০০০ এর নিচে বেচি নাই একটাও। খাতা দেখেন বিশ্বাস না হলে। ২৫০০ তে কেনা। তার নিচে লসে যাবে।
-লস আপনার করতে হবে না। লাগবে না পাঞ্জাবি।

-আচ্ছা আপা ৮০০ দিয়েন।
-নাহ। ৫০০ ই বেশি বলে ফেলসি।
-আচ্ছা টাকা দেন। এই আবুল মালটা ব্যাগে ঢুকা। ব্যবসা রোজ ই করি। একদিন আপার জন্য ব্যবসা বাদ। আবার আইসেন।

কিছু কিছু মেয়ে দামাদামি করার ক্ষেত্রে এমন অস্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মায় 😌✌

Address

Fulbaria

Telephone

+8801738655727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonni's Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tonni's Fashion:

Share