জীবনের কথা

জীবনের কথা Learn some new things, see and share with friends.
(3)

যে গরম পড়ছে এক গ্লাস শরবত হলে বন্ধ হয় না❤️
21/07/2025

যে গরম পড়ছে এক গ্লাস শরবত হলে বন্ধ হয় না❤️

বসন্তের পর পাখিদেরও কি শূন্যতা লাগে মনে...!
21/07/2025

বসন্তের পর পাখিদেরও কি শূন্যতা লাগে মনে...!

কিছু মানুষের প্রতি বিশ্বাস এভাবেই ভেঙে যায়....🙃
21/07/2025

কিছু মানুষের প্রতি বিশ্বাস এভাবেই ভেঙে যায়....🙃

হুম একদম...
21/07/2025

হুম একদম...

স্ক্রল করে যা...এই ছবি তোর জন্য না 🙃এইরকম ভাবে ছবি তোলা ..! এটা শুনলেও তোর জামাই ধাক্কা দিয়ে ফেলে দেবে …গাছে ওঠার আগেই ...
21/07/2025

স্ক্রল করে যা...এই ছবি তোর জন্য না 🙃এইরকম ভাবে ছবি তোলা ..! এটা শুনলেও তোর জামাই ধাক্কা দিয়ে ফেলে দেবে …গাছে ওঠার আগেই পড়ে যাবি😆😆

ডালিম নিজেই রক্তশূন্যতায় ভুগছে ও আরেকজনকে রক্ত দেবে কি..!😆
21/07/2025

ডালিম নিজেই রক্তশূন্যতায় ভুগছে ও আরেকজনকে রক্ত দেবে কি..!😆

20/07/2025

ঘুমায় যান চোখের নিচে ডার্ক ‘সার্কেল ফেলে কোন লাভ নাই ,ওইদিকে কি‘ডনি দিয়েও কিন্তু ধরে রাখতে পারে নাই....‼️

হৃদয়ের কিছু নিজস্ব সমস্যা আছে যা মস্তিষ্ক কখনোই বুঝবে না ...!      🔏সমরেশ মজুমদার শুভরাত্রি❤️
20/07/2025

হৃদয়ের কিছু নিজস্ব সমস্যা আছে যা মস্তিষ্ক কখনোই বুঝবে না ...!
🔏সমরেশ মজুমদার

শুভরাত্রি❤️

20/07/2025

আপনাকে যে হিংসা করে তাকে কখনোই ঘৃণা করবেন না ,কারণ সে এমন একজন ব্যক্তি যে মনে মনে স্বীকার করে আপনি তার চেয়ে উত্তম...‼️

এইডা করছে কি...!!
20/07/2025

এইডা করছে কি...!!

হাতে একটু সময় থাকলে অবশ্যই পড়বেন, ভালো লাগবে নিশ্চিত....বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান 'ন্য...
20/07/2025

হাতে একটু সময় থাকলে অবশ্যই পড়বেন, ভালো লাগবে নিশ্চিত....

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!

কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো -
স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।

ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।

তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোন কারণ নাই,
ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে না&%লিশ করলেন - "কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার!
ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!"

শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture) দিতে পারে না।"

ক্ষি&%প্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।

সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture)।"

অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।

তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম,
আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো 'ফুটুরে' (Future)!"

অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফা&%টিয়ে ফেললেন। জ্ঞা&%ন হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, "ফেসবুকে দিবো... একটা ‘পিকটুরে’ (Picture) তুলে দে!"

স্কুলের মাঠে 'এগ্রিকালটুরে' (agriculture) হলে মন্দ কিসে।
Cp

রাগ করলে রাগ ভাঙ্গানোর মানুষ নাই কিন্তু ,ঘুমালে ঘুম ভাঙ্গানোর মানুষের অভাব নাই....
20/07/2025

রাগ করলে রাগ ভাঙ্গানোর মানুষ নাই কিন্তু ,ঘুমালে ঘুম ভাঙ্গানোর মানুষের অভাব নাই....

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share