Dawwah Tv

Dawwah Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawwah Tv, Video Creator, Fulbaria.

“আমার কথা (অন্যদের নিকট) পৌঁছিয়ে দাও, তা যদি একটি মাত্র আয়াতও হয়। বনী ইসরাঈল থেকে (ঘটনা) বর্ণনা কর, তাতে কোন ক্ষতি নেই। কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্ধারিত করে নেয়।”
___ বুখারী - ৩৪৬১

🔴ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের প্রতিনিধিরা ও যাচ্ছে। যার যা সামর্থ্য আছে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা আবারো যাচ্ছ...
20/05/2025

🔴ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের প্রতিনিধিরা ও যাচ্ছে।
যার যা সামর্থ্য আছে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান।
আমরা আবারো যাচ্ছি ইনশাআল্লাহ

সার্বিক তত্ত্বাবধানে : প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
🔴 Reference (PFood)
Bkash :
+8801821505154 (Bkash Agent, Cash Out)
01690035544 (Personal)
Rocket :
018850381907 (Personal)
Nagad :
+8801870-078336 (Nagad Agent, Cash Out)
01885038190 (Personal)
01690035544 (personal).
——————
🏦Bank Details :
Bank Name : Islami Bank Bangladesh limited
Acccount Name : Abubakar Md. Zakaria
A/C No : 20501330201879708
Routing No : 125500948
Swift code : IBBLBDDH133
Branch : Kushtia ব্রাঞ্চ
Abubakar Muhammad Zakaria sir
___Collected

18/05/2025

শাহাদাত হোসেন ফয়সাল খান ( রহিমাহুল্লাহ)

18/05/2025
17/05/2025

আমরা চাই এমন একটি ইসলামী সমাজ, যেখানে থাকবে না প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ., থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবি সংকীর্ণতাবাদ।

এই তো বেশি দিন আগের কথা না, একবছর মত হবে। তখন আমে*রিকা থেকে নির্দেশ ছিল কেউ যদি "আহমেদ আল-শারা" নামে লোকটার মা*থা দিতে প...
14/05/2025

এই তো বেশি দিন আগের কথা না, একবছর মত হবে। তখন আমে*রিকা থেকে নির্দেশ ছিল কেউ যদি "আহমেদ আল-শারা" নামে লোকটার মা*থা দিতে পারে, তাহলে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কৃত করা হবে।

আল্লাহর কি ইচ্ছা দেখুন,

আজকে সেই মানুষটি সরাসরি আমে*রিকার প্রেসি*ডেন্টের সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলাচ্ছে। তবে সেই সন্ত্রা*সী চিহ্নিত হিসাবে নয়, একটা দেশের প্রেসিডে*ন্ট হিসাবে ; দেশটির নাম (আ*শ-শা*ম) বা সি*রিয়া।

আর এই সব কিছু সম্ভব হয়েছে, "মুহাম্ম*দ বিন সাল*মানে"র নেতৃত্বে!

13/05/2025

শায়েখ এর গুলো কতটুকু সত্য মনে করেন?

 #মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল...
12/05/2025

#মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনী জ্ঞান দান করেন।
”সহীহুল বুখারী, মুসলিম"

12/05/2025

এক দিকে স্লোগান দিবে দিল্লি না ঢাকা; আরেকদিকে ভারতীয় সংগীত গাইবে, ভারতের আমদানিকৃত চেতনা লালন করবে। দল নিষিদ্ধ করে লাভ কি? চেতনা তো সেই একই। যেই লাউ সেই কদু।

01/05/2025

দাবানলে পুড়ছে ই*জ*রা*ইল,
একটু মানবিক হোন।

আর দোয়া করুন যাতে পুরোটা পুড়ে যায়।

15/04/2025

ফিলিস্তিনে মসজিদ ভাঙ্গে ইহুদিরা,,

ভারতে মসজিদ ভাঙ্গে হিন্দুরা,,

আর বাংলাদেশে মসজিদ ভাঙ্গে হানাফিরা‚‚

08/04/2025

**রাসূল সাঃ এর যুগে যুদ্ধের বাস্তবতা ও ঈমানের শক্তি**
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে মুসলিম ও কাফেরদের মধ্যে যুদ্ধের সময় অস্ত্র ছিল প্রায় একই রকম—তলোয়ার, বর্শা, ঢাল, তীর। সংখ্যার দিক থেকেও কাফেররা প্রায় সবসময়ই মুসলিমদের তুলনায় বেশি ছিল।

**বদর যুদ্ধের কথা মনে আছে?**
মাত্র ৩১৩ জন মুসলমান, বিপরীতে ১০০০ কাফের!
অস্ত্রসজ্জাও সীমিত। কিন্তু মুসলমানদের কাছে ছিল এমন কিছু যা কাফেরদের ছিল না—তাওহীদের প্রতি ঈমান, রাসুলের নেতৃত্ব, এবং আল্লাহর সাহায্য।
আল্লাহ কুরআনে বলেন:

> "তোমরা যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে শত্রুরা হঠাৎই তোমাদের উপর আক্রমণ করলেও তোমাদের রব পাঁচ হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করবেন।"
> (সূরা আলে ইমরান, আয়াত ১২৫)

**যুদ্ধের বাস্তবতা আজ বদলে গেছে, কিন্তু নীতি বদলায়নি**
আজ কাফেরদের অস্ত্র আধুনিক—পারমাণবিক বোমা, ড্রোন, স্যাটেলাইট নজরদারি। তারা এক বাটনে লক্ষ মানুষকে ধ্বংস করতে পারে।

**কিন্তু মূল প্রশ্ন হলো:**
কীসের ভিত্তিতে জয় আসে? অস্ত্রের? না ঈমানের?

**ইতিহাস সাক্ষ্য দেয়:**
- **তুর্কি সালাহউদ্দিন আইয়ুবি**, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, তার সৈন্যসংখ্যা তুলনায় কম ছিল।
- **তারেক বিন জিয়াদ**, যিনি স্পেন জয় করেন, সৈন্যদের জাহাজ পুড়িয়ে দিয়ে বলেছিলেন, "পেছনে সমুদ্র, সামনে শত্রু—জয় ছাড়া বিকল্প নেই।"
- **উসমানী সালতানাত** শত শত বছর ইউরোপকে কাঁপিয়ে রেখেছিল, যখন মুসলিমদের মধ্যে তাকওয়া ও সংহতি ছিল।

**বর্তমানের বাস্তবতা কী শেখায়?**
আজ যদি মুসলমানরা কেবল সংখ্যা বা আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায়, তা হলে তাদের হার নিশ্চিত।
কারণ, তারা ভুলে গেছে প্রকৃত শক্তি আসে ঈমান, ঐক্য, ও সত্যের উপর অটল থাকা থেকে।
আধুনিক প্রযুক্তি দিয়ে তুমি দেহ মেরে ফেলতে পারো, কিন্তু আদর্শ কখনো মরে না।

**সর্বশেষে একটা বাস্তব উপলব্ধি:**
আজ মুসলিমরা যদি এক লক্ষ লোক নিয়ে কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা হয়তো টেকনিক্যালভাবে পরাজিত হবে।
কিন্তু যদি সেই লোকগুলোর অন্তরে হয় বদরের সাহাবাদের মতো ঈমান—তাহলে পৃথিবীর কেউ তাদের থামাতে পারবে না।
অন্যথায়, শুধু যুদ্ধ নয়, কোনো দিকেই তারা সফল হবে না।

30/03/2025

সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করা মূর্খতার পরিচয়।

__শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

Address

Fulbaria

Telephone

+8801722734871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawwah Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawwah Tv:

Share

Category