21/02/2024
Effort vs Effect এই বিষয়টা নিয়ে আগে খুব বেশি ভাবতাম না। তাই অনেক জায়গায় আজাইরা অনেক Effort দিয়েছি যেখানে Effect অনেক কম ছিল।
একটা ছোট্ট উদাহরণ দেই - আগে যখন সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অনেক কম্পানির হয়ে কাজ করতাম, তখন তাদের একটা ডিমান্ড থাকতো প্রতিটা দিবসে নতুন ব্যানার, নতুন প্রোফাইল পিকচার, একটা পোস্ট দিতে হবে। আমি ব্যাপক Effort দিয়ে এসব তৈরি করতাম এরপর পাবলিশ করতাম।
পরে একসময় বুঝলাম এসবের তেমন কোন Effect ই পরে না, যদি না আপনার প্রোডাক্ট এর সাথে ঐ দিবসের কোন সম্পর্ক থাকে অথবা ঐ দিবস উপলক্ষে কোন অফার থাকে। হ্যা, কিছু এনগেজমেন্ট হয় কিন্তু যেই Effort দেয়া হয় তার তুলনায় Effect খুবই কম।
যেমন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি যদি আমার কটন ক্যান্ডির পেইজ থেকে খুব Effort দিয়ে ডিজাইন করে পোষ্ট দেই, তাতে আমার সেল বা ব্র্যান্ডিং এর উপর কোন Effect ই পরবে না। কোন অফার থাকলে আলাদা কথা। তার উপর সোস্যাল মিডিয়াতে বিজনেস পেইজগুলোর রিচ প্রায় শূণ্যের কোঠায়। ১৫/২০ মিনিট Effort দিয়ে যেই পোষ্ট তৈরি করে পাবলিশ করব, তা হয়তো ১০০ মানুষের কাছেও যাবে না।
ঐসময়ে আমি এড নিয়ে বা Relevant কোন পোষ্ট নিয়ে কাজ করলে Effect আরও বেশি হবে।
এই কারণেই আমার নিজের কন্টেন্ট ও কমিয়ে দিয়েছি। I am choosing my EFFORT very carefully now, because Effort=Work+Time+Expectations.
I value my time, work and expectations now more than ever.
এখানে একটা টোপ আছে, টোপটা হচ্ছে আমরা অনেক সময় লং টার্ম এ Effect এর কথা ভাবি। কিন্তু লং টার্ম Effect এর জন্য Effort এর পাশাপাশি Consistency একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রথমে যত Effort ই দেই না কেন যদি একটা মিনিমাম Effort নিয়মিত দিতে না পারি তাহলে কখনোই লং টার্ম Effect পাওয়া যাবে না।
আবার কিছু বিষয়ে প্রথমে, পরে, নিয়মিত যত Effort ই দেই না কেন কোন Significant Effect আসে না।
তাই একটু চিন্তা করতে হবে।
Effort দিয়ে এই পোস্ট দিচ্ছি কারণ আশা করছি আমার এই অভিজ্ঞতা কয়েকজনের চিন্তার খোরাক হবে।