Arsip Sharwar

Arsip Sharwar Notice your problem and your problem will be solved

20/06/2025

আমাদের সিনেমা, সোশ্যাল মিডিয়া, মসজিদ, গান এই জায়গা গুলোতে গরীব হওয়াকে অনেক বেশি মহান বানানো হয়, কারণ এই সিনেমা বানানো হয় মধ্যবিত্ত আর গরিবদের জন্য, সোশ্যাল মিডিয়াতে সারাদিন পরে থাকে এই গরীবরাই, মসজিদে যারা দারিদ্রতাকে মহান বলে তাদের বেশিরভাগই গরীব, গানেরও টার্গেট ঐ মধ্যবিত্ত আর গরীব!

আমরা যারা এই গণ্ডিতে পরে আছি তারা আসলে কখনো প্রকৃত ধনীদের সাথে মিশিই নাই, ধনীদের বিনোদন, ধার্মিকতা নিয়ে আমাদের তেমন কোন আইডিয়া ই নাই। এখন তাও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সম্পদ নিয়ে কেউ কেউ কথা বলে, কিন্তু বেশিরভাগ ধনী আসলে তাদের সময়কে কাজে লাগানোতে ব্যাস্ত আর আমরা ব্যস্ত দারিদ্রতাকে মহান বানিয়ে অযথা সময় নষ্ট করায়।

MacBook Air 13.6" 2024 M3 (8GB/256GB)18% Discount on DarazFeatures: 8-core CPU with 4 performance cores and 4 efficiency...
10/05/2025

MacBook Air 13.6" 2024 M3 (8GB/256GB)
18% Discount on Daraz

Features:
8-core CPU with 4 performance cores and 4 efficiency cores
8-core GPU
Hardware-accelerated ray tracing
16-core Neural Engine
100GB/s memory bandwidth
Media Engine
Hardware-accelerated H.264, HEVC, ProRes, and ProRes RAW
Video decode engine
Video encode engine
ProRes encode and decode engine
AV1 decode engine
Configurable to:
M3 with 8‑core CPU and 10‑core GPU
Display
Liquid Retina display
13.6-inch (diagonal) LED-backlit display with IPS technology;1
2560-by-1664 native resolution at 224 pixels per inch
500 nits brightness
Color
Support for 1 billion colors
Wide color (P3)

https://s.daraz.com.bd/s.Z3qAr

24/04/2025

Most of the time, we live in the worried future rather than peaceful present

বই মানুষ কেন পড়ে!অনেকেই বলবে জ্ঞান অর্জনের জন্য। এটা আংশিক সত্য, পুরোপুরি সত্যটা হচ্ছে - মানুষ বই পড়ে কোন একটা সমস্যা সম...
20/04/2025

বই মানুষ কেন পড়ে!

অনেকেই বলবে জ্ঞান অর্জনের জন্য। এটা আংশিক সত্য, পুরোপুরি সত্যটা হচ্ছে - মানুষ বই পড়ে কোন একটা সমস্যা সমাধানের জন্য যেই জ্ঞান দরকার সেটা আহরণ করার জন্য।

আর এখানেই সবাই ভুল করে। জোর করে বই পড়ার চেষ্টা করে, সেই বই তার বর্তমান সমস্যার সমাধান করুক বা না করুক। আর এখানেই সবাই মনোযোগ হারিয়ে ফেলে।

আপনার সমস্যা যদি হয় আর্থিক, আপনি মোটিভেশনাল বই পড়লে মনোযোগ চলে যাবে আপনার আর্থিক সমস্যার দিকেই। আপনাকে পড়তে হবে আপনার বর্তমান আর্থিক সমস্যা সমাধান করতে পারে এমন বই।

আবার আপনি করছেন চাকরি, আপনার লাগবে কর্পোরেট কালচারে কিভাবে উন্নতি করা যায় ঐ বিষয়ক বই কিন্তু আপনি পড়ছেন উদ্যোক্তা হবার বই তাহলে তো হবে না।

আবার আপনার সমস্যার সমাধান যদি কোন ইউটিউব ভিডিও করে দেয় তাহলে বই পড়ারও দরকার নাই। আসল উদ্দেশ্য হওয়া উচিৎ সমস্যার সমাধান কিভাবে করা যায়! মাধ্যম হিসেবে আপনার বই ভালো লাগলে বই পড়ুন না ভালো লাগলে অন্য কোন সোর্স থেকে জ্ঞান নিন।

যেমন -

ছবির বইটা অনেক দিন থেকে আমার কাছে আছে, দুইবার পড়ার চেষ্টা করেছি কিন্তু পড়তে পারিনি। ইচ্ছা হতো না, কি বলে সব মাথার উপর দিয়ে যেত। হঠাৎ দুই দিন আগে নাড়াচাড়া করতে করতে পড়তে শুরু করলাম, দেখি ভালোই লাগছে। এখন আর মাথার উপর দিয়ে না ভিতর দিয়েই যাচ্ছে।

এর কারণ এখন আমি বর্তমানে স্টার্টআপ, উদ্ভাবন এসব নিয়ে ভাবছি, আর বইটা আমার বর্তমান চিন্তার সাথে যাচ্ছে এজন্যই ভালো লাগছে। প্রথম ২ চ্যাপটার পড়ে ২ টা মজার বিষয় বুঝলাম। ঐটা আরেকটা পোস্টে শেয়ার করব।

01/07/2024

আমরা অনেক সময় কৌতূহলের জন্য অনেক খারাপ কাজ করে থাকি এবং ভাবি এই একবারই করব আর করবো না। যেমন একটা কমন কৌতূহলী খারাপ কাজ হচ্ছে ধূমপান করা। টিন এইজ অবস্থায় বেশিরভাগ ছেলেমেয়ে শুধু কৌতূহলের বশবর্তী হয়ে এই কাজ করে।

কিন্তু আমরা এটা বুঝি না যে, যেকোনো কাজ করার পর আমাদের যেই অনুভূতি আসে তা আমাদের ব্রেইনের জন্য এক একটা ডাটা। আমাদের ব্রেইন ঐ কাজ থেকে কতটুকু মজা বা কষ্ট পেলাম তা ডাটা হিসেবে স্টোর করে রাখে।

আমরা হয়তো ভাবি যে এই কাজ ২য় বার বা ৩য় বার আমি কখনই করবো না। কিন্তু আমরা জানি না আমাদের জীবনে কখন কোন ধরণের পরিস্থিতি আসবে। দেখা গেল আপনি কোন এক সময় অনেক ডিপ্রেশনে চলে গেলেন তখন আপনার ব্রেইন আপনার ডিপ্রেশন দূর করার জন্য ঐ কাজগুলোই খুঁজে বের করে দিবে যেগুলো করে আপনি এর আগে মজা পেয়েছেন। আমাদের ব্রেইনের মজা পাওয়ার যেই অংশ সেটা আবার ভালো মন্দ পার্থক্য করতে পারে না। এটার জন্য আলাদা পার্ট আছে। ফলে শুরু হয় ২ পার্টের যুদ্ধ। আর এই যুদ্ধে বেশিরভাগ সময় আমাদের মজা পাওয়ার পার্টটাই জয়ী হয়।

যে কখনোই ধূমপান করে নাই সে যত ডিপ্রেশনেই থাকুক না কেন তার কিন্তু ধূমপান করতে মনে চাবে না। তার ব্রেইন তাকে এমন কিছু খুঁজে দিবে যা সে এর আগে করে মজা পেয়েছে। তা যদি বই পড়া হয় তাহলে সে বই পড়েই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার চেষ্টা করবে।

এই সিম্পল জিনিসটা আমার অনেকেই বুঝি না। অনেকেই একটা অজুহাত দেয় "জীবনে সবকিছুই ট্রাই করা উচিৎ"। এই উছিলায় ভালো জিনিস ট্রাই না করে বেশিরভাগ সময় আমরা শরীর ও মনের জন্য খারাপ এমন কাজগুলোই একবার/দুইবার ট্রাই করি। এরপর একসময় মজা পাওয়ার চক্রে পড়ে অভ্যস্ত হয়ে পড়ি।

তাই আমার সাজেশন থাকবে নতুন যেকোনো কিছু ট্রাই করার আগে এই কথাগুলো চিন্তা করার।

পুড়নো বদভ্যাস দূর করারও একটা সহজ বুদ্ধি আছে যদি জানতে চান কমেন্টে জানাবেন।

07/06/2024

আজকাল অনলাইনে সবকিছু এমনভাবে দেখানো হয় যেন খুব সহজ, শুধু হালকা ইচ্ছা থাকলেই হয়ে যাবে। একবার ভেবে দেখেন, আপনি আজকে যা করছেন এবং যতদূর এসেছেন সেখানে আসার রাস্তা কতটুকু সহজ ছিল!!

শুধু প্যাশন দিয়ে হয়তো শুরু করা যায় কিন্তু লেগে থাকা যায় না। আর লেগে থাকতে না পারলে সফলতা আসবে না এটাই স্বাভাবিক। লেগে থাকার জন্য লাগে জেদ, আর চাপ।

ধরুন আপনার গাছের পরিচর্চা করতে খুব ভালো লাগে। এটা আপনার প্যাশন। এই প্যাশন দিয়ে আপনি বড় জোর একটা ব্যালকনি বাগান বা ছাদ বাগান করতে পারবেন। কিন্তু চারা গাছের নার্সারি ব্যবসা দাড় করাতে পারবেন না।

নার্সারি ব্যবসাতে সফল হতে আপনার লাগবে জেদ আর পিছনে ফিরে না যেতে পারার চাপ। এই জেদ টা এতো বেশি হতে হবে যেন তা সকল ছোট বড় বাঁধা থেকে বড় হয়। তাহলেই আপনি সেই বাঁধা গুলো অতিক্রম করতে পারবেন। সাথে যদি এমন হয় যে আপনার উপর চাপ আছে তাহলে আপনি হঠাৎ করে এই ব্যবসা বন্ধ করে নতুন কিছু করার চিন্তা করবেন না। এটার শেষ পর্যন্ত যেতে চাবেন।

30/03/2024

"People take action in two times: either because they love to, or because they have to"

21/02/2024

Effort vs Effect এই বিষয়টা নিয়ে আগে খুব বেশি ভাবতাম না। তাই অনেক জায়গায় আজাইরা অনেক Effort দিয়েছি যেখানে Effect অনেক কম ছিল।

একটা ছোট্ট উদাহরণ দেই - আগে যখন সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অনেক কম্পানির হয়ে কাজ করতাম, তখন তাদের একটা ডিমান্ড থাকতো প্রতিটা দিবসে নতুন ব্যানার, নতুন প্রোফাইল পিকচার, একটা পোস্ট দিতে হবে। আমি ব্যাপক Effort দিয়ে এসব তৈরি করতাম এরপর পাবলিশ করতাম।

পরে একসময় বুঝলাম এসবের তেমন কোন Effect ই পরে না, যদি না আপনার প্রোডাক্ট এর সাথে ঐ দিবসের কোন সম্পর্ক থাকে অথবা ঐ দিবস উপলক্ষে কোন অফার থাকে। হ্যা, কিছু এনগেজমেন্ট হয় কিন্তু যেই Effort দেয়া হয় তার তুলনায় Effect খুবই কম।

যেমন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি যদি আমার কটন ক্যান্ডির পেইজ থেকে খুব Effort দিয়ে ডিজাইন করে পোষ্ট দেই, তাতে আমার সেল বা ব্র্যান্ডিং এর উপর কোন Effect ই পরবে না। কোন অফার থাকলে আলাদা কথা। তার উপর সোস্যাল মিডিয়াতে বিজনেস পেইজগুলোর রিচ প্রায় শূণ্যের কোঠায়। ১৫/২০ মিনিট Effort দিয়ে যেই পোষ্ট তৈরি করে পাবলিশ করব, তা হয়তো ১০০ মানুষের কাছেও যাবে না।

ঐসময়ে আমি এড নিয়ে বা Relevant কোন পোষ্ট নিয়ে কাজ করলে Effect আরও বেশি হবে।

এই কারণেই আমার নিজের কন্টেন্ট ও কমিয়ে দিয়েছি। I am choosing my EFFORT very carefully now, because Effort=Work+Time+Expectations.

I value my time, work and expectations now more than ever.

এখানে একটা টোপ আছে, টোপটা হচ্ছে আমরা অনেক সময় লং টার্ম এ Effect এর কথা ভাবি। কিন্তু লং টার্ম Effect এর জন্য Effort এর পাশাপাশি Consistency একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রথমে যত Effort ই দেই না কেন যদি একটা মিনিমাম Effort নিয়মিত দিতে না পারি তাহলে কখনোই লং টার্ম Effect পাওয়া যাবে না।

আবার কিছু বিষয়ে প্রথমে, পরে, নিয়মিত যত Effort ই দেই না কেন কোন Significant Effect আসে না।

তাই একটু চিন্তা করতে হবে।

Effort দিয়ে এই পোস্ট দিচ্ছি কারণ আশা করছি আমার এই অভিজ্ঞতা কয়েকজনের চিন্তার খোরাক হবে।

18/02/2024

Pathao Bike এ উঠার পর ড্রাইভার গল্প করা শুরু করে কিন্তু পেছন থেকে কিছুই বুঝা যায় না, খালি জি, জি করি আর হাসি। খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি। পাঠাও এ এমন একটা অপশন থাকা উচিৎ যেটা দিয়ে কথা বলে না এমন ড্রাইভার খুঁজা যাবে। 😃😭

17/02/2024

একটা বিপজ্জনক কাগজের তৈরি বারুদ ভরা জিনিসে আগুন লাগিয়ে দিলে কিছুক্ষণ পর "ধরাম" করে একটা বিকট শব্দ হয়। আর এটাতে কিছু প্রাণী আনন্দ পায়। জিনিসটা হচ্ছে "পটকা"

কি রকম আজব, বিকৃত, বোকা, অসভ্য, অকেজো একটা প্রাণী হলে এটাতে আনন্দ পাওয়া যায় এটা আমার কখনোই বুঝে আসে নাই। ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না।

এদের হাতে যদি এতম বো*মা দিয়ে দেয়া হয় আমার মনে হয় ঐ শব্দ পাওয়ার জন্য এরা ফুটিয়ে ফেলবে, নিজের বা অন্যের কার কি হবে এটা পরে দেখা যাবে।

হতাশ!!!

Address

Fulbaria

Telephone

+8801922292044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arsip Sharwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arsip Sharwar:

Share