
12/06/2025
বুক জুড়ে আজ শুধুই হাহাকার 🥹🥹🥹
ভদ্রলোকের নাম প্রতীক জোশি। গত ছয় বছর ধরে লন্ডনে একা থাকেন। বুকভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন — একদিন পুরো পরিবারকে নিয়ে লন্ডনে থাকবেন, সুন্দর একটা জীবন হবে। ওয়াইফ আর তিন সন্তান তখনও ভারতে, অপেক্ষায় দিন গুনছিলেন সবাই।
অনেক লম্বা সময়, প্রচুর কাগজপত্র, ধৈর্য আর পরিশ্রমের পর অবশেষে সেই দিন এল। সব কিছু গুছিয়ে, বহু প্রতীক্ষার পর পুরো পরিবার একসাথে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন। বিমানবন্দরে শেষ মুহূর্তের হাসিমুখের ছবি তুলে আত্মীয়স্বজনদের পাঠালেন, আনন্দে সবার চোখে জল।
কিন্তু সেই আনন্দের মুহূর্তটা মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী হল। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হলো তারা। সবাই চলে গেলেন। একটি স্বপ্নের পরিবার শেষ হয়ে গেলো মুহূর্তেই।
এতদিন ধরে বেঁচে থাকা, সংগ্রাম করা যে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছিল, সেটাও যেন শেষ হতেই পারলো না।
এই ঘটনা শুনে বারবার মনে হয় — আমরা প্রায়ই বলি, "টাকা হলে এটা করবো, সময় হলে ওটা করবো!" কিন্তু আদৌ কি সময় আসে? টাকা, সুযোগ, কাগজপত্র সব থাকা সত্ত্বেও প্রতীক জোশি আর তার পরিবার একসাথে থাকার সেই সুযোগটা আর পেলেন না।
তাই হয়তো জীবনে কিছুই ফেলে রাখা উচিত নয়। যা ইচ্ছে করে, যা আনন্দ দেয় — তা করার চেষ্টা করা উচিত। কারণ আমরা কেউ জানি না সামনে কী অপেক্ষা করছে। আজকের দিনটাই সবচেয়ে বড় উপহার।