আমাদের গাজীপুর

আমাদের গাজীপুর সাধারণ মানুষ

শুভ জন্মদিন, ড. মুহাম্মদ ইউনুস!🌸
27/06/2025

শুভ জন্মদিন, ড. মুহাম্মদ ইউনুস!🌸

18/06/2025

Absolutely goosebumps.💥🇮🇷

13/06/2025

দেশে করোনায় ২ জনের মৃ*ত্যু, শনাক্ত আরও ১৫

21/05/2025

Remember 5 August 2024 Gazipur Chowrasta
Follow For More...

14/05/2025

Bangladesh without আন্দোলনকারী🙂

13/05/2025

অবাধে পর্ণ চালু যা (চাইল্ড এবিউজিং সহ যাবতীয় বিকৃত যৌনতার আতুরঘর) এদিকে স্কুল থেকে মরার আগ অবদি ফ্রি মিক্সিং! সাথে লেসবিয়ানিজম, ট্রান্স গে! এলজিবিটি! তার উপর পতিতা পায় শ্রমিকের অধিকার! বিয়ে হয় কঠিন, যিনা অবাধ!

বাকি শুধু কদিন পর জন্তু জানোয়ার আর গবাদিপশু আর মাহরামের সাথে কামাচার! আবার আমাদের ডি হিউম্যানাইজিং করা হয় শারিয়া আইন চাই বলে!

বেত্রাঘাত, রজম আর প্রকাশ্যে মৃত্যুদন্ডে আবার তাদের ভয়ের শেষ নেই! কারণ এরাই যে আসল জানোয়ার! বহুবিবাহে নাক শিটকিয়ে করে পতিতা নিয়ে রাত্রীপার!

সত্যি বলতে এই তাগুতের সিস্টেমটাই উপড়ে ফেলা সময়ের দাবী! এদের কাছে চাই আবার রেইপের বিচার? ঘৃণা করি তোদের! ঈমানের দাবীতে ঘৃণা করি! আল্লাহর জন্য ঘৃণা করি!

13/05/2025

বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল কোনটা?

30/04/2025

শ্রমই শক্তি, শ্রমই গৌরব। সম্মান করি সব শ্রমিককে।"
সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা

02/12/2023

#কক্সবাজার_রিলাক্স_ট্যুর_মাত্র_২৯৯৯_টাকায় #ননএসি_চেয়ারকোচ_বাস_ননএসি_এসি_রুমে_৩_রাত_২_দিনের_ভ্রমণ।

#গাজীপুর_বাসী গ্রুপ এর সাথে ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর ঘুরে আসুন পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত #কক্সবাজার থেকে 🇧🇩

📣 #ইভেন্ট_ফিঃ- ২৯৯৯/- টাকা মাত্র।
❎ কোন হিডেন চার্জ নেই 🆗

অফিসিয়াল গ্রুপঃ Gazipur Basi গাজীপুর বাসী ✅

🚎 #ভ্রমণ শুরু হবে জয়দেবপুর শিববাড়ী থেকেঃ
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৭:৩০ মিনিটে এবং

🚌 কক্সবাজার থেকে #জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হবো ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ০৭ (সাত) টায়।
১৭ ডিসেম্বর রবিবার সকাল ০৭ টার মধ্যে শিববাড়ী থাকবো ইনশাআল্লাহ।

✅ যা যা দেখবোঃ
🔴 ১ম দিন 🌐
♦ কক্সবাজার
♦ লাবনী পয়েন্ট
♦ সুগন্ধা পয়েন্ট
♦ কলাতলী পয়েন্ট
♦ ঝাউবাগান সি বিচ
♦ বার্মিজ মার্কেট ইত্যাদি

🛑 ২য় দিন 🌐
⚫ হিমছড়ি বিচ
⚫ হিমছড়ি ইকো পার্ক
⚫ ইনানি বিচ
⚫ মেরিন ড্রাইভ ইত্যাদি

🔯 ট্যুরে যা যা থাকছে ❓❓
🔴 শিববাড়ী টু কক্সবাজার নন-এসি বাস Hino Akj-1
🔴 এসি/ননএসি রুম (১ রুমে ৪/৫ জন)
🔴 ৫ বেলা খাবার।

♨ #খাবারের_মেনুঃ ♨
♨ সকাল ⏩ পারোটা+ডাল/সবজি/ডিম খিচুরী।
♨ দুপুর ⏩ সাদা ভাত, সামুদ্রিক মাছ, ডাল ♨
♨ রাত ⏩ মোরগ পোলাও ও সালাদ।

⭕ যা যা থাকছে না 🚫
⛔ সকল প্রকার ব্যক্তিগত খরচ ❌
⛔ যাত্রা বিরতিতে খাবার খরচ ❌
⛔ অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ভাড়া ❌
⛔ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ ❌

⭕ যেকোনো প্রয়োজনে 📳
☎️ 01581664666 ☎ 01818081801
☎️ 01921667196 ☎️ 01772611406

🏧 প্যাকেজ ফি 😲
🚹 সিঙ্গেল ২৯৯৯/- (জনপ্রতি) ১ রুমে ৪/৫ জন) 🚺
🚻 কাপল ৭০০০ (১ রুমে ২ জন) 🚸

‌🌀 ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনা 🌀
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৭:৩০ মিনিটে শিববাড়ী থেকে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিবো। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেলে চেক ইন করবো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো সমুদ্রের সাথে মিতালী করতে। সকালের সমুদ্রে গোসল, লাফালাফি, ফটোসেশন ইত্যাদি শেষ করে নির্ধারিত সময়ে রুমে চলে আসবো। এরপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিজেদের মতো কক্সবাজার শহর, বার্মিজ মার্কেট ইত্যাদি ঘুরে বেড়াবো। বৃহস্পতিবার রাতে নির্ধারিত হোটেলে রাত্রিযাপন করবো।

২য় দিন শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে যাবো সৈকতে। দুপুর পর্যন্ত সাগরে জলকেলি করবো। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মেরিন ড্রাইভ দিয়ে চলে যাবো ইনানি, কাকড়া বিচ ও হিমছড়ি পাহাড়। সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্যাস্ত দেখে আবার চলে আসবো কলাতলী বিচে। তারপর যার যার মতো ঘুরাঘুরি ও কেনাকাটা করে নির্ধারিত সময়ে রওনা দিব জয়দেবপুরের উদ্দেশ্যে 🚌

সবকিছু ঠিক থাকলে ১৭ ডিসেম্বর রবিবার সকালের মধ্যেই জয়দেবপুর পৌঁছে যাবো ইনশাআল্লাহ 🔚

ℹ বুকিং পলিসি ⁉
সিট খালি থাকা স্বাপেক্ষে মোবাইল ব্যাংকিং এর মধ্যমে (বিকাশ/নগদ/রকেট) নির্ধারিত পরিমাণ টাকা পেমেন্ট করে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ১০০০/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে (কাপলদের ৩৫০০/-)। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট এ ক্যাশআউট খরচসহ পেমেন্ট করতে হবে। অথবা আমাদের সাথে যোগাযোগ করে হাতে হাতে ও দিতে পারেন। উল্লেখ্য, আগে আসলে আগে ভিত্তিতে সিট বরাদ্দ হবে।
❌ কোনভাবেই মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় ❌

✅ #বিকাশ_নগদ (পারসোনাল) 01818-081801
✅ #রকেট (পারসোনাল) 015816646664
✅ #বিকাশ (পারসোনাল) 01772611406
✅ #বিকাশ_নগদ (পারসোনাল) 01921667196

👨‍👨‍👦 শূন্য থেকে তিন বছরের বাচ্চাদের ক্ষেত্রে ফি প্রয়োজন নেই এবং ৩+ বাচ্চাদের খরচ সিট নেয়া সাপেক্ষে।

🛑 নারী পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে তাই আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন।

🚫 বিঃ দ্রঃ প্রাকৃতিক দুর্যোগ, দৈব দুর্ঘটনা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা রাজনৈতিক সহিংসতা ইত্যাদি যেকোন কারণে পরিস্থিতি অনুযায়ী আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share