Final Destination Esports

Final Destination Esports We aim to grow esports, support talent, and create an exciting gaming community. Join us!

Final Destination Esports is a leading PUBG Mobile esports organizer in Bangladesh, hosting top tournaments with fair play, live broadcasts, and big prize pools.

04/08/2025

If anyone need engagement page. Contact with us. You can change your name with everything. No need to pay money or anything else. We will handover the page admin

03/08/2025

WBG চ‍্যাম্পিয়ন হলে গ্রেটেস্ট কামব্যাক হবে পাবজি ইতিহাসে🧐🧐

28/07/2025

কাউকে নিয়ে গালাগাল অনেক আগে দিছি। এখন আর দিতে চাইনা তো ভাই পিছনে নিজের গ্রুপে যে গালাগাল করতেছেন আপনার টাকা মাইরা খাইছি??
শুধু শুধু মা বাপ তুইলা পিছনে গালি কেন দিতেছেন?
আপনারে কি কিছু বলছি?? নাকি শুধু গ্রুপে এড দিয়ে মানুষের অভিশাপ নিতে ভাল লাগে??
শুধু কিছু বলার নাই বলমু এসব মানুষের অভিশাপ নিয়া আপনার ও লাভ নাই। আপনি যখন তেল দিবেন আপনার চারপাশে তেল দিবে। এসব বাদ দিয়া মানুষের সাথে ভাল ভাবে থাকার চেস্টা করেন কাজে দিবে।

27/07/2025

সারাবছর টাকা খরছ করবেন সব অর্গানাইজাররা আর লাভবান হতে থাকবে যারা জীবনে দুই টাকাও ইনভেস্ট করে নাই।

এই সাংবাদিক যা বলছে তার সাথে একমত। ফ্রি ফায়ার কমিউনিটি থেকে পাবজি কমিউনিটি হলো বড় মাদারবোর্ড কমিউনিটি ।এই খানে কে কার গো...
19/07/2025

এই সাংবাদিক যা বলছে তার সাথে একমত। ফ্রি ফায়ার কমিউনিটি থেকে পাবজি কমিউনিটি হলো বড় মাদারবোর্ড কমিউনিটি ।এই খানে কে কার গোয়া মারবে সেই ধান্দায় থাকে। আর এই কমিউনিটির উপরের লেভেল বাইনচোদ গুলারে কি বলবো ঐ গুলা হইলো সুসময়ের বন্ধু। তেল মারা শেষে আপনার গোহা লাল করতেও পিছে ছাড়ে না।

এই কমিউনিটির সবচেয়ে বড় উদাহরন আপনার দরকার পড়লে আপনার থেকে ভাল মানুষ কেউ না। আপনার দরকার শেষে এরাই আপনারে মাদারচোদ বলবে।
তেমনি কয়েকদিন আগেও তানভীর এর মত ভাল সাংবাদিক নাই এখন এই বেটা মাদারচোদ।

Abdullah Marzan Aka Gazor ইনি এখন সম্ভবত TEAM X এই টিমে অন‍্য নামে খেলতেছে?? যাই হোক বিস্তারিত জানাবো।
17/07/2025

Abdullah Marzan Aka Gazor
ইনি এখন সম্ভবত TEAM X এই টিমে অন‍্য নামে খেলতেছে??

যাই হোক বিস্তারিত জানাবো।

প্রথমে সবার কাছে মাফ চেয়ে নেই। আমার অতীত কোন ব‍্যবহার কিংবা কিছুতে কেউ যদি কস্ট পেয়ে থাকেন মাফ করবেন। দ্বিতীয়ত পাবজি বা ...
14/07/2025

প্রথমে সবার কাছে মাফ চেয়ে নেই। আমার অতীত কোন ব‍্যবহার কিংবা কিছুতে কেউ যদি কস্ট পেয়ে থাকেন মাফ করবেন। দ্বিতীয়ত পাবজি বা এসব কিছু বলতে পারেন লাইফের অনেক কিছু নস্ট করেছে। যতবার এসবে আসছি জীবন থেকে সব কিছু চলে গেছে। এই পাবজি বা অর্গানাইজেশন সিনারিও তে আসছি নিজের ডিপ্রেশন থেকে উঠে দাঁড়াতে। নিজের ডিপ্রেশনে কাটাতে ২০২১এর শুরু থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত এই কমিউনিটি কিংবা সবার পিছনে ২৮-৩০লক্ষ টাকার মত নস্ট করেছি। বিনিময় এক টিমের টাকা আর দুএকজন মানুষের এক মাসের স‍্যালারী এর কারনে মা বাবা নিয়ে যথেস্ট গালাগাল শুনেছি। সবকিছু থেকে বাদ দিয়ে আবার ফিরে আসলাম তারপর এক টুর্নামেন্টএ ১.৫লাখ খরছ করলাম। তারপরও মানুষের গালি খেয়ে রইলাম কিন্তু সেই টুর্নামেন্ট অর্গানাইজ করতে গিয়ে নিজের কাছের মানুষদের সময় দেওয়া বন্ধ করে দিলাম। সব কথার শেষ কথা এই গেম নামক জিনিসটা জীবন থাইকা সময়,টাকা পয়সা,প্রিয়জন আর মানুষের শত্রু বাড়াই দিলো। আর যাদের বিপদে পাশে থাকার চেস্টা করেছিলাম বা ছিলাম তাদের কথা কি বলবো আর। দিনশেষে এটা বুঝে নিলাম যে আসবেন একা যাবেন একা মাঝপথে মানুষ দরকারে আপনাকে ব‍্যবহার করবে । দরকার শেষে আপনি কে আপনাকে চিনবেও না।ঐ যারা তাদের পিছনে আঙ্গুল দিবে তাদের জন‍্যই সব হবে। আপনি শুধু ব‍্যবহ্রত হতে থাকবেন। তাই ল‍্যান টা কোন ভাবে শেষ করে এইখান থেকে বিদায় নিয়ে নিবো। আর যারা কস্ট পাইছেন মাফ করে দিবেন।

12/07/2025

Personal Problems
Always destroying us

11/07/2025

বিপদে যাদের এক লাইন কথা বলার সাহস হয়না বিপদ কেঁটে গেলে সেইসব মানুষজন আপন আর যারা পাশে থাকে তাদের খোঁজখবরও মানুষ নিবে না এটাই স্বাভাবিক ।

PUBG Mobile-এ স্লট বিক্রি একেবারেই নিষিদ্ধ, অথচ আজকে সেই নিয়মকে উপেক্ষা করে একটি অর্গ প্রকাশ্যভাবে স্লট বিক্রির পোস্ট দ...
19/06/2025

PUBG Mobile-এ স্লট বিক্রি একেবারেই নিষিদ্ধ, অথচ আজকে সেই নিয়মকে উপেক্ষা করে একটি অর্গ প্রকাশ্যভাবে স্লট বিক্রির পোস্ট দিয়েছে—আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সেই পোস্টটি একটি বড় ফেসবুক গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে! যাঁরা নিজেরাই মাঝে মাঝে আমাদের শেখান কিভাবে প্রফেশনাল টুর্নামেন্ট পরিচালনা করতে হয়, তারাই কিভাবে এমন একটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিতে পারেন?

আর যে অর্গ স্লট বিক্রি করছে—আপনারা কীভাবে নিজেদের ইস্পোর্টস সংগঠন দাবি করেন, যখন নিজেরাই নিয়ম ভেঙে কমিউনিটিকে বিভ্রান্ত করছেন? স্লট বিক্রি মানে শুধু নিয়ম ভাঙা না, এটা পুরো ইস্পোর্টস পরিবেশকে নষ্ট করা।

কমিউনিটির স্বার্থে দয়া করে এসব অবৈধ ও স্বার্থপর কর্মকাণ্ড বন্ধ করুন। আর গ্রুপ অ্যাডমিনদের প্রতি অনুরোধ—দায়িত্ব নিয়ে পোস্ট অ্যাপ্রুভ করুন। নাহলে এই কমিউনিটির উপর থেকে মানুষের আস্থা উঠে যাবে।

ইতিহাস গড়ার পথে আমরা!PUBG MOBILE আনুষ্ঠানিকভাবে “ইস্পোর্টস এডুকেশন”-এর দ্বার উন্মোচন করেছে!
18/06/2025

ইতিহাস গড়ার পথে আমরা!

PUBG MOBILE আনুষ্ঠানিকভাবে “ইস্পোর্টস এডুকেশন”-এর দ্বার উন্মোচন করেছে!

শুধু গেইম খেলা নয়, এবার গেইমিং এ হবে পড়াশোনা!

বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির ইতিহাসে পাবজি মোবাইল প্রথম ইস্পোর্টস এডুকেশন এর সুচনা করছে!

আমরা নিয়ে আসছি "WORLD OF WONDER COURSE" যেখানে গেমিং ডেভেলপমেন্ট এর প্রারম্ভিক ধারনা পেয়ে যাবেন সহজেই। আর সাথে পাবজি মোবাইল কর্তৃক অফিশিয়াল সার্টিফিকেট তো আছেই!

সাথে থাকুন, বিস্তারিত ঘোষনা আসছে শীঘ্রই!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Final Destination Esports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Final Destination Esports:

Share