Ayesha Ismat vlogs

Ayesha Ismat vlogs পেইজ টি লাইক দিয়ে সাথেই থাকুন
(1)

24/07/2025

বিমানের পাইলট যারা আছেন...
নেক্সট টাইম যখন দেখবেন বিমানের কোনো বাটন কাজ করছে না, সোজা সচিবালয়ের দিকে ছেড়ে দিবেন! ✈️😐

21/07/2025

উত্তরা থেকে ঢাকা মেডিকেলের সিএনজি ভাড়া ৫০০০/- টাকা।💔
২ লিটার পানির দাম ৬০০/- টাকা 💔

হায়রে মানুষ 😢

আজ একটু বেশি কাঁপছে বুকটা...আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়ে...
21/07/2025

আজ একটু বেশি কাঁপছে বুকটা...

আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!

আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।

🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।

আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।

আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি। 💔

13/06/2025
20/05/2025

মোরগ বৃষ্টিতে গোসল করে 🐔😂

16/05/2025

Good morning ☕

07/05/2025

শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেলো।

খুবই দুঃখের ব্যাপার !

07/04/2025

বাংলাদেশে KFC কে চিরকালের জন্য বন্ধ করা হোক!

31/03/2025

ঈদ মোবারক

02/03/2025

প্রথম রোজার অনুভূতি কেমন 🫶

01/03/2025

আলহামদুলিল্লাহ আজকে প্রথম সাহরী

01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক❤️

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Ismat vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category