Sajid Ahmmed

Sajid Ahmmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajid Ahmmed, Digital creator, Fulbaria.

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপ...
11/04/2025

এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!

১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপার্ট বিলিয়ন ডলার বিনিয়োগ এর সামিট করার পরও বলছেন, ১৫ হাজার লোকের কর্মসংস্থান। দিস ইস ফ্যাক্ট, বাস্তব. .! উনি কথা বলছেন স্ট্যাটিসটিক্যালী, অংক কষে। ভোটের জন্য উন্মাদ হয়ে আষাঢ়ে গল্প শোনানোর কোন প্রয়োজন তার নেই।

আর ২য় ছবিতে, একজন প্রাক্তন অর্থনীতির শিক্ষক, আমার এক সময়ের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কথা বলছেন পচনধরা, হাস্যকর রাজনৈতিক নেতাদের মত, কোনরকম ডাটা ছাড়া, ব্যাকগ্রাউন্ড স্ট্যডি ছাড়া..!
আফসোস, তারা এখনও এই দেশের মানুষকে আকাশ কুসুম গল্প শোনায়..!

ভাই, কেউ যদি এই দেশে আজকে কয়েকশত বিলিয়ন ডলারও ইনভেস্ট করে, আগামীকালই ১ লক্ষ লোকের চাকরি হয়ে যাবে না। একটা ম্যানুফেক্চারিং প্লান্ট বানাইতে এক - দের বছরের বেশি সময় লাগে, তার পরে চাকরি হওয়া শুরু হয়। আপনারা দয়া করে নতুন ওবায়দুল কাদের হইয়েন না, এই সব বস্তা পঁচা কথাবার্তা এই দেশের মানুষ শুনতে চায় না..!

কথা হবে চোখে চোখ রেখে। সম্পর্ক হবে পারস্পরিক উন্নয়নের মাধ্যমে। বিন্দু পরিমাণ ছাড় নয়। উল্লেখ্য চায়না,মায়ানমার, নেপাল,ভুটা...
09/01/2025

কথা হবে চোখে চোখ রেখে। সম্পর্ক হবে পারস্পরিক উন্নয়নের মাধ্যমে। বিন্দু পরিমাণ ছাড় নয়।

উল্লেখ্য চায়না,মায়ানমার, নেপাল,ভুটান,পাকিস্তান বর্ডারে গুলি করে হত্যা করেনা ওরা কারন......ওদের শিরদাঁড় আছে। আমাদেরও ছিল কিন্তু গত ১৫ বছর অবস করে রেখেছিল।



29/09/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।

দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।

ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।

ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!

গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।

যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!

এই যে জনাব রাজনাথ সিং, আপনারা অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবেন, রাখতেই হবে! নিজ দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ধরে রা...
07/09/2024

এই যে জনাব রাজনাথ সিং, আপনারা অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবেন, রাখতেই হবে! নিজ দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ধরে রাখতে পারবেন তো?!

বাংলাদেশের বিষয়ে আপনাদের চিন্তার দরকার নেই। ১৬ বছরে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টায় তৈরি মালগুলি নিরস্ত্র ছাত্রছাত্রীদের ব্যাটিং খেয়ে আপনাদের কোলে ফেরত গেছে! আগে সেটাই হজম করেন!

সাবেক বিচারপতি মানিক সাহেবের মতো কিছু আটকে গেলে বলবেন, আমরা ডাক্তার পাঠাবো! শোনেন এই দেশে ১৮ কোটি মানুষ না, মাইন বাস করে! দেশের জন্য জীবনকে এঁরা হাসিমুখে বিলিয়ে দেয়!

06/09/2024

একটা সহজ হিসাব। আগে কেন মানুষ সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি? এখন কেন দিচ্ছে? সহজ উত্তর। আগে কোথাও ৫ টাকা চাঁদা দিলেও মনে সন্দেহ থাকতো - টাকাটা কাজে লাগবেতো? কেউ লুটেপুটে খাবেনাতো? এখন সেই ভয়টা চলে গেছে। আমাদের ভাই বোনেরা সেই ভয়টা দূর ক’রে দিয়েছে। ধন্য তোমাদেরকে। এভাবেই তোমরা দেশকে রক্ষা ক’রে যাও। আমাদের দোয়া তোমাদের সঙ্গে সবসময় আছে।

একটি ছোট্ট ঘটনা বলছি।

এক মুরুব্বী আত্মীয়ের সঙ্গে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছি। সবাই বাক্সে টাকা দিচ্ছে। উনি দিলেন না। ফেরার পথে জানতে চাইলাম উনি কেন টাকা দিলেন না। উত্তরে উনি বলেছিলেন, “চোরারা সব লুইট্টা খায়। মসজিদের কোন কাজ করে না। এইখানে টাকা দিলে আমার গুনাহ হইবো।” আমরা সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে চাই। প্রতিটি ক্ষেত্রে তোমরা অনুসন্ধান করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে - এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। তোমরা সতর্ক থাকলে প্রশাসন সতর্ক থাকতে বাধ্য।

সতর্কতা হিসেবে জর্জ বার্নার্ড শ-এর সেই হুশিয়ারিটি মনে পড়ে যাচ্ছে, - "Morality is nothing but the lack of opportunity." (নৈতিকতা সুযোগের অভাব ছাড়া আর কিছু নয়।) অর্থাৎ, সুযোগ না থাকলে আমরা সবাই সাধু। আর, সুযোগ পেলেই সবাই চোর হয়ে যাই। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। তোমরাই পারবে তার নিশ্চয়তা বিধান করতে।
শুভ কামনা।❤️❤️



আর্থিক জ্ঞান এমন একটি বিষয় যা অল্প কিছু মানুষের কাছ থেকে পাওয়া যায়, কারণ বেশিরভাগ মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করার আগে...
21/12/2022

আর্থিক জ্ঞান এমন একটি বিষয় যা অল্প কিছু মানুষের কাছ থেকে পাওয়া যায়, কারণ বেশিরভাগ মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করার আগেই ভালোবাসার এই পৃথিবী থেকে চলে যায়। তাই এমনকি আর্থিক নিয়ম আছে যা অবশ্যই মেনে চলা উচিত?

1️⃣ কখনই অবমূল্যায়নকারী সম্পদ কিনবেন না, ধার করা অর্থ দিয়ে ।

2️⃣ অর্থ সঞ্চয় করার এখনই সবথেকে সেরা সময়, এটি মনে রাখুন ।

3️⃣ অতিরিক্ত আবেগি হয়ে কোনদিনও অর্থকে বিনিয়োগ করবেন না ।

4️⃣ তাড়াতাড়ি ধনী বানায় এমন জায়গায় কোনদিনও বিনিয়োগ করবেন না ।

5️⃣ নিশ্চিত ফলাফল আসে এমন জায়গায় সম্পদ তৈরি করতে থাকুন ।

6️⃣ সব সময় সম্পদ তৈরিতে ব্যস্ত থাকুন, কখনো দায় তৈরিতে নয় ।

7️⃣ আপনার সকল প্রকার খরচ গুলোকে নিয়মিত ট্র্যাক করতে থাকুন ।

8️⃣ উপরের এক থেকে সাত নম্বর নিয়মগুলোকে মেনে চলার চেষ্টা করুন ।

সবাই বলে থাকে ফ্রিল্যান্সিং শুরু করবো কিন্তু কোথায় এবং কিভাবে শুরু করব? আমি বলে থাকি আপনার হাতে যদি সময় থাকে তাহলে নিজ...
16/12/2022

সবাই বলে থাকে ফ্রিল্যান্সিং শুরু করবো কিন্তু কোথায় এবং কিভাবে শুরু করব? আমি বলে থাকি আপনার হাতে যদি সময় থাকে তাহলে নিজের সাতটি দক্ষতার যেকোনো একটিকে কাজে লাগানোর চেষ্টা করুন।

খুব বেশি না, জীবনের ৬টি মাস এখানে বিনিয়োগ করুন যেকোনো একটি দক্ষতাকে খুব ভালোভাবে শিখে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করুন দেখবেন একটি রাস্তা তৈরি হয়ে গিয়েছে।

আর উপরের টাকার অ্যামাউন্টটা একটি সংখ্যা মাত্র, আপনার দক্ষতা এবং যোগ্যতার উপর আপনি এর থেকেও বেশি উপার্জন করতে পারবেন। বাংলাদেশের এবং ভারতের অসংখ্য মানুষ তা করে দেখিয়েছে।

UX Design

UI Design

Web/App Development

Software Sales

Facebook Ads

Sales Copy Writing

Product Ownership

আপনি এক দিনে সর্বোচ্চ কত কিলোমিটার হাঁটতে পারবেন? ধরুন আপনি নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছানোর জন্য দৈনিক ১৪ ঘন্টা করে হেঁ...
20/10/2022

আপনি এক দিনে সর্বোচ্চ কত কিলোমিটার হাঁটতে পারবেন? ধরুন আপনি নির্দিষ্ট একটি গন্তব্যে পৌঁছানোর জন্য দৈনিক ১৪ ঘন্টা করে হেঁটে যেতে চান। কিন্তু প্রথম দিনেই আপনি গন্তব্যের পথে ১৪ ঘন্টা হেঁটে যেতে পারবেন? উত্তর হচ্ছে না! কারণ, আপনি এখনো হাঁটায় পরিপক্ক হননি। তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম দিন থেকে যতটুকু সক্ষমতা থাকে হেঁটে যেতে হবে। এরপর ক্রমান্বয়ে যখন হাঁটতে থাকবেন, তখন একসময় ঠিকই দিনে ১৪ ঘন্টারও অধিক সময় ধরে হাঁটতে সমর্থ হবেন।

তেমনি একদিনে দশহাজার নয়, লাখ টাকা উপার্জনেরও ব্যবসায় আছে। শুরু করেই যদি দিনে হাজার হাজার/লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখেন তবে বলবো ঘুম থেকে উঠে সতেজ হয়ে নিন। বড় হতে হলে আগে ছোট হতে হবে। দিনে ১০০০ টাকা উপার্জন দিয়ে তো আগে ব্যবসায় শুরু করুন এরপর দক্ষতা এবং গুণাবলীর উপর নির্ভর করবে আপনি দিনে হাজার নাকি লাখ টাকা উপার্জন করবেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid Ahmmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share