
11/04/2025
এই ছবি দুটির পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমনসেন্স থাকলেই হবে...!
১ম ছবিতে, একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপার্ট বিলিয়ন ডলার বিনিয়োগ এর সামিট করার পরও বলছেন, ১৫ হাজার লোকের কর্মসংস্থান। দিস ইস ফ্যাক্ট, বাস্তব. .! উনি কথা বলছেন স্ট্যাটিসটিক্যালী, অংক কষে। ভোটের জন্য উন্মাদ হয়ে আষাঢ়ে গল্প শোনানোর কোন প্রয়োজন তার নেই।
আর ২য় ছবিতে, একজন প্রাক্তন অর্থনীতির শিক্ষক, আমার এক সময়ের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কথা বলছেন পচনধরা, হাস্যকর রাজনৈতিক নেতাদের মত, কোনরকম ডাটা ছাড়া, ব্যাকগ্রাউন্ড স্ট্যডি ছাড়া..!
আফসোস, তারা এখনও এই দেশের মানুষকে আকাশ কুসুম গল্প শোনায়..!
ভাই, কেউ যদি এই দেশে আজকে কয়েকশত বিলিয়ন ডলারও ইনভেস্ট করে, আগামীকালই ১ লক্ষ লোকের চাকরি হয়ে যাবে না। একটা ম্যানুফেক্চারিং প্লান্ট বানাইতে এক - দের বছরের বেশি সময় লাগে, তার পরে চাকরি হওয়া শুরু হয়। আপনারা দয়া করে নতুন ওবায়দুল কাদের হইয়েন না, এই সব বস্তা পঁচা কথাবার্তা এই দেশের মানুষ শুনতে চায় না..!