পাতা-Leaf

পাতা-Leaf The space is not empty and does not exist—experience resides there..🖤🍁

17/09/2025

এই যুগের নারী নামের মাগীদের সাইকোলজি নিকৃষ্ট।।তাদের সাইকোলজি A-Z রিড করা শেষ।।তাদের চালচলন, আচরণ, নীতি, চিন্তাভাবনা, ডিসিশন এভরিথিং।। এরা বিয়ের আগে প্রেম করে একজনের সাথে কিন্তু অপশন কিংবা অন্তরে রাখে ২,৩ জনরে।প্রেমিকের সাথে সব শেয়ার করে প্রাইভেট পার্সোনাল সব।।এতে করে তার বেহায়াপনায় ভরে যায় প্রেমিকের ফোন।।প্রেমিকের অবস্থা ভালো না থাকলে বিয়ে বসে অন্য কোনো টাকাওয়ালা ছেলের কাছে যাকেও সে অপশন হিসেবেই রাখছিল।।তো বিয়ের পর স্টাটাস দিবে Halal is always beautiful।।আবার বিয়ের পরেও সেই প্রেমিকের সাথে যোগাযোগ করবে যার কাছে তার বেহায়াপনার সকল নথি জমা আছে।।প্রেমিক ইচ্ছা করলেই মাগীকে রাস্তার কুত্তার পায়খানা পর্যন্ত নামিয়ে আনতে পারে।।সেই প্রেমিক যদি এখন খারাপ থাকে তাহলে শুরু হবে পরকিয়া।।পরকিয়ায় ১% ভালোবাসাও নাই এটা মানতে হবে।।বর্তমান নারী নামের মাগীদের জীবন এইটা।।আফসোস লাগে মাঝে মাঝে যে জীবনসঙ্গী হিসেবে প্রকৃত নারী পাওয়া যাবে কিনা যার মধ্যে নারীর বৈশিষ্ট থাকবে সব।।লাইফলেস মানুষ জীবনে থাকলেও যা, না থাকলেও তা।।কারণ তাদের ভালোবাসার দাম ৩০০,৫০০,....১০০০ পর্যন্ত হয়ে থাকে এবং সেটা ঘরের বাহিরেও পাওয়া যায়।

16/09/2025

১৬ সেপ্টেম্বর একই সাথে কষ্টের দিন তবে সেই কষ্ট বেশি দিন স্থায়ী হলো না,পরে গিয়ে সেটি মুক্তির দিনে রুপান্তর হলো।
একদা আমার জীবনেও ছিল এক পার্সোনাল মাগী।।অবশ্য পার্সোনাল মাগী হয় না,পার্সোনাল নারী হয়।।যাইহোক আজকে তাকে খুব মনে পড়ছে এই দিনটির কারণে।। পার্সোনাল মাগী টা মুক্তি নিয়ে যায়নি সে চলে গেছে ধোকা কিংবা ছলনার আশ্রয় নিয়ে।।তবে মুক্তি দিয়ে দিয়েছি।।সে যদি পোস্টটি দেখে থাকে তাহলে জেনে রাখো তোমার প্রতি এখন আর আমার ৫০% ভালোবাসা নেই,কিছুটা থাকতে পারে তবে পুরোটাই ঘৃণায় পরিণত হয়েছে।যার কারণেই তুমি সারাজীবন মনে থাকবা।
।আর একটা কথা - "I miss You"

16/09/2025

সে বারংবার নিজেকে তোমার কাছে লয়্যাল প্রমাণ করতে থাকে — এটি তার চিটিং গোপন রাখার কৌশল ছাড়া আর কিছুই না।

16/09/2025

তোমার আত্মবিশ্বাসহীনতা, অস্থিরতা, অশান্তিতে থাকা, টেনশন সে ভীষণভাবে উপভোগ করে। তোমার এই করুণ দশাই তার শক্তি।

15/09/2025

সাক্ষাৎ অভিনয়ের এক বছর।
সেদিনও ছিল বৃষ্টি আজকেও বৃষ্টি।।
কিন্তু আজকের বৃষ্টিটা খুব ভালো দিনটাও ভালো।

-🖤🍁🌿

14/09/2025

সে তুচ্ছ ব্যাপার নিয়ে বিশাল তর্ক আরম্ভ করে — যতোক্ষণ না আপনি ইমোশনালি হেরে গিয়ে তার কাছে ক্ষমা চান।

12/09/2025

সে আপনার তুচ্ছাতিতুচ্ছ ভুলগুলো মনে রেখে দেয় — এবং এসব ব্যবহার করে মোক্ষম অস্ত্র হিসেবে,, আপনার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তুলে আপনাকে নিয়ন্ত্রণ করে।

12/09/2025

সে অন্যের সাথে ফ্লার্ট করে আপনাকে জানিয়ে — যাতে আপনি জেলাস হয়ে পড়েন, তার প্রতি অনুগত হয়ে যান।

11/09/2025

তার কান্না কষ্টের নয়, স্ট্র‍্যাটেজির — আমার মধ্যে অপরাধবোধ এনে দেওয়ার জন্য।

10/09/2025

তার বাহ্যিক আচরণ ইনোসেন্ট — এটি তার মুখোশ, সে মূলত আপনার ইমোশন কন্ট্রোল করছে বা করতে চায়

Loyalty is very Expensive, ..But everyone is talking about loyalty but they cannot afford it..
06/09/2025

Loyalty is very Expensive, ..
But everyone is talking about loyalty but they cannot afford it..

05/09/2025

এমন এক সময় ছিল তাকে অনেক খারাপী থেকে প্রটেক্ট করার চেষ্টা করছি যেখানে যাওয়াই ছিল তার আনন্দ।।কিন্তু যে নিজেই খারাপ তাকে কি খারাপী থেকে রক্ষা করা যায়।।ভালো মানুষকে খারাপী থেকে প্রটেক্ট করা যায় খারাপকে নয়।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাতা-Leaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share