পাতা-Leaf

পাতা-Leaf The space is not empty and does not exist—experience resides there..🖤🍁

21/06/2025

মাঝে মাঝে লাইফলেস মাদারবোর্ডটা আমাকে হয়তো খুব বেশি মিস করে।।যার কারণে আমি না চাইলেও তার কথা শুধু মনে পড়তেই থাকে।।কিন্তু ইমোশন কে আর খেলতে দেওয়া যাবে না...

16/06/2025

যার চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল প্রতিশ্রুতি
আজ অন্য কোথাও অভিনয় করছে ‘বিশ্বাসের চরিত্র'

10/06/2025

আমার জীবনেও ছিল একজন লাইফলেস মানুষ।। তার সঙ্গে একটা দীর্ঘ সময় আমার জীবন জরিয়ে ছিল।। তবে সে নিজেকে ছাড়িয়ে নিয়েছে তার আলোর জন্য।।লাইফলেস শব্দটার মাঝে অনেক কিছু আছে।।আমার রক্তকে আমি ধন্যবাদ দিতে চাই কেননা আমি না বুঝলেও সে অনেক কিছু বুঝে ফেলে।।যার দরুন একজন আত্মসম্মানবিহীন, মিথ্যুক, থার্ড ক্লাস লাইফলেস মানুষের থেকে মুক্তি পাইছি।।তবে সেটা এত সহজ ছিল না।।সহজ ছিল তার আমার হওয়া বা তাকে আমার করা।।তার জীবনের আলোকে অন্ধকার কর‍তে আমার লাগবে এক মিনিট।।কিন্তু করবো না কারণ তাকে হয়তো ৫০% ভালোবেসে ফেলছিলাম তাই তার ভালো চাই।।এই একটা জিনিসই তাকে আমার পক্ষ থেকে ভালোবাসার পুরস্কার।।আশা করি এর চেয়ে বড় পুরস্কার তুমি আর পাবে না

05/06/2025

একটা জিনিস এখনো বদলানোর সময় পাইলাম না।।ফোনের যেখানে যেখানে লক করা সবখানেই তার নামের প্রথম অক্ষর 😥

29/05/2025

🖤💔

পুরুষ আটকায় যে নারীর মায়ায়, সে নারী আটকায় অন্যজনের ভালোবাসায়।
27/05/2025

পুরুষ আটকায় যে নারীর মায়ায়,
সে নারী আটকায় অন্যজনের ভালোবাসায়।

24/05/2025

"বিচ্ছেদ হবেই—কারণ এখনকার মানুষ ভালোবাসাকে গুরুত্ব দেয় না।ভালোবাসা বোঝার ক্ষমতা কয়েকজনেরই বা আছে। তারা সময়কে মূল্য দেয় না, অনুভূতিকে তো আরো নয়। কদর এখন শুধু রা'গের, ই'গোর, স্বা'র্থের, ফিল্টার মারা চেহারার আর ক্ষণস্থায়ী মোহের। সম্পর্ক টিকিয়ে রাখার ধৈর্য নেই কারও, কারণ ছাড়ার সহজপথে হাঁটতে অভ্যস্ত সবাই।শুধু সহজ পথের প্রস্তুতি।।

নিজের ভেতরের নোংরামি ঠিক করার আগেই, অন্যজনকে বদলানোর আশা রাখে। ভালোবাসার জায়গায় এখন প্রতিযোগিতা চলে—কে বেশি জেদি, কে বেশি নির্দয়। তারা ভুলে গেছে—একটা সম্পর্ক সুন্দর হয় দু’জন মিলে, একজন পালিয়ে বাঁচলে নয়। তাই তো, গড়ার চেয়ে ফেলে দেওয়াটা সহজ লাগে আজকাল।তারা কি পারবে সময়গুলো ফিরিয়ে দিতে? তারা কি পারবে অপেক্ষার দাম দিতে? তারা কি পারবে মস্তিষ্ক ঠিক করে দিতে? তারা কি পারবে ইমোশন ফিরিয়ে দিতে?- পারবে না।। কারণ তাদের আত্মপরিচয় নেই,নিজস্ব সম্মান নেই,সময়ের মূল্য নেই,ইমোশন তো বিক্রি করা হয়,তারা কয়েকজনের মাঝে সুখ খুজে বেড়ায়।"

15/05/2025

পরিস্থিতি কন্ট্রোলে থাকতেও পারে,নাও তাকতে পারে।।কিন্তু ভালোবাসা সবসময় আমাদের কন্ট্রোলে থাকে 💔

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাতা-Leaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share