Runa khan

Runa khan আসসালামু আলাইকুম সবাইকে আমার page welcome. Share and comment. thanks

"স্ট্রং নারীরা– শরীর নয়,  মন খোঁজে"সব পুরুষ নারীর কাছে যেতে চায়,কিন্তু এমন নারী, যাকে বোঝা কঠিন, সামলানো কঠিন তার কাছে ...
24/06/2025

"স্ট্রং নারীরা– শরীর নয়, মন খোঁজে"

সব পুরুষ নারীর কাছে যেতে চায়,
কিন্তু এমন নারী, যাকে বোঝা কঠিন,
সামলানো কঠিন তার কাছে নয়।
স্ট্রং নারীরা সবার জন্য নয়।
এদের ভালোবাসতে হলে —মনের সাথে সাহস আর শ্রদ্ধা লাগবে।

অধিকাংশ পুরুষ এমন মেয়ে পছন্দ করে, যাদের হাসি মিষ্টি, কথা কোমল।
যাদের সঙ্গে সময় কাটানো সহজ, যাদের চোখে আহ্লাদ থাকে।
তারা চায় সস্তা ভালোবাসা—এক রাতের ঘোর, সকালে ভুলে যাওয়ার মতো।

কিন্তু একজন স্ট্রং নারী?
সে তেমন নয়।

সে প্রথমে হয়তো তিতা লাগে—যেমন ব্ল্যাক কফি।
কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে, আর কিছু ভালো লাগে না।
তার ভালোবাসায় আগুন আছে, গভীরতা আছে।
তাকে চাইলে শুধু “চাই” বললে হয় না।
তাকে পেতে হলে তোমাকে প্রমাণ করতে হবে—তুমি তাকে বোঝার মতো মানুষ।

তার শরীর যতটা আকর্ষণীয়, তার মন বুঝতে পারা ততটাই কঠিন।
সে জানে কখন শরীর দিতে হয়, আর কখন নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়।
সে বিছানায় শুধু উত্তাপ চায় না, সে নিরাপত্তা চায়, শ্রদ্ধা চায়, ভালোবাসার সত্যিকারের ছোঁয়া চায়।

তাকে ছুঁতে হলে আগে মন ছুঁতে হয়।
তাকে পোশাক খুলে দিলে সে পুরো উন্মুক্ত হয় না—
তাকে সত্যিকারে উন্মুক্ত হতে হলে তোমাকে তার আস্থার জায়গায় পৌঁছাতে হবে।

সে জানে শরীর দিয়ে কীভাবে মানুষ ধরে রাখতে হয়,
কিন্তু সে চায় এমন একজন, যে তাকে শুধু ‘চায়’ বলেই না,
তার কাঁধে হাত রেখে বলবে—"তুমি আমার নিজের মতোই গুরুত্বপূর্ণ।"

সে হতে পারে আগুনের মতো—
যদি তুমি সাহস রাখো, সে তোমাকে পুড়িয়ে ফেলবে না, উষ্ণতা দেবে।

স্ট্রং নারী সহজে ধরা দেয় না।
তাকে পেতে হলে নিজের মধ্যে গভীরতা আনতে হয়।
তাকে শুধু বিছানায় চাওয়া মানে তাকে ছোট করে দেখা।
কারণ সে এমন নারী—যে বিছানায় সঙ্গী, আবার জীবনেও যুদ্ধসাথী।

স্ট্রং নারীকে ভালোবাসা মানে শুধু শরীর না।
তার সঙ্গে থাকতে হলে, তার আবেগ বোঝা শিখতে হবে।
সে এমন একজন—যে একবার তোমার হলে, সব দিয়ে দেয়।
শুধু শরীর না—মন, বিশ্বাস, সময়, আর জীবন।

তাকে পেতে হলে, আগে নিজের মানসিকতা বড় করতে হয়।
কারণ সে সবাইকে ভালোবাসে না।
সে শুধু তাকেই ভালোবাসে—
যে তার তিতা স্বাদ মেনে নিয়ে ধীরে ধীরে তার গভীরতাকে উপভোগ করতে পারে।

ঈদ মুবারক😍 🌙✨সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, শান...
08/06/2025

ঈদ মুবারক😍 🌙✨সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, শান্তি আর সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক চারদিকে। 💛💍

21/04/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Md Shohle, Angle Laily, Tasnim Sultana, Mehedi Hasan, Afzal Karim, Nazmul Shahin, Md Mahabubur Rahman

09/04/2025

08/04/2025
08/04/2025
25/02/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Runa khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share