28/01/2024
২৪ জুন ২০২৩ সালে হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে অনেক সংগঠনের সাথেইতো কাজ করেছি ও করছি,পাশাপাশি নিজে নিজে আরও নতুন কিছু করা যায় কিনা ভেবে Fortify It পেজটি খুলি এবং যেই ভাবনা সেই অনুযায়ী কাজ শুরু করে দেই অল্প অল্প করে।শুরু করি সাইবার হয়রানির শিকার ভুক্তভোগীদের সহযোগিতা করা।যার মাধ্যমে দেশের গণ্ডী পেরিয়ে ভারত,ফিলিপাইনসহ আরও বেশ কিছু দেশের নাগরিকদের সেবা দিয়েছি।
এগুলো গতবছর ও এই বছরের সাইবার হয়রানির শিকার ভুক্তভোগীদের সেবা দেয়ার কিছু চিত্র।বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি সুদুর ফিলিপাইন ও ভারতীয় নাগরিকরাও সেবা নিয়েছেন।। এখানে ৮টি কেইসের চিত্র তুলে ধরেছি।এর মধ্যে উল্লেখযোগ্য ১ টি ছিলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ন্যুড ছবি বানিয়ে ভাইরাল করে দেয়া এবং বাকি ২ টি ছিলো পর্নোগ্রাফি ওয়েবসাইটে ভুক্তভোগীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়া এবং সেগুলো আমরা উক্ত ওয়েবসাইট গুলো থেকে ডিলিট করতে সক্ষম হই।এছাড়াও অভ্যন্তরীণ ভাবে অনেক সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতেও সহযোগিতা প্রদান করা হয়।
On June 24, 2023, I suddenly decided that I have been working with many organizations and I am also doing something new myself. To cooperate. Through which I have served the citizens of several other countries including India, Philippines across the borders of the country.
These are some pictures of the services provided to victims of cyber harassment last year and this year. Apart from Bangladeshi citizens, citizens from as far away as the Philippines and India have also received services. Here are the pictures of 8 cases. Among them, 1 was the use of artificial intelligence technology to make n**e pictures viral and the other 2 were the distribution of offensive videos of the victims on po*******hy websites and we were able to delete them from the said websites. Also internal It also helps bring many cyber criminals to justice.
Rakibul Hasan
Founder Of Fortify IT