21/07/2022
আপনার আদর অন্য পুরুষদের থেকে আলাদা জানতাম কেন জানেন?
কারণ আপনি আদর শেষে, বৈজ্ঞানিক অজুহাত দিয়ে মুখ ফিরিয়ে নেন না;
বরং নাকের ডগায় ঠোঁট ছুঁইয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিতেন।
আপনাকে মনে রাখার কারণ আপনার দেওয়া কষ্টদের অতিরিক্ততা নয়
বরং আমার প্রতিটা কান্নাবিন্দুর মাথাপিছু আপনি একটা করে "স্যরি" জরিমানা দিয়েছেন তাই।
আপনাকে যে আহামরি কিছু দেখতে, এমনটা মোটেও নয়
আপনার চেয়ে ঢের সুদর্শন ছেলেপিলে আমাকে পেতে চায় রোজ।
তারপরও আপনার মতো প্রেমে সমানাধিকারের দাবি করা সুপুরুষ এ চত্ত্বরে আর একটাও চোখে পড়েনি।
ভুলে যেতে তো হবেই, যদি পুরোপুরি ভালো থাকতে হয়...
তবু কখনো যদি কোনো নারী সুখের কবিতা খুঁজতে খুঁজতে আমার দরজার সামনে আসেন!
আমি আপনার-আমার ছোটো গল্পটা আপনার হাতে তুলে দেবো।
আপনার মতো কিছু পুরুষমানুষ ভুল করে প্রেমিকদের স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে,
যার ফলে সাধারণ বেটাছেলেরা যতোই চেষ্টা করুক প্রেমিকারা আপনাকেই খোঁজে, এবং
স্বাভাবিক প্রেমগুলো এক্সপেক্টেশন পুরো না করতে পেরে ভেঙে যায়।
আমাদেরটাও যে টিকে আছে, তেমনটা নয়
তবু আমি গর্ব করে বলতে তো পারবো—
আমার বেদুইনের একটা স্ট্যান্ডার্ড ছিল,
আমাদের প্রেমটা সিনেমা হতে পারতো
আমি প্রেমে বেশ কয়েকদিন ভালো ছিলাম,
খুব ভালো ছিলাম।।
পৃথিবীর নিয়ম গুলো অদ্ভুত সুন্দর, আজ আপনার সাথে যা হচ্ছে কাল হয়তো আরও ভয়াবহতা কারণ হবে তার সাথে, এটাই নিয়ম,
মানুষ বহুরূপী, এ-ই বহুরূপী মানুষ আছে বলেই আজ পৃথিবী টা সুন্দর.
মনে রাখবেন আজকে কেউ আপনার ক্ষতি করছে,কাল অনায়াসে তার ক্ষতি হয়ে যাবে,আপনি চাইবেন না এতবড় ক্ষতি টা তার হোক,
ঈশ্বর কখনো কাউকে ছাড় দেয়না, আপনি না চাইতেও তার ক্ষতি হয়ে যাবে.
তখন কিন্তু আপনার বড্ড কষ্ট হবে, ইসস মানুষ টার সাথে কেন এমন হলো.নাহলেও পারতো, আমি তো তাকে অভিশাপ দেয়নি, তবুও এমন টা হলো,
ঐ যে বল্লাম ঈশ্বর কাউকে কখনো ছাড় দেয়না,তা আজ হোক কাল হোক সে শাস্তি পাবেই,
নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার, আপনার জীবন আপনার মতো করে গুছিয়ে নিন,
আপনার গুছানো জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, ভেঙ্গে চুরমার হওয়ার সম্ভবনা হবে,তবুও হাল ছাড়বেন না,
নিজেকে গুটিয়ে সুন্দর জীবন তৈরি করুন,
পৃথিবী টা যেমন সুন্দর তেমন সুন্দর মনে মানুষও আছে,
নিয়ম কখনো নিয়মের বাহিরে যায় না, বৃত্তের মাঝে ঘটনা গুলো যে আপনার সাথে হচ্ছে, আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে,এর থেকে দিগুণ ঘটনা তার সাথে ঘটবে..
তখন আপনার কষ্টও হবে হাসিও পাবে.কষ্টের মাঝেও আপনি অট্টহাসি হাসবেন,
আর বলবেন এটাই নিয়ম ঈশ্বরের।।
আমার মা বলে...
কেউ তোমার ক্ষতি করলে প্রতিশোধ নিও না,ছেড়ে দেও তাকে তার মতো করে,আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো,ধর্য্য ধরো,
যা বলার ঈশ্বরের কাছে বলে দেও,তোমার প্রার্থনা অবশ্যই ঈশ্বর শুনবে.!!