Pinky Islam

Pinky Islam Model Content creator

20/05/2024

🌸

18/05/2024

সুদিন তুমি কবে আসবে🌸

মানুষ হচ্ছে মেঘের মতো! তারা আসবে, আবার তারা যাবে। আপনাকে থাকতে হবে আকাশের মতো 'শান্ত এবং স্থির'।
03/05/2024

মানুষ হচ্ছে মেঘের মতো! তারা আসবে, আবার তারা যাবে। আপনাকে থাকতে হবে আকাশের মতো 'শান্ত এবং স্থির'।

The most painful thing is losing yourself in the process of loving someone too much, and forgetting that you are special...
26/08/2022

The most painful thing is losing yourself in the process of loving someone too much, and forgetting that you are special too....🖤🍀

🖤
12/08/2022

🖤

আমায় রেখ মনেতোমার চোখে,ঠোঁটে,বুকে সবখানেআমায় ভুল নাকো তুমিআমি চেয়েছি তোমারও পানে।
08/08/2022

আমায় রেখ মনে
তোমার চোখে,ঠোঁটে,বুকে সবখানে
আমায় ভুল নাকো তুমি
আমি চেয়েছি তোমারও পানে।

একটা এমন মানুষ থাকুক, সময় বদলাক; বছর চলে যাক। কিন্তু মানুষটা সেই নতুনের মতোই থাকুক।🌻  🖋
03/08/2022

একটা এমন মানুষ থাকুক, সময় বদলাক; বছর চলে যাক। কিন্তু মানুষটা সেই নতুনের মতোই থাকুক।🌻

🖋

হাসি আর বয়সের সাথে কড়া একটা সম্পর্ক আছে,,বয়সের সাথে সাথে হাসিও বিলুপ্ত হতে থাকে
31/07/2022

হাসি আর বয়সের সাথে
কড়া একটা সম্পর্ক আছে,,

বয়সের সাথে সাথে
হাসিও বিলুপ্ত হতে থাকে

এই বৃষ্টি ভেজা দিনে চলে যেও না...!
27/07/2022

এই বৃষ্টি ভেজা দিনে চলে যেও না...!

আপনার আদর অন্য পুরুষদের থেকে আলাদা জানতাম কেন জানেন? কারণ আপনি আদর শেষে, বৈজ্ঞানিক অজুহাত দিয়ে মুখ ফিরিয়ে নেন না;বরং না...
21/07/2022

আপনার আদর অন্য পুরুষদের থেকে আলাদা জানতাম কেন জানেন?
কারণ আপনি আদর শেষে, বৈজ্ঞানিক অজুহাত দিয়ে মুখ ফিরিয়ে নেন না;
বরং নাকের ডগায় ঠোঁট ছুঁইয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিতেন।
আপনাকে মনে রাখার কারণ আপনার দেওয়া কষ্টদের অতিরিক্ততা নয়
বরং আমার প্রতিটা কান্নাবিন্দুর মাথাপিছু আপনি একটা করে "স্যরি" জরিমানা দিয়েছেন তাই।
আপনাকে যে আহামরি কিছু দেখতে, এমনটা মোটেও নয়
আপনার চেয়ে ঢের সুদর্শন ছেলেপিলে আমাকে পেতে চায় রোজ।
তারপরও আপনার মতো প্রেমে সমানাধিকারের দাবি করা সুপুরুষ এ চত্ত্বরে আর একটাও চোখে পড়েনি।

ভুলে যেতে তো হবেই, যদি পুরোপুরি ভালো থাকতে হয়...

তবু কখনো যদি কোনো নারী সুখের কবিতা খুঁজতে খুঁজতে আমার দরজার সামনে আসেন!
আমি আপনার-আমার ছোটো গল্পটা আপনার হাতে তুলে দেবো।
আপনার মতো কিছু পুরুষমানুষ ভুল করে প্রেমিকদের স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে,
যার ফলে সাধারণ বেটাছেলেরা যতোই চেষ্টা করুক প্রেমিকারা আপনাকেই খোঁজে, এবং
স্বাভাবিক প্রেমগুলো এক্সপেক্টেশন পুরো না করতে পেরে ভেঙে যায়।
আমাদেরটাও যে টিকে আছে, তেমনটা নয়
তবু আমি গর্ব করে বলতে তো পারবো—
আমার বেদুইনের একটা স্ট্যান্ডার্ড ছিল,
আমাদের প্রেমটা সিনেমা হতে পারতো
আমি প্রেমে বেশ কয়েকদিন ভালো ছিলাম,
খুব ভালো ছিলাম।।

পৃথিবীর নিয়ম গুলো অদ্ভুত সুন্দর, আজ আপনার সাথে যা হচ্ছে কাল হয়তো আরও ভয়াবহতা কারণ হবে তার সাথে, এটাই নিয়ম,
মানুষ বহুরূপী, এ-ই বহুরূপী মানুষ আছে বলেই আজ পৃথিবী টা সুন্দর.
মনে রাখবেন আজকে কেউ আপনার ক্ষতি করছে,কাল অনায়াসে তার ক্ষতি হয়ে যাবে,আপনি চাইবেন না এতবড় ক্ষতি টা তার হোক,
ঈশ্বর কখনো কাউকে ছাড় দেয়না, আপনি না চাইতেও তার ক্ষতি হয়ে যাবে.
তখন কিন্তু আপনার বড্ড কষ্ট হবে, ইসস মানুষ টার সাথে কেন এমন হলো.নাহলেও পারতো, আমি তো তাকে অভিশাপ দেয়নি, তবুও এমন টা হলো,
ঐ যে বল্লাম ঈশ্বর কাউকে কখনো ছাড় দেয়না,তা আজ হোক কাল হোক সে শাস্তি পাবেই,

নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার, আপনার জীবন আপনার মতো করে গুছিয়ে নিন,
আপনার গুছানো জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, ভেঙ্গে চুরমার হওয়ার সম্ভবনা হবে,তবুও হাল ছাড়বেন না,
নিজেকে গুটিয়ে সুন্দর জীবন তৈরি করুন,
পৃথিবী টা যেমন সুন্দর তেমন সুন্দর মনে মানুষও আছে,
নিয়ম কখনো নিয়মের বাহিরে যায় না, বৃত্তের মাঝে ঘটনা গুলো যে আপনার সাথে হচ্ছে, আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে,এর থেকে দিগুণ ঘটনা তার সাথে ঘটবে..
তখন আপনার কষ্টও হবে হাসিও পাবে.কষ্টের মাঝেও আপনি অট্টহাসি হাসবেন,
আর বলবেন এটাই নিয়ম ঈশ্বরের।।

আমার মা বলে...
কেউ তোমার ক্ষতি করলে প্রতিশোধ নিও না,ছেড়ে দেও তাকে তার মতো করে,আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো,ধর্য্য ধরো,
যা বলার ঈশ্বরের কাছে বলে দেও,তোমার প্রার্থনা অবশ্যই ঈশ্বর শুনবে.!!

আপনি আমি মিলে আমরা হয়ে উঠতে চায়। 🫠
07/07/2022

আপনি আমি মিলে আমরা হয়ে উঠতে চায়। 🫠

Address

Dhaka

Telephone

+8801972228373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinky Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share