
10/02/2025
বড়ই একটি অত্যন্ত পরিচিত ফল। এর পাতা গা dark সবুজ এবং বেশ বড় হয়। বড়ই গাছ সাধারণত উঁচু হয় এবং এর ডালপালা ছড়িয়ে থাকে চারপাশে। বড়ই পাতা অনেক উপকারি, বিশেষত ঔষধি গুণের জন্য। বড়ই পাতার রস খেলে পেটের সমস্যা অনেকটাই উপশম হয়, আর এর পাতা শুকিয়ে তা চুলে ব্যবহার করলে চুলের বৃদ্ধি হতে সাহায্য করে।