INSAF TIMES

INSAF TIMES For Sponsor -
[email protected]
(1)

12/07/2025

বিএনপি মরেনি, ওরা নিজেই নিজের জানাজা পড়ে ফেলেছে!!

11/07/2025
10/07/2025

জমিয়তের জি*হাদে ইসলাম কই?
জি*হাদ বলতে শুধু কি যুদ্ধ বোঝায়?

10/07/2025

এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা জিপিএ-৫ এর আলোচনায় কখনোই যাবো না। পরিশ্রম করে মেধার বিকাশ ঘটিয়েছো এটাই তোমার সাফল্য। আর, যারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছো, তোমাদের জন্য অন্তস্থল থেকে দু'য়া। ইনশাআল্লাহ তোমরা নিজেদের দুর্বলতা খুঁজে বের করবে এবং ভবিষ্যতে ভালো করবে। এই সুন্দর দুনিয়া, উজ্জ্বল আগামীকে তছনছ করে দিয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ো না। আগামীতে তোমরাই হাল ধরবে এদেশের। ইনশাআল্লাহ।

07/07/2025

জামাত-চরমোনাইয়ের ধাক্কা- বিএনপির ঘরে চতুর্মুখী অস্থিরতা!!

06/07/2025

প্রচলিত নির্বাচন ব্যবস্থার ফাঁকফোকর! বিকল্প হতে পারে PR System? 🤔

#জাতীয়_নির্বাচন

04/07/2025

জমিয়ত নিয়ে আলাপে, জমিয়তের অনেকেই নিজস্ব আদর্শ প্রচার করেছেন কমেন্ট বক্সে। জাতীয়তাবাদের মতো কুফরি শক্তির সাথে আপনাদের নেতাগণ ঐক্য প্রচেষ্টার চেষ্টা করছেন। অথচ, সময় এখন ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। তা-না করে ১০/১২ টা মাইকের সামনে অন্য সকলকে প্রতিহত করার কথা ভাবছেন। এ কেমন আদর্শ?
আর, পিআর সিস্টেম নিয়ে যেসব কথা বলছেন। নিশ্চিতভাবেই বলতে পারি যে, বক্তৃতা শুনে জাস্ট নেতার পটুকথা কপি করেছেন। এ-র বাইরে দুই পাতা ঘেঁটে দেখেছেন বলে মনে হচ্ছে না। পড়াশোনা করলে অন্তত কমেন্টের ধরণ ভিন্ন হতো।
যাইহোক, গালাগাল করেন Don't Care for this শুধরাইতে চাইছিলাম। সেইখানেও গাইলাইতেছেন, গাইলান আরো।
শুভ রাত্রি, PR System নিয়ে শীঘ্রই আলাপে আসতেছি ইনশাআল্লাহ। আশা করি, ওই আলাপের পর বুঝতে পারবেন PR এর সুবিধা অসুবিধা।

04/07/2025

জমিয়তের নাটকের শেষ কোথায় গিয়ে ঠেকবে? 🤔

#জমিয়ত #ইসলামী_ঐক্য

16/06/2025

কতগুলো দেশের গল্প একসাথে!

14/06/2025

মিশরের গ্রামে একদিন!

04/06/2025

আগামীকাল আরাফার দিন
রাসূলুল্লাহ ﷺ আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে বলেছেন- “আমি আল্লাহর কাছে আশাবাদী, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।” — সহীহ মুসলিম, হাদীস নং ১১৬২

02/06/2025

ভাবছেন কিছুদিন পরে? কিন্তু, এরমাঝেই যে দ্বিতীয় ব্যক্তি নিজের মার্কেট ভ্যালু বাড়িয়ে ফেলছে! আর আপনি পড়ে যাচ্ছেন এক স্টেপ পেছনে।
প্রফেশনাল ভিডিও এডিটর কেউই আপনাকে বানিয়ে দিবে না। প্রফেশনাল হওয়ার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই।
কিন্তু, প্র্যাকটিস করার জন্য তো ব্যাসিকটা শিখতে হবে! StuDio InSaf নিয়ে এসেছে সেই সুযোগ।
স্টুডিও ইনসাফ থেকে ভিডিও এডিটিংয়ের একেবারে সকল ব্যাসিক (খুটিনাটি) শিখে আপনিও হয়ে যেতে পারেন প্রফেশনাল ভিডিও এডিটর।
এনরোল করতে নক দিন Insaf এর ইনবক্সে। অথবা কল করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when INSAF TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to INSAF TIMES:

Share