06/05/2025
টাকার পাহাড় 💞💞💞💞
সবাই চায় বড়লোক হতে,
কিন্তু কয়জন চায় সত্যবাদী হতে?
আজকাল মানুষ টাকার ওজন বোঝে,
কিন্তু চরিত্রের মূল্য বোঝে না।
একটা সময় আসবে,
যখন টাকা থাকলেও মানুষ পাশে থাকবে না,
তখনই বুঝবে,
যে বড়লোক হওয়ার চেয়ে বড় মানুষ হওয়া জরুরি ছিল।
সুন্দর মুখ একদিন বুড়িয়ে যায়,
গাড়ি-বাড়িও পুরনো হয়,
কিন্তু একটুকু সততা—
চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে।
তাই আসুন, আগে মানুষ হই।
বড়লোক তো অনেকেই হয়,
কিন্তু বড় মানুষ— খুব কম।💞💞💞💞