MT Daily Life

MT Daily Life আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ
(7)

মা বাচ্চাকে শাসন করলে বাবার ভূমিকা হওয়া উচিত সহযোগী ও ভারসাম্যপূর্ণ। মায়ের শাসনকে সমর্থন করা, তবে প্রয়োজনে নরম সুরে বুঝি...
25/06/2025

মা বাচ্চাকে শাসন করলে বাবার ভূমিকা হওয়া উচিত সহযোগী ও ভারসাম্যপূর্ণ। মায়ের শাসনকে সমর্থন করা, তবে প্রয়োজনে নরম সুরে বুঝিয়ে বলা এবং শিশুর ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া বাবার দায়িত্ব। এছাড়াও, বাবার উচিত শিশুর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাকে বোঝানো যে শাসন ভালোবাসার বহিঃপ্রকাশ।
এখানে কিছু বিষয় তুলে ধরা হলো:
সমর্থন ও সহযোগিতা:
মা যখন সন্তানকে শাসন করছেন, তখন বাবার উচিত মায়ের পাশে থাকা এবং তাকে সমর্থন করা। এতে করে সন্তানের কাছে স্পষ্ট হবে যে, শাসন করাটা পরিবারের সকলের সিদ্ধান্ত এবং এটি সন্তানের ভালোর জন্যই করা হচ্ছে।
নরম সুরে বুঝিয়ে বলা:
শাসন করার পর বাবা শিশুর কাছে এসে নরম সুরে বুঝিয়ে বলতে পারেন যে, কেন তাকে শাসন করা হয়েছে এবং ভবিষ্যতে একই কাজ করা উচিত নয়। এক্ষেত্রে, শিশুর বয়স ও পরিস্থিতি অনুযায়ী বুঝিয়ে বলা গুরুত্বপূর্ণ।
শিশুকে ভালোবাসার অনুভূতি দেওয়া:
শাসন করার পরেও, বাবাকে নিশ্চিত করতে হবে যে, সন্তান ভালোবাসার অনুভূতি থেকে বঞ্চিত না হয়। তাকে জড়িয়ে ধরা, আদর করা এবং বোঝানো যে, শাসন করা সত্ত্বেও বাবা-মা দুজনেই তাকে ভালোবাসেন।
শিশুর ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া:
শাসন করার পর, বাবার উচিত শিশুর ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া। তাকে বোঝানো যে, ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কাজ করা উচিত।
শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা:
বাবা-মায়ের উচিত সবসময় শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এতে করে, শিশু যেকোনো সমস্যায় বাবা-মায়ের সাথে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।
মোটকথা, মা যখন সন্তানকে শাসন করেন, তখন বাবার ভূমিকা হওয়া উচিত সহযোগী, সহানুভূতিশীল এবং ভারসাম্যপূর্ণ। বাবার উচিত শিশুর ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া এবং তাকে ভালোবাসার অনুভূতি দেওয়া।
মা শাসন করলে বাবা সন্তানকে বুঝাবে আর বাবা শাসন করলে মা বুঝাবে এটাই হওয়া উচিত।

আবার বাচ্চার সকল জিদ, চাওয়া,দুষ্টুমি,খেলাধুলা ইত্যাদি একটা মাকেই সহ্য করতে গিয়ে মায়ের মেজাজ খিটখিটে হলে তাতেও আবার মাকে শুনতে হয় তুমি অসুস্থ।

আমি নিজেকে অনেক দামীও ভাবীনা আবার নিজেকে সস্তাও বানাই না।
23/06/2025

আমি নিজেকে অনেক দামীও ভাবীনা আবার নিজেকে সস্তাও বানাই না।

11/02/2025

আসসালামু আলাইকুম

বর বলেছে পানি গরম করে ফ্রিজে রেখে দিও সন্ধ্যায় অফিস থেকে এসে গোসল করব।এখন আমি কি তাইই করব?
25/01/2025

বর বলেছে পানি গরম করে ফ্রিজে রেখে দিও সন্ধ্যায় অফিস থেকে এসে গোসল করব।এখন আমি কি তাইই করব?

12/01/2025

শুভ সকাল,আলহামদুলিল্লাহ, দিন টা সবার জন্য শুভ হোক।

"আমি বাজেট করে, চিন্তা ভাবনা করে খরচ করি".... কমন ডায়লগ এটা শুধু অন্যের বেলায় নিজের বেলায় ভুলে যাই 😁😁😁
08/01/2025

"আমি বাজেট করে, চিন্তা ভাবনা করে খরচ করি".... কমন ডায়লগ এটা শুধু অন্যের বেলায় নিজের বেলায় ভুলে যাই 😁😁😁

যেই বয়সে কাজ বেশি সেই বয়সে ঘুমও বেশি, আর যেই বয়সে কাজ নাই দেখবেন ঘুমও নাই।
04/01/2025

যেই বয়সে কাজ বেশি সেই বয়সে ঘুমও বেশি, আর যেই বয়সে কাজ নাই দেখবেন ঘুমও নাই।

03/01/2025

হাড় কাপানো শীত পরেছে খাবেন আর লেপের ভিতরেই থাকবেন।।

সস্তায় লুকটা চেঞ্জ করা যায় কিন্তু কোয়ালিটি নয়
31/12/2024

সস্তায় লুকটা চেঞ্জ করা যায় কিন্তু কোয়ালিটি নয়

আল্লাহর কাছে ধনী গরীবের মধ্যে কোন পার্থক্য নাই । পার্থক্য কারা করে বলেন?
30/12/2024

আল্লাহর কাছে ধনী গরীবের মধ্যে কোন পার্থক্য নাই । পার্থক্য কারা করে বলেন?

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when MT Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category