Mr. am

Mr. am Your objective is to reach your goal !

চান্দা আনলে পুরুষ্কারধরা পড়লে বহিষ্কার!বলতে হবে দলের নাম!
12/07/2025

চান্দা আনলে পুরুষ্কার
ধরা পড়লে বহিষ্কার!

বলতে হবে দলের নাম!

টাকা'রে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে! 🙂
30/06/2025

টাকা'রে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে! 🙂

যাকে চাও, তাকে আঁকড়ে ধরো সমস্ত আবেগে!❤️
22/06/2025

যাকে চাও, তাকে আঁকড়ে ধরো সমস্ত আবেগে!❤️

10/06/2025

এই যে আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, হুটহাট মন খারাপে কোনোকিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন বিশ্রী লাগছে, তবুও তোমায় বলতে ইচ্ছে করছে না। সবকিছু কেন শুধু আমাকেই বুঝিয়ে দিতে হবে?

কাউকে সত্যি ভালোবাসলে তার মনের হাহাকার বোঝা যায়। অনুমান করা যায়, তার মন খারাপ। তার হুট করে নীরব হয়ে যাওয়ায় অভিমানের গন্ধ নাকে আসে। কিন্তু কই? এই যে আমি নীরবতায় কেমন হতাশায় মুখ থুবড়ে পড়ে আছি, তুমি রেখেছো সে খবর? রাখোনি।

তোমাকে আর কোনোকিছুই বলতে ইচ্ছে করে না।
আমার এই একাকিত্ব, কোনোকিছুই ভালো না লাগা, প্রচন্ড মন খারাপে নিজেকেই অসহ্য লাগা, অসহায়ত্ব অনুভূতি, কোনোকিছুই বলতে ইচ্ছে করে না তোমায়।

তুমি দিব্যি থাকার পরেও আমার একা লাগে, ভালোবাসো তবুও নিজেকে নিঃস্ব মনে হয়, তাতে তোমার আফসোস হয় না? নিজের কাছে নিজেকে ছোট লাগে না?

আমি ক্লান্ত, তোমার চাইতেও ক্লান্ত!
কত মন খারাপ গিলে ফেলি মূহুর্তে, কত কথা থেমে যায় বুকে এসে, তবুও তোমায় বলতে ইচ্ছে করে না।

ভালোবাসলে কিছুই বলতে হয় না।
সব বোঝা যায়, আচরণে–ব্যবহারে, গুরুত্বে। আমি তো নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো নিজেকে গুটিয়ে রাখি, অথচ তুমি ভালোবেসেও মনের খবর রাখো না!

10/06/2025

তোমার কাছে খুব বেশি কিছু চাইনি কোনোদিন। তুমি জানো৷ তোমার কাছে একটু সময় চেয়েছি৷ কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে, আমি যে বলতে চাই৷ আমি চেয়েছি, তুমি ভালোবেসে আমাকে আগলে রাখো। আমি আদরের কাঙাল। আমায় আদর দিয়ে সব দুঃখবোধ ভুলিয়ে রাখো।

তোমার কাছে আর কী চেয়েছি, সময়, যত্ন আর ভালোবাসা ছাড়া? তোমার ভালোবাসা, আদর পেলেই আমিও ভালো থাকতে পারি৷ ছোট্ট এ জীবনে একটু ভালো থাকতে কে না চায়?

আমার যে একাকিত্বে ভীষণ ভয়!
তুমি কথা না বললে, সময় না দিলে, ভালো না বাসলে নিঃসঙ্গতা গিলে খায় আমায়! আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে।

আমার প্রচুর কথা বলতে ইচ্ছে করে, সারাক্ষণ না হলেও অন্তত ভীষণ মন খারাপের সময়। প্রচন্ড হতাশায় আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে৷ বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে ইচ্ছে হয়৷ অভিমানে নিশ্চুপ নীরবতায় আমার আরও ভীষণ প্রেম প্রেম পায়। কী এমন চেয়েছি তোমার কাছে, ভালোবাসা ছাড়া?

এইসব রাতের নির্জনতার আড়ালে তোমাকে সঁপে দিতে উদ্ধত হয়েছি নিজেকে। তুমি তো অবহেলায়, অনাদরে, অনাগ্রহে ফেলে রেখেছো৷ আমার কী তাতে কষ্ট হয় না, বলো? ভীষণ কষ্ট হয় আমার!

আমার যে সময় চাই, মন খারাপের রাতে তোমার সাথে গল্প করতে চাই৷ প্রচন্ড হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকা রাতে, তোমার আদর চাই৷ তোমার ভালোবাসা পেয়ে ভুলে যেতে চাই জীবনের সব দুঃখবোধ। এইটুকুই কি আহামরি খুব বেশি চাওয়া? বলো...

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

10/06/2025

কিছু মানুষের সাথে পরিচয় হওয়া টাই ছিলো জীবনের সবচেয়ে বড় ভুল।😊🖤

10/06/2025

মেয়ে মানুষ যে কতোটা সহজে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে 😅 যা আপনি কল্পনা ও করতে পারেন নাহ😅

03/11/2023

সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে,
তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন?

কালো রং যদি এতোই কুৎসিত হয়,
তবে কালো চুলের মায়ায় কেন পড়ো?

মুখের দাগগুলোকে যদি তোমার জন্যে লুকোতে হয়,
তবে চোখের নিচের তিলটাকে ভালো কেন বাসো?

ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতোটাই ভালো লাগে,
তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ কেন হও?

সাজগোজে যদি ভালো না লাগে,
তবে কপালের টিপ আর চোখের কাজল কেন ভালো লাগে?

চঞ্চলতা যদি ভালো লাগে,
তবে ভদ্রতা কেন খোঁজ করো?

বেসামাল ভালোবাসা যদি চাও,
পরিশেষে বেহায়া কেন বলো?

চিরন্তন সত্য !
01/11/2023

চিরন্তন সত্য !

31/10/2023

Uss chacha uss! 🙂

29/10/2023

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে.. ভালো থাকুক ভালো মনের মানুষগুলো! ❤️

29/10/2023

খাদ্যের অভাবে কেউ ম*রে না, মানুষ ম*রে, "মনের আনন্দের অভাবে!"🙂💔

Address

Fulbaria

Telephone

+8801712951003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. am posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. am:

Share

Category