It’s rakib

It’s rakib alhamdulillah for everything ❤️‍🩹✨

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে ন...
29/10/2025

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,

"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।

বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানেননা যে একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,

আর স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।

বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভাল কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে।

উল্লেখ্য, জ্যাক মা'র নিজের জীবনই এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। একজন সাধারণ স্কুলশিক্ষক থেকে আজ তিনি বিশ্বের অন্যতম উদ্যোক্তা, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। পুরোপুরি নিজের প্রচেষ্টায় আলিবাবার মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তাদের একজন হয়েছেন।

পোস্টটি ভালো লাগলে,

এরকম পোস্ট আরো পেতে ফলো দিয়ে পাশে থাকুন।

21/09/2025
🤣
06/09/2025

🤣

আজকে সকালে কেক কিনেছিলাম স্মোকি ফ্লেভার কেক🚬  বাজারে নতুন এসেছে 😋
06/09/2025

আজকে সকালে কেক কিনেছিলাম স্মোকি ফ্লেভার কেক🚬 বাজারে নতুন এসেছে 😋

বাসার গ্যারেজে বেকারীওয়ালাদের ভাড়া দিছি।পরিচিত।প্রচুর কেক পাউরুটি বানায়। আমার মেয়ের বয়স প্রায় ৩. তো একটু আগে আমার মেয়েকে...
02/08/2025

বাসার গ্যারেজে বেকারীওয়ালাদের ভাড়া দিছি।পরিচিত।প্রচুর কেক পাউরুটি বানায়।

আমার মেয়ের বয়স প্রায় ৩. তো একটু আগে আমার মেয়েকে নিয়ে হাটতে বের হইছিলাম। ও আগেই গিয়ে দাঁড়ায়া আছে।

বেকারীর ভাই ওকে বলছে "বাবু তোমার নাম কি বলো,তাইলে একটা কেক দেব। ও নাম বলছে আর কেক দিছে। ওটা খেয়ে শেষ করে গিয়ে বলতেছে "আমার নাম তাকওয়া,আরেকটা কেক দেন"😐

এখানে ৫ মিনিটের জন্য গেলে কি করবেন? 🙂
01/08/2025

এখানে ৫ মিনিটের জন্য গেলে কি করবেন? 🙂

Address

Fulbaria

Telephone

+8801796492089

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share