Viral vai- ভাইরাল ভাই

Viral vai- ভাইরাল ভাই ভাইরাল সব নিউজ পেতে আমাদের সাথে থাকুন সাথে থাকার জন্য ধন্যবাদ

ছবিতে যে লম্বা সাপের মত প্রাণীটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে 'স্নেক ইল'। একটা 'গ্রেট ব্লু হীরন' জীবিত অবস্থায় একে গিলে ফেল...
27/05/2025

ছবিতে যে লম্বা সাপের মত প্রাণীটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে 'স্নেক ইল'। একটা 'গ্রেট ব্লু হীরন' জীবিত অবস্থায় একে গিলে ফেলেছিলো। এরপর উড়াল দেয়, কিন্তু একটু পরেই সেই 'ইল', হীরনের বুক চিরে বেরিয়ে আসে।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার স্যাম ডেভিস এই মুহূর্তটি ক্যামেরায় ধরেন।

স্নেক ইল সাধারণত সমুদ্রের বালিতে খোঁড়াখুঁড়ির জন্য নিজের শক্ত ঠোঁট ব্যবহার করে। এবার সেটাই ব্যবহার করে হীরনের পেট থেকে বের হয়ে আসার চেষ্টা করে। আর তখনই দেখা যায় এই গা শিউরে ওঠার মত দৃশ্য।

'ইল'টা কম চেষ্টা করে নাই বেঁচে থাকতে, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠে নাই। অবাক করা বিষয় হল, বুকে গভীর ক্ষত নিয়েই 'হীরন'টি তখনও উড়ে যাচ্ছিল।

প্রকৃতি নির্মম, সাথে বিস্ময়করও বটে!

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
25/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মুক্তি পেয়েছেন ‘আওয়াজ উডা’ গানের জন্য...
06/08/2024

মুক্তি পেয়েছেন ‘আওয়াজ উডা’ গানের জন্য...

ভুলেই গেছিলাম যে কোকাকোলা বয়কট করছি। ধন্যবাদ Coca-Cola Bangladesh ফর রিমাইন্ডিং মি। বাংলাদেশের বাজারে দারুণভাবে মারা খেল...
11/06/2024

ভুলেই গেছিলাম যে কোকাকোলা বয়কট করছি। ধন্যবাদ Coca-Cola Bangladesh ফর রিমাইন্ডিং মি। বাংলাদেশের বাজারে দারুণভাবে মারা খেলো কোকাকোলা কোম্পানি। এজেন্টদের চোখে এখন আকাশভরা তারা।

কোকাকোলা রিসেন্টলি একটা বিজ্ঞাপন ভিডিও বানিয়েছে। বিজ্ঞাপন ভিডিওটায় তারা বলতে চাইতেছে যে, ফি*লি*স্তি*ন এর ভূমিতেও কোকাকোলার ফ্যাক্টরি আছে। অথচ এইটা তো খুব সহজ হিসাব যে, ফি*লি*স্তি*ন এ কোকের ফ্যাক্টরিও তৈরি হয়েছে ফি*লি*স্তি*নি'দের উচ্ছেদ করা জায়গা দ*খ*ল করে। এসব বিষয় কিন্তু তারা বলবে না। তারা এই বিজ্ঞাপনটার মাধ্যমে মানুষের অনুভূতি নিয়ে খেলতেছে, মানুষকে বোকা ভাবে আর রীতিমতো মক করতেছে।

বিশেষ করে এই বিজ্ঞাপনের নাট্য অভিনেতাদের চিনে রাখা দরকার। তরুণ প্রজন্ম এদের আবার খুব কদর করে। বয়কট জিনিসটাকে ফান হিসেবে না নিয়ে এই অভিনেতাগুলো সত্যিকার অর্থেই বয়কট করা দরকার। এদের নাটকে ভিউ কমান। অটোমেটিক এসব এড করা বাদ দিবে।

তবে এই বিজ্ঞাপন থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে বয়কটের প্রভাব পড়েছে, নইলে এরকম বিজ্ঞাপন তারা তৈরি করতো না। কোক বয়কটে ভালো ধাক্কা খাইসে, না হলে এমন কন্টেন্ট? নিজেদের প্রমাণে উঠে পরে লাগছে। এত ফ্যাক্টরি আছে এটা আছে ওটা আছে না বলে বললেই পারতো আমরা ফি*লি*স্তি*নকে সাপোর্ট করি।

বয়কটের শক্তি দেখেছেন, যারা বলে বয়কট করে কি লাভ? বিজ্ঞাপনটা দেখলেই বোঝা যায় বয়কটে কি লাভ হয়েছে। মার্কেটে অচল হয়ে গেছে। এখন ভুলভাল বুঝাচ্ছে পাবলিককে। এই বয়কট পন্যের সাথে যারা জড়িত তাদের কেউ, বয়কটের আওতায় আনা হোক।

Coca-Cola Bangladesh এর প্রডাক্ট শুধু কোক না, সাথে ফান্টা, স্প্রাইট, সেভেন আপ এবং একুয়াফিনাও আছে।
এটা মানুষের মাথায় ঢুকাই দিতে হবে।

অল্প কিছু টাকার জন্য কোক নিয়ে কয়েকজন বাঙালি বিজ্ঞাপন করলো। উদ্দেশ্য কি? কোক খাইতে ইনফ্লুয়েন্স করা না, উদ্দেশ্য হচ্ছে কোক ইজরায়েলি পন্য না সেটা আপনার মগজে পুশ করা। লাভ নাই, বাঙালিরা বয়কট ব্যাপারে সবসময় ঐক্যবদ্ধ ছিলো, সামনেও থাকবে। মানে আপনি/আপনারা যে Coca-Cola বয়কট করেছেন সেটা মোটাদাগে স্বার্থক বলা যায়।

কোকাকোলা ছাপড়ি গ্রুপকে দিয়ে এই এড করে প্রমান করে দিলো যে বয়কটের প্রভাব কেমন ছিল। কোকাকোলা যদি ওই দেশের না হয় তবে কোন দেশের সেটা বলতে সমস্যা কি? পৃথিবীর ১৯০ দেশে তো ফ্রাঞ্চাইজি ব্যবসা, মূল প্রতিষ্ঠান কার? কোন দেশের? আর কোকাকোলার যে ফ্যাক্টরি প্যা*লে*স্টা*ইনে আছে সেটাও কোন ফি**লিস্তিনিকে উচ্ছেদের জমি।

আসলে বাঙ্গালী সহজে সবকিছু ভুলে যায়। নইলে এদের মুছে ফেলা খুব ইজি। এই এডের পর কোকাকোলা আরো বেশি বয়কট হবে ইনশা আল্লাহ।

বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে বিশ্বের সব নামি-দামি মহারথীরা কোকাকোলা বর্জন করে। আর আমার আপনার ৯০% মুসলমানের দেশ, বাংলাদেশে মিথ্যা গল্প বানিয়ে মানুষকে কি বোঝানোর চেষ্টা করতেছে? সাহস দেখে রীতিমতো অবাক হলাম।

একটা শপথ নেয়া যায়?
জান থাকতে আর কোনোদিন কোকা-কোলা খাবো না।

সবকিছু জানার পরেও যে কোকা কোলা খাবে, সে মাছুম নিরীহ বাচ্চাদের রক্ত খাবে!

যাইহোক, এইবারের সামনের ঈদে প্রচুর কোমল পানীয় চলবে। এবারের ঈদে কোক কিনবেন না অনুরোধ থাকবে। সাথে ঈদে বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের কোকের বিষয়ে অবশ্যই সচেতন করবেন পারলে।

আমার মনে হয় সারা বছরে দেশে যে পরিমান কোকা কোলা বিক্রি হয় তার সমপরিমাণ বিক্রি হয় কুরবানির ঈদে।

আসুন আমরা এই মুসলিম গনহত্যা কে সমর্থনকারী সকল পণ্য এবারের ঈদে বয়কট করি। যদি একেবারেই ব্যবহার করতেই হয় দেশী পণ্য ব্যবহার করুন। আমাদের টাকার বুলেট আমাদের ভাইদের বুকে আঘাত না হানুক।

মোটকথা, সাম্প্রতিক এই পুরো বিষয়টাই ইহুদীদের একটা সেলিং স্ট্রাটেজি। এই এডই হোক কোকাকোলার কফিনে শেষ পেরেক…

  আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় মহান রবের দরবারে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহীম রইসিসহ তাঁর ৩ সঙ্গীইরানের প্র...
20/05/2024


আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় মহান রবের দরবারে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহীম রইসিসহ তাঁর ৩ সঙ্গী

ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিলো গতকাল রবিবার। তবে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছিলো সেটা চিহ্নিত করা যাচ্ছিলো না। অবশেষে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামদেরকে ক্ষমা করুন, তাঁদের ওপর রহম করুন এবং তাঁদেরকে শহীদি মর্যাদা দিয়ে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁদের পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও ইরানের জনগণকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

 #স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি ...
19/04/2024

#স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি নাতিকে খুঁজে পাচ্ছি না। ওরে একটু খুঁজে নিয়ে আসি।”

কীসের স্লিপ দেখার আগেই মুরুব্বি হনহন করে চলে গেলেন। স্লিপের মধ্যে দেখি লেখা, “ ৫৫. আব্দুল মান্নান” মানে একটা সিরিয়াল নম্বর।

একটু পর খেয়াল হলো, দেখি পাশেই এক জায়গায় কিছু লোক যাকাতের কাপড় বিতরণ করছে। আর সেটার সিরিয়াল নম্বর হচ্ছে এই কাগজ।

তার কিছুক্ষণ পরেই দেখি মাইকে ডাকাডাকি করছে, “৫৫. আব্দুল মান্নান” এদিকে ঐ মুরুব্বির আসার নামগন্ধ নাই। আমি একবার স্লিপের দিকে তাকাচ্ছি আরেকবার কতৃপক্ষের দিকে। যাকাত দাতা একজন দেখলাম আমার দিকে ছুটে আসছে। এসে আমার স্লিপ দেখে বললো, “আরে তুমি তো আব্দুল মান্নান। স্লিপের লেখা পড়তে পারো না? আচ্ছা সমস্যা নেই, আসো আমার সাথে।”

আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে ধরে স্টেজে নিয়ে গেলো। তারপর আমার হাতে একটা লুঙ্গি ধরিয়ে দিয়ে কয়েক এঙ্গেলে কিছু ছবি তুলে ছেড়ে দেওয়া হলো।

লুঙ্গি নিয়ে আসার সময় একজনকে বলতে শুনলাম, “এরকম দামড়া পোলাপান যদি আমাদের যাকাতের কাপড়ে ভাগ বসাতে আসে, তাহলে ভবিষ্যতে তো আমরা যাকাতই পাবো না আর। এরা তো কাজ কাম কইরাও খেতে পারে। এটাই আসলে শেষ জামানা।”

এদিকে লুঙ্গি নিয়ে আমি ঐ মুরুব্বিকে খুঁজতেছি। কী এক বিপদে পড়লাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে ঝাপটে ধরলো। দেখি ঐ মুরুব্বি আর তার পিচ্চি নাতি। আমি কিছু বলার আগেই মুরুব্বি বলতে লাগলেন, “আরে মিয়া, তোমারে বলে গেলাম ওখানে দাঁড়াতে। আর তুমি কী না আমার স্লিপ দেখায়ে আমার লুঙ্গি নিয়ে চলে যাচ্ছো। এই মানুষের প্রতি মানুষের বিশ্বাস?” বলে এক ঝাপটায় আমার থেকে লুঙ্গিখানা নিয়ে নিলেন।

আমি আর উনার কাছে বিষয়টা ব্যখ্যা না করে তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম। মানুষ জড়ো হলে গণধোলাই খাবো।

মাঠ পেরিয়ে রাস্তায় আসতেই দেখলাম এক ভদ্রলোক এসে আমার পথ আটকে দাঁড়ালেন। বললেন, “আসো আমার সাথে।” তারপর আমাকে হাত ধরে নিয়ে গেলেন এক কাপড়ের দোকানে। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি দোকানীকে বললেন, “ভালো দেখে পাঁচটা লুঙ্গি দেও তো।”
আমি বললাম, “লুঙ্গি কেন?”
“আরে লজ্জা পেয়ো না। আমি সব দেখেছি। জানি, তোমরা মুখ ফুটে কিছু বলতে পারো না। তোমাদের অভাব আমি বুঝি। এই পাঁচটা লুঙ্গি রাখো। ভুলেও আর মুরব্বিদের সাথে লুঙ্গি নিয়ে কাড়াকাড়ি করো না। খারাপ দেখায়। আমি দেখেছি তো সব।” বলে আমার হাতে লুঙ্গির ব্যাগ দিয়ে লোকটা চলে গেল।

এরমধ্যে বাসা থেকে কল আসলো। আব্বু ওপাশ থেকে বলতেসেন, “তোর কোনো চাওয়াই তো কোনোদিন অপূর্ণ রাখিনি। তুই কীভাবে পারলি যাকাতের লুঙ্গি আনতে? একটাবার আমার সম্মানের কথা ভাবলি না। আজকে বাসায় আয়। তোর লুঙ্গি পরা আমি শেখাবো।”

তাড়াতাড়ি ফেসবুক খুলে দেখি ওই যাকাত কমিটি আমার ছবি সহ পোস্ট দিয়েছে। পোস্টে দেখি আমার ছাত্রেরও রিয়েক্ট আছে। এসব দেখতেসি, হঠাৎ ইনবক্সে বন্ধু একটা পোস্টের লিংক দিলো। লিংকে ঢুকে দেখি, আরেকটা পোস্ট। যেখানে আমার হাতে পাঁচটা লুঙ্গি সহ একটা ছবি। সাথে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে একটু আগে লুঙ্গি কথা কিনে দেওয়া ঐ লোকটা। ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ। আজকে এক অভাবী ছেলেকে পাঁচটা লুঙ্গি দিলাম। আসলে মানুষের চেহারা দেখে বুঝা যায় না তারা কতটা অভাবী। সবার উচিত এসব মুখ ফুটে বলতে না পারা অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানো।”

এসব দেখে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। কী করবো ভেবে পাচ্ছি না। হাতে এখনো পাঁচটা লুঙ্গি। আনমনে হাঁটতেসি। দেখি, স্কুল মাঠে থাকা কিছু লোক যাকাতে লুঙ্গি না পেয়েই খালি হাতে চলে যাচ্ছে। ভাবলাম ওদের দিয়ে দেই লুঙ্গিগুলো। এরমধ্যে একজন আমাকে দেখে চিনতে পেরে বললো, “দেখছেন কারবার? এই হারামজাদা আগেও লুঙ্গি নিছে, এখনো কার থেকে লুঙ্গি আনছে। এরা একাই এতগুলো লুঙ্গি নিয়ে নিলে আমরা পাবো কেমনে? ছি ছি... শেষ জামানা এতটা খারাপ হবে ভাবি নাই।.. ”

রম্য : যাকাতের লুঙ্গি
© হাসান মাহমুদ ইমন

গাজীপুরের কালিগঞ্জ জামালপুরে মাকে মারধর ও নানান অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘুমন্ত পুত্রকে(মাদকাসক্ত) কুড়াল দিয়ে কুপিয়ে মাথা ক্...
03/04/2024

গাজীপুরের কালিগঞ্জ জামালপুরে মাকে মারধর ও নানান অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘুমন্ত পুত্রকে(মাদকাসক্ত) কুড়াল দিয়ে কুপিয়ে মাথা ক্ষতবিক্ষত করে হত্যা করল পিতা। এখন প্রশ্ন হচ্ছে, কি পরিমাণ অত্যাচার করলে এক বৃদ্ধ পিতা তার কলিজার টুকরো পুত্রকে এভাবে কুড়াল দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যার সীদ্ধান্তটা নিতে পারে তা একবার ভাবুন। কিশোর গ্যাং ও বর্তমান সামাজিক অবক্ষয়ই এর জন্য দায়ী। যার ফলে বর্তমান সমাজে এমন সন্তানের দেখা মিলছে এলাকার অলিতে-গলিতে।

 #ক্লাশ থ্রীতে থাকতেই আমি আলাদা ঘুমাতাম,আমাদের বাসাটা তখনো টিনসেডের উপর। আমার রুমের পাশেই আমার নবদম্পতি আঙ্কেল আন্টির রু...
18/03/2024

#ক্লাশ থ্রীতে থাকতেই আমি আলাদা ঘুমাতাম,আমাদের বাসাটা তখনো টিনসেডের উপর।
আমার রুমের পাশেই আমার নবদম্পতি আঙ্কেল আন্টির রুম ছিলো।
উনারা দুজনেই জব করতেন বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন।
কিন্তু রাত্র একটু গভীর হলেই তাদের রুম থেকে অদ্ভুত এক শব্দ শুনতাম,,ক্যাচ.. ক্যাচ.. শব্দ সহ কোনো মেয়ের কান্নার আওয়াজের মত! আমি খুউউউব ভয় পেতাম।
সকালে উঠে আমি তাদের এগুলো জিজ্ঞেস করলেই তারা মুচকি হেসে বলতেন এরকম কোনো শব্দ তারা পায়নাই😭
অথচ আজও অন্ধকারে আমি একা হাঁটলেই সেই ভয় পাই যদিও আওয়াজ আর পাইনা🥴
এটাই ছিলো আমার জীবনের হররর প্যারানরমাল গল্প!

ছবির সাথে গল্পের মিল নাই🥱

  ছবিটি ধানমন্ডি থেকে তোলা। এই ভবনের কমপক্ষে ৯৮ শতাংশই রেস্টুরেন্ট। বিশ্বাস না হলে, ছবিটা জুম করে দেখতে পারেন। শংকর থেকে...
01/03/2024


ছবিটি ধানমন্ডি থেকে তোলা। এই ভবনের কমপক্ষে ৯৮ শতাংশই রেস্টুরেন্ট। বিশ্বাস না হলে, ছবিটা জুম করে দেখতে পারেন।
শংকর থেকে জিগাতলা পর্যন্ত এমন অনেক ভবনই এমন চেহারা নিয়েছে। আপনার চোখ ধাঁধিয়ে যেতে পারে।
এসব রেস্টুরেন্টে খাওয়াটা ফেসবুকের সাথে সাথে নিজের স্ট্যাটাসটাও বাড়ায় নিঃসন্দেহে।
এরকম একটা রেস্টুরেন্ট ভবনেই ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আমি বলছি না যে, রেস্টুরেন্ট থাকলেই সেই ভবন আগুনের ঝুঁকিতে আছে। বলতে চাচ্ছি যে, মৃত্যু কখন কোনদিক দিয়ে আসবে আমরা কেউ জানি না। তবে এই আধুনিক সময়ে মানুষ নিজেদের নিরাপত্তার আধুনিকতা তো প্রত্যাশা করতেই পারে।

12/02/2024

দক্ষিণ এশিয়ার সেরা ৩০ তরুণ প্রতিভাবানদের তালিকায় নাম এসেছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির।
09/02/2024

দক্ষিণ এশিয়ার সেরা ৩০ তরুণ প্রতিভাবানদের তালিকায় নাম এসেছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral vai- ভাইরাল ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category