04/07/2025
জীবনের অর্থ বা উদ্যেশ্য কি? এই প্রশ্নটি একটি দার্শনিক প্রশ্ন, যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে।
এ বিষয় সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে, পৃথিবী ও মহাবিশ্বে জৈব রাসায়নিক বা প্রাণের আদি, বর্তমান ও ভবিষ্যতের গাঠনিক পরিবর্তন। "আমাদের জন্মের প্রক্রিয়া কিরূপ?", জীবনের উদ্দেশ্য কিরূপ?"
১) প্রকৃতিবাদ অনুযায়ী, প্রকৃতির উপাদান শক্তির প্রভাবেই আদি, বর্তমান অবস্থায় এসেছে ও নিয়মিত পরিবর্তন ঘটছে। আমাদের কর্ম, বুদ্ধিমত্তা, সুযোগ অনুযায়ী প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী আমাদের জীবনধারা, সমাজ, রাষ্ট্র এবং বাস্তুতন্ত্র প্রভাবিত, পরিবর্তিত ও এই পরিবর্তন চলমান। মৃত্যুর পর প্রতিটি জীবের দেহ ecosystem এ পরিবর্তিত হয়ে জৈবিক কণায় রূপান্তরিত হয়।
২) অন্যান্য ক্ষেত্রে, সভ্যতার শুরু থেকেই নানা সংস্কৃতি ও আদর্শগত দিক থেকে এসব প্রশ্নের বিভিন্ন রকম উত্তর প্রস্তাব করা হয়ে আসছে। জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যা এবং ধর্মের মাধ্যমে নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। একেক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তর একেক রকম।
*জীবনের অর্থ ও উদ্যেশ্য সংক্রান্ত প্রশ্নগুলো নানাভাবে করা যায়, যেমন:
১) জীবনের অর্থ কী?
২) আমরা কারা?
৩) আমরা জন্ম কিভাবে হলো?
৪) জীবনের উৎপত্তি কোথায় এবং কীভাবে?
৫) জীবনের স্বরূপ কেমন?
৬) বাস্তবতার স্বরূপ কেমন?
৭)জীবনের উদ্দেশ্য কী?
বা একজন মানুষের জীবনের উদ্দেশ্য কী?
৮) জীবনের তাৎপর্য কী?
৯) জীবনের অর্থবহ এবং মূল্যবান বিষয় কোনগুলি?
১০) জীবনের মূল্য কতটুকু?
১১) বেঁচে থাকার কারণ কী?
১২) আমরা কিসের জন্য বাঁচি?