Sattvik বাংলা

Sattvik বাংলা এনালাইটিক্যাল থিওরি, দর্শন ও natural science, মানবাধিকার/wellness/লাইফস্টাইল কাউন্সেলিং, রিসার্চ, রাইটিং

04/07/2025

জীবনের অর্থ বা উদ্যেশ্য কি? এই প্রশ্নটি একটি দার্শনিক প্রশ্ন, যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে।

এ বিষয় সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে, পৃথিবী ও মহাবিশ্বে জৈব রাসায়নিক বা প্রাণের আদি, বর্তমান ও ভবিষ্যতের গাঠনিক পরিবর্তন। "আমাদের জন্মের প্রক্রিয়া কিরূপ?", জীবনের উদ্দেশ্য কিরূপ?"

১) প্রকৃতিবাদ অনুযায়ী, প্রকৃতির উপাদান শক্তির প্রভাবেই আদি, বর্তমান অবস্থায় এসেছে ও নিয়মিত পরিবর্তন ঘটছে। আমাদের কর্ম, বুদ্ধিমত্তা, সুযোগ অনুযায়ী প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী আমাদের জীবনধারা, সমাজ, রাষ্ট্র এবং বাস্তুতন্ত্র প্রভাবিত, পরিবর্তিত ও এই পরিবর্তন চলমান। মৃত্যুর পর প্রতিটি জীবের দেহ ecosystem এ পরিবর্তিত হয়ে জৈবিক কণায় রূপান্তরিত হয়।

২) অন্যান্য ক্ষেত্রে, সভ্যতার শুরু থেকেই নানা সংস্কৃতি ও আদর্শগত দিক থেকে এসব প্রশ্নের বিভিন্ন রকম উত্তর প্রস্তাব করা হয়ে আসছে। জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যা এবং ধর্মের মাধ্যমে নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। একেক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তর একেক রকম।

*জীবনের অর্থ ও উদ্যেশ্য সংক্রান্ত প্রশ্নগুলো নানাভাবে করা যায়, যেমন:
১) জীবনের অর্থ কী?
২) আমরা কারা?
৩) আমরা জন্ম কিভাবে হলো?
৪) জীবনের উৎপত্তি কোথায় এবং কীভাবে?
৫) জীবনের স্বরূপ কেমন?
৬) বাস্তবতার স্বরূপ কেমন?
৭)জীবনের উদ্দেশ্য কী?
বা একজন মানুষের জীবনের উদ্দেশ্য কী?
৮) জীবনের তাৎপর্য কী?
৯) জীবনের অর্থবহ এবং মূল্যবান বিষয় কোনগুলি?
১০) জীবনের মূল্য কতটুকু?
১১) বেঁচে থাকার কারণ কী?
১২) আমরা কিসের জন্য বাঁচি?

15/06/2025

What we will share:
1) Social problem, lifestyle. problems based educational contents.
2) human right session Oncamera for lifestyle and wellness based on: logical analysis, philosophy, natural science, naturalism and ecosystem.

21/04/2025
12/04/2025

Youth Rights Violations
বাবা: তোকে secondary education (class 10) পর্যন্ত পড়ানোর পরে আমার দ্বায়িত্ব শেষ।

পুত্র: এগুলো কোন ধরনের কথাবার্তা? একজন পিতার দায়িত্ব ও কর্তব্য হলো সন্তানদের যতটুকু সামর্থ্য, আর্থিক সহযোগিতা করা, আর সেটা অল্প বা বেশি সামর্থ্য অনুযায়ী। সন্তানদের মানসিক ভাবে সহযোগিতা করা এবং অভিজ্ঞ লোকদের শরণাপন্ন হওয়া। কয়েকজন জ্ঞান সম্পন্ন নৈতিক ব্যক্তিত্বপূর্ণ মানুষের কাছে এডুকেশনাল রোড ম্যাপ বিষয়ে পরামর্শ নিলে সঠিক ও সুন্দরভাবে ক্যারিয়ার বিল্ডআপ করা সম্ভব।

তপন (কাকা): একটা জামা পরে পান্তা ভাত খেয়ে এখানে কাছের ডিগ্রী কলেজে হেঁটে পড়তে যাবি।

12/04/2025

প্রাচীনকালে এবং বর্তমানেও অনেক মানুষের জ্ঞানের পরিধি সীমিত থাকার কারণে জীব, প্রাণী দেহ ও মৃত্যু সম্পর্কীয় ত্রুটিপূর্ণ তত্ত্ব ও ব্যাখ্যা দিয়ে থাকে। একটি শিশু বা কোনো জীব বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়: জীবের আদি অবস্থা, প্রাকৃতিক উপাদান ও প্রাকৃতিক শক্তির সমন্বয়ে পৃথিবীতে জীবের উৎপত্তি কিভাবে হয়েছে? অজ্ঞ ব্যক্তিরা সঠিক তথ্য ও জ্ঞানের অভাবে তারা উত্তর দিতে ব্যার্থ হবে, একই ভাবে তারা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাও দিতে পারবেনা। জীবের আদি অবস্থা সম্পর্কে অনেক গবেষণা লব্ধ প্রমাণিত তথ্য ও জ্ঞান রয়েছে।

12/04/2025

Virtuous, নৈতিক, মহৎ, উদারতা ও মহানুভতা

আপনি সৎ জীবন যাপন করতে চাচ্ছেন, মহৎ চিন্তা চেতনা আপনি ধারণ করছেন। অনুরূপভাবে সকলের ক্ষেত্রে আমি বলব প্রকৃতির বিভিন্ন উপাদান ও বিভিন্ন শক্তির সমন্বয়ে প্রাকৃতিক ভাবে জীবের উৎপত্তি হয় ও ক্রমবিকাশ ঘটছে। সুন্দর কর্মের মাধ্যমে জীব সেবা ও প্রকৃতির প্রতি প্রেমের প্রচেষ্টার মাধ্যমেই মহৎ কর্ম সম্পাদিত হয়। এতে আমাদের জীবনে সুখ ও শান্তির প্রকাশ পায়।

Auxiliary, accumulation, catalyst, datastream, disclosure, equilibrium Predicament, Interlinks/linkbase হঠাৎ আপনার মাথায...
12/04/2025

Auxiliary, accumulation, catalyst, datastream, disclosure, equilibrium Predicament, Interlinks/linkbase

হঠাৎ আপনার মাথায় চমৎকার একটি আইডিয়া আসলো, আপনার আইডিয়াকে বাস্তবিক কাজে রূপায়িত করতে হবে, যে কাজের উপরে ভালো দক্ষতা রয়েছে সে বিষয়ে ক্যারিয়ার প্লান করতে হবে। আইডিয়া বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার জন্য আমরা natural balance analysis, equilibrium analysis করব। উপরের diagram এ factor গুলোর মাধ্যমে এনালাইসিস প্রক্রিয়া করতে হবে।

17/03/2025

We are hiring:
Need a Motion Graphics and Animation Expert

খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাবিষয়ক আইন ও অধিকার নিয়ে সমস্যা হচ্ছে?আমরা আপনার পাশে আছি।মানবাধিকার, শিশু অধিকা...
12/03/2025

খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা
বিষয়ক আইন ও অধিকার নিয়ে সমস্যা হচ্ছে?
আমরা আপনার পাশে আছি।
মানবাধিকার, শিশু অধিকার ও যুব অধিকার নিশ্চিতকরণে আমরা দ্বায়িত্ব বদ্ধ।

10/03/2025

Ecosystem
জীব: বংশবৃদ্ধি করতে পারে, তখন জীবের নিজ শারীরিক জৈব উপাদান এর সমন্বয়ে এবং উদ্ভিদ বা জড় উপাদান এর পুষ্টি উপাদানের সহযোগিতায়। এই জন্য শারীরিক ঘাটতি ঘটে এবং উদ্ভিদ বা জড় উপাদান এর পুষ্টি উপাদানের সহযোগিতায় এই ঘাটতি পূরণ।
জড়: বংশবৃদ্ধি করতে পারে না, কিন্তু বংশবৃদ্ধি করতে সহায়তা করে

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sattvik বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sattvik বাংলা:

Share