Md Aman Ali

Md Aman Ali আসসালামুআলাইকুম

20/12/2023
07/12/2023

مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاء سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَ آبَاؤُكُمْ مَّا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَنٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ امَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
'তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, 'তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না'। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না'।(সুরা ইউসুফ ৪০)

আলহামদুলিল্লাহ
07/12/2023

আলহামদুলিল্লাহ

দুনিয়া ও আখিরাতে তারাই প্রকৃত সফল যারা মহান আল্লাহ পাকের নিকট পরিপূর্ণভাবে ফিরে এসেছে এবং নিজেকে সম্পূর্ণরুপে আত্মসমর্পণ...
25/08/2023

দুনিয়া ও আখিরাতে তারাই প্রকৃত সফল যারা মহান আল্লাহ পাকের নিকট পরিপূর্ণভাবে ফিরে এসেছে এবং নিজেকে সম্পূর্ণরুপে আত্মসমর্পণ করতে পেরেছে...

10/04/2023

৬৪. হযরত শাদ্দাদ বিন আওস রাযিয়াল্লাহু আনহু বলেন, হযরত নবীয়ে
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লৌকিকতার
জন্য নামায পড়লো সে যেন শির্ক করলো। আর যে ব্যক্তি লৌকিকতার জন্য
রোজা পালন করলো সে যেন শিরক করলো এবং যে ব্যক্তি লৌকিকতার (লোক
দেখানো) দান খয়রাত করলো সে যেন শির্ক করলো। -মুসনাদে আহমদ, মিশকাত : ৪৫৫

05/04/2023

মুসলমান হয়ে বিজাতীয় কুসংস্কার অনুসরণ সম্পর্কে

হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন প্রকার মানুষ অন্যান্য
পাপীদের তুলনায় আল্লাহর নিকট বেশী ঘৃণিত ১. হেরেম শরীফের সীমা রেখার
অভ্যন্তরে শরীয়তের সীমা লঙ্ঘনকারী ২ মুসলমান হয়ে ইসলাম ধর্মে
জাহিলিয়াতের বিজাতীয় কুসংস্কারের অনুসরণকারী ৩. অন্যায়ভাবে কোন
মুসলমানকে খুন করার জন্য উম্মত্ত ব্যক্তি। - বুখারী শরীফ, মিশকাত : ২৭
ফায়েদা : আল্লাহর নিকট এ তিন প্রকার অপরাধী সবচেয়ে ঘৃণিত। কারণ,
পবিত্র হেরেমের সীমানায় প্রবেশ করার পরও শরীয়তের সীমা লংঘন করা
প্রকাশ্যত: রাজ দরবারে প্রবেশ করে বিদ্রোহ করার শামিল। আর যে কোন সময়
যে কোন বিজাতীয় কুসংস্কারের অনুসরণ এবং তা মুসলমানদের মধ্যে জারী করার
অপপ্রয়াসে লিপ্ত হওয়া ইসলামী তরীকার সর্বনাশ ঘটায়। পূর্বেকার যুগে এই সব
কুসংস্কার বলতে বুঝায় যেমন : কারো মৃত্যুতে বিলাপ করে ক্রন্দন করা, দুঃখ
মুসিবতের সময় জামা-কাপড় ছিড়ে ফেলা, কোন কাজের জন্য যাত্রা করার কালে
কোন বিষয়কে কাল্পনিক ভাবে কু-সাত বা কু লক্ষণের ধারণা পোষন করা, জুয়া
খেলা, কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করা, বিজাতীয় অনুসরণে যে কোন দিবস
পালন করা, যেমন : হিন্দুয়ানী তরীকায় পহেলা বৈশাখ পালন করা, খৃষ্টানী
তরীকায় পহেলা এপ্রিলে আরেকজনকে বোকা বানানোর অভিনয় সুলভ আচরণ
করা, খৃষ্টীয় জগতের শ্রমিক দিবস পহেলা মে পালন করা, খৃষ্টানী অনুসরণে
রবিবারে সাপ্তাহিক ছুটি পালন করা, অগ্নি-পূজারীদের অনুসরণে স্বাধীনতার স্মৃতি
স্বরূপ শিখা অনির্বাণ ও শিখা চিরন্তনের মত মহা জঘন্য কুসংস্কার জারী করা,
কোন জাতীয় আনন্দ উৎসবে রং ছিটিয়ে উল্লাস করা, ঢোল- তবলা বাজিয়ে
নেচে-গেয়ে আনন্দ-উৎসব করা, নাট্য সামগ্রী সহকারে বিভিন্ন প্রকারের মেলার
আয়োজন করা, বলী খেলা- গরুর লড়াই ইত্যাদির জন্য মেলা-মজলিসের
আয়োজন করা ইত্যাদি। কোন নিরপরাধ মুসলমানকে খুন করার জন্য উন্মুক্ত
হওয়া মানব প্রাণের নিরাপত্তা ব্যবস্থা ছারখার করে দেয়। তাই এ তিন প্রকার
পাপী আল্লাহর নিকট জঘন্যতম পাপী হিসেবে ঘৃণিত।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Md Aman Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Aman Ali:

Share