13/11/2023
💞🌼প্রিয়তম অর্ধেক দ্বীন!🌼💞
আপনি আসুন আমার শিক্ষক হয়ে যিনি আমাকে দ্বীনি শিক্ষা দিবেন , যার মাধ্যমে দ্বীনের গভীরে পৌঁছাতে পারবো, যে আমাকে দ্বীনি জ্ঞান অর্জন করতে সম্পুর্ন ভাবে সাহায্য করবেন!
জানেন তো , আমি জেনারেল পড়ুয়া একজন অসহায় প্রেকটিসিং মুসলিমাহ, আমি দ্বীনের বেপারে বড্ড অজানার মধ্যে আছি। আমি কোনো দ্বীনি প্রতিষ্ঠান থেকে আসিনি, আমি কোনো আলেমা নই হাফেজা ও নই, তবে আমি খানিকটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনার ছাত্রী হয়ে আমি তেমন করেই নিজেকে তৈরি করতে চাই যেমন টা আমার রব চান। আপনি কি পারবেন না এই মহান দায়িত্ব টা নিতে? নিশ্চয়ই পারবেন কেননা আমরা তো রবের জান্নাতে যেতে প্রস্তুত হতে চাইবো তাইনা? তবে আপনি কিভাবে আমাকে অপ্রস্তুত রেখে দিবেন?
আপনি আসুন আমার গাইড লাইন হয়ে যিনি আমাকে ইলম অর্জনে কঠোর শাসন করবেন!💖🥀
প্রিয়তম আমি জেনারেল পড়ুয়া সাঁতার না জানা এক বিশাল সমুদ্রে ডুবন্ত মুসলিমাহ, আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমি তো সাঁতার জানি না, আপনি আসুন নৌকা হয়ে, আমাকে নিজের দায়িত্বে তুলে নিয়ে পাড়ি দিন রবের রহমতে ঘেরা জান্নাতের লক্ষ্যে!
প্রিয়তম আপনি আসুন চাদর হয়ে যিনি আমাকে পর্দায় মুড়িয়ে রাখবেন, সকল প্রকার ফেতনা থেকে রক্ষা করবেন!💝🌹
আপনি আসুন গায়রত নিয়ে, যিনি নিজেও নন-মাহরাম মেইনটেইন এর সর্বোচ্চ পর্যায়ে থাকবেন আর আমাকে নন-মাহরাম এমনকি এমন কোনো মহিলার সামনে ও যেতে দিবেন না যে আমাকে দেখে অন্য কোনো মহিলা বা গায়রে মাহরামের সামনে আমার সৌন্দর্য নিয়ে আলোচনা করে (অমুক এর স্ত্রী কে দেখেছি এতটুকু লম্বা, এতটুকু মোটা, চিকন, ফর্সা, চুলগুলো এমন তেমন) , আপনার দ্বীনের প্রতি শাসন যত কঠোর হবে আপনার প্রতি আমার ভালোবাসা তত বেশিই বেড়ে যাবে..!!__ইন শা আল্লাহ 💖