Scynderella

Scynderella আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন।আপনাদের সহযোগিতা আমাকে অনুপ্রেরণা দিবে।ধন্যবাদ।
(11)

28/11/2023

উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত,দোয়া, ধৈর্যের পাশাপাশি হালাল ভাবে চেষ্টা করতে হবে।

" মানুষ যা চায়,তাই কি সে পায় "?
[সূরা নাজম :২৪ ]

" মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে "
[ সূরা নাজম: ৩৯] ❤️

26/11/2023

রাসুলে কারীম (সা:) বলেছেন,

"যে ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসলো সে যেনো আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।"

[বুখারী,মুসলিম,মিশকাত ৩০]

13/11/2023

প্রতিদিন নিজেকে ছাড়া অন্তত একজনের জন্য দুআ করার অভ্যাস করুন। কারণ আপনি যখন অন্যদের জন্য দুআ করেন তখন ফেরেশতারাও আপনার জন্য একই দুআ করেন।🖤

❝যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে...
ফেরশতারা তার জন্য দোয়া করেন।❞🤍

[আবু দাউদ-১৫৩৪]

13/11/2023

💞🌼প্রিয়তম অর্ধেক দ্বীন!🌼💞

আপনি আসুন আমার শিক্ষক হয়ে যিনি আমাকে দ্বীনি শিক্ষা দিবেন , যার মাধ্যমে দ্বীনের গভীরে পৌঁছাতে পারবো, যে আমাকে দ্বীনি জ্ঞান অর্জন করতে সম্পুর্ন ভাবে সাহায্য করবেন!
জানেন তো , আমি জেনারেল পড়ুয়া একজন অসহায় প্রেকটিসিং মুসলিমাহ, আমি দ্বীনের বেপারে বড্ড অজানার মধ্যে আছি। আমি কোনো দ্বীনি প্রতিষ্ঠান থেকে আসিনি, আমি কোনো আলেমা নই হাফেজা ও নই, তবে আমি খানিকটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনার ছাত্রী হয়ে আমি তেমন করেই নিজেকে তৈরি করতে চাই যেমন টা আমার রব চান। আপনি কি পারবেন না এই মহান দায়িত্ব টা নিতে? নিশ্চয়ই পারবেন কেননা আমরা তো রবের জান্নাতে যেতে প্রস্তুত হতে চাইবো তাইনা? তবে আপনি কিভাবে আমাকে অপ্রস্তুত রেখে দিবেন?
আপনি আসুন আমার গাইড লাইন‌ হয়ে যিনি আমাকে ইলম অর্জনে কঠোর শাসন করবেন!💖🥀
প্রিয়তম আমি জেনারেল পড়ুয়া সাঁতার না জানা এক বিশাল সমুদ্রে ডুবন্ত মুসলিমাহ, আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমি তো সাঁতার জানি না, আপনি আসুন নৌকা হয়ে, আমাকে নিজের দায়িত্বে তুলে নিয়ে পাড়ি দিন রবের রহমতে ঘেরা জান্নাতের লক্ষ্যে!
প্রিয়তম আপনি আসুন চাদর হয়ে যিনি‌ আমাকে পর্দায় মুড়িয়ে রাখবেন, সকল প্রকার ফেতনা থেকে রক্ষা করবেন!💝🌹
আপনি আসুন গায়রত নিয়ে, যিনি‌ নিজেও নন-মাহরাম মেইনটেইন এর সর্বোচ্চ পর্যায়ে থাকবেন আর আমাকে নন-মাহরাম এমনকি এমন কোনো মহিলার সামনে ও যেতে দিবেন না যে আমাকে দেখে অন্য কোনো মহিলা বা গায়রে মাহরামের সামনে আমার সৌন্দর্য নিয়ে আলোচনা করে (অমুক এর স্ত্রী কে দেখেছি এতটুকু লম্বা, এতটুকু মোটা, চিকন, ফর্সা, চুলগুলো এমন তেমন) , আপনার দ্বীনের প্রতি শাসন যত কঠোর হবে আপনার প্রতি আমার ভালোবাসা তত বেশিই বেড়ে যাবে..!!__ইন শা আল্লাহ 💖

12/11/2023

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

ইনশাআল্লাহ।

আশা,করি সবাই নিজেদের টাইমলাইন এ শিয়ার করেন।তাহলে অনেকে দেখার সুযোগ পাবে ও জানতে পারবে।

12/11/2023

?? #রোজা_ 🚫

সামনে শীত আসছে, রোজা ফরজ হওয়া সত্বেও যে রোজা গুলোরাখা হয়নি সেগুলো এই শীতের দিনে রাখতে পারেন । ছোট দিনে রোজা রাখতে তেমন অসুবিধা হবে না। বরং আপনার জন্য আরও সুবিধা হবে । ফরজ রোজা কাজা করে নিতে। রাতে খাবার খেয়ে নিবেন যা খুশি গরম পানি করে রেখে দিবেন। অথবা গরম দুধ আর খেজুর খেয়ে নিলেন । তাহাজ্জুদ পরে সাহরী করলেন। ২ মাসে ১৬-২০টা রোজা করতে পারলেও ভালো। কাযা আদায়ের দিক দিয়ে এগিয়ে থাকলেন।

শীতের প্রস্তুতি হিসেবে নফল বা ফরজ কাজা রোজার নিয়ত করে রাখুন। এইবারের শীতকে কাঁথার নিচে শুয়ে নয়, বরং রোজা রেখে কাটান। শীতকে অলস তার মধ্যে দিয়ে অতিবাহিত করলে ২০২৪ সালের জানুয়ারিতে আগের মতো আমলে প্রেক্টিস রাখতে পারবেন কি না ভেবে দেখুন। মুমিন জিবন অলস তার হতে পারে না। সময়কে কাজে লাগান।

#নুসরাত_বিনতে_মনোয়ার

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scynderella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Scynderella:

Share

Category