নার্সিং অফিসার.Nursing Officer

নার্সিং অফিসার.Nursing Officer সবার আগে নার্সিং সম্পর্কিত সর্বশেষ সংবাদ। A nurse is a person who is trained to give care (help) to people who are sick or injured. Nurses work in many places.

Nurses work with doctors and other health care workers to make patients well (not sick) and to keep them fit and healthy. Nurses also help with end-of-life needs and assist other family members with grieving. Nursing is a profession, like a doctor, but training for a nurse is different in how long a person must train and what kind of training they need. In some places, nurses may train for three t

o five years or more before they get a license as a nurse. Nurses work in hospitals, in doctor's offices, and in the community, and they even visit people at home if they can not get out. See less

16/06/2023

Salute you

27/05/2023
26/05/2023
28/04/2023

আলহামদুলিল্লাহ ❤️

ভোলায় গ্যাসের সন্ধান, দিনে মিলবে ১ কোটি ৪৫ লাখ ঘনফুট!
সূত্র: সাইবার ৭১

এইন্না কাম?😬
27/04/2023

এইন্না কাম?😬

18/03/2023

নার্সিং কলেজগুলো যে পুট*কি মারা খাচ্ছে, তা এই প্রিন্সিবাল কে দেখে বুঝলাম

BPSC সার্কুলারের ডিটেইলস
07/02/2023

BPSC সার্কুলারের ডিটেইলস

আজ গিয়েছিলাম ডকুমেন্ট সত্যায়িত করতে এক অ্যাডভোকেট এর কাছে। আমি সত্যায়িত করে বের হওয়ার সময়, তিনি আমাকে  বললেন সম্মান...
05/02/2023

আজ গিয়েছিলাম ডকুমেন্ট সত্যায়িত করতে এক অ্যাডভোকেট এর কাছে। আমি সত্যায়িত করে বের হওয়ার সময়, তিনি আমাকে বললেন সম্মানী দিয়ে যান। আমি তো অবাক, সত্যায়িত করতে আবার সম্মানি কিসের!! ৫০ টাকা দাবি করলেন আমার কাছ থেকে।

আমি লজ্জায় কিছু বলতে না পেরে ৫০ টাকা তাকে দিয়ে বের হয়ে আসলাম।

৫০ টাকা নিয়েছে সেজন্য আমার দুঃখ নাই। কষ্টটা অনুভব করলাম তখন, যখন ভাবলাম যে আমি কি এই দেশের নাগরিক? আমি যে আমিই, এটা প্রমাণের জন্যই আরেকজনের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে আমার জাতীয় পরিচয় পত্রের কি দরকার?

পৃথিবীর আর কোথাও এরকম থার্ড ক্লাস মার্কা সিস্টেম চালু আছে কিনা, আমার জানা নাই। ১৮৬৯ সালে ব্রিটিশরা ভারতবর্ষের বাসিন্দাদের বিশ্বাস করত না, এ জন্য এই সত্যায়িত পদ্ধতি চালু করেছিলেন। আর সেটা এখনো আমরা বয়ে বেড়াচ্ছি। আর এখন নাকি স্মার্ট বাংলাদেশ, সেখানেও আমাদের এরকম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

যেখানে ভোটার আইডির নম্বর দিয়ে দুইটা ক্লিক করলে আমার ছবি সহ সমস্ত বায়োডাটা চলে আসে। যেখানে আমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন দেখা যায়। আর সেখানে আমাকে কি করতে হচ্ছে? অন্য এক মানুষের দ্বারা নিজেকে সত্য প্রমাণ করতে হচ্ছে!! কতটা হাস্যকর।

আমি স্বপ্ন দেখি সুন্দর এক বাংলাদেশের। যেখানে কোনো দুর্নীতি থাকবে না। সরকার অনেক কিছুতে পরিবর্তন এনেছে। আশা করি এই দিকটাও পরিবর্তন আনবে।

©️

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে প্রকৃত অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনা জরুরি।
20/10/2022

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে প্রকৃত অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনা জরুরি।

19/10/2022

ঘুষ নিয়ে নার্স বদলি : জামালের অ্যাকাউন্টে ৭ কোটি টাকা।
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা পোস্ট
১৮ অক্টোবর ২০২২, ০৯:৩৫ পিএম।
সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স বদলিতে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নার্সদের কাছ থেকে এই টাকা ঘুষ হিসেবে গ্রহণ করতেন জামাল উদ্দিন নামে এক ব্যক্তি। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে, থাকেন রাজধানীর যাত্রাবাড়ীতে। ৫টি ব্যাংকের ১৪টি হিসাবের মাধ্যমে ঘুষের টাকা গ্রহণ করা হতো। ঘুষের টাকা পাওয়ার পর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক বা একাধিক কর্মকর্তার সহায়তায় জামাল উদ্দিন নার্সদের পছন্দের কর্মস্থলে বদলি করতেন।

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত দুদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
নার্স বদলিতে অনিয়ম-দুর্নীতির তদন্ত চেয়ে করা এক রিটের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এ প্রতিবেদন তৈরি করে দুদক।

প্রতিবেদনে বলা হয়, জামাল উদ্দিন নার্সদের বদলির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও তার ব্যাংক হিসাবে দেশের বিভিন্ন জেলার নার্সরা ঘুষ বাবদ টাকা জমা দিয়ে বদলি হয়েছেন। এ ক্ষেত্রে নার্সদের বদলির সঙ্গে বদলি সংশ্লিষ্ট (নার্সিং ও মিডওয়াইফরি) কোনো কর্মকর্তা ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন কি না তা নির্ণয় হওয়া জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জামাল উদ্দিনের সংশ্লিষ্ট হিসাবে মোট ৭ কোটি ২৩ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৯২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। মূলত দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা নিজ নিজ জেলায় বা বিভাগে বদলির জন্য জামাল উদ্দিনকে এই টাকা দিয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক বা একাধিক কর্মকর্তার সহায়তায় জামাল উদ্দিন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের তাদের পছন্দের কর্মস্থলে বদলি করেছেন বলে নার্সরা জানিয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারি দপ্তরের এক বা একাধিক কর্মকর্তার সঙ্গে জামাল উদ্দিনের সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য ওইসব কর্মকর্তাদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা প্রয়োজন বলে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে।

19/10/2022

আবু হেনা রনির চিকিৎসা সম্পর্কে যা বললেন আমাদের নার্সিং কর্মকর্তা বৃন্দ।
সম্পাদনায়ঃ সংবাদ প্রকাশ

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when নার্সিং অফিসার.Nursing Officer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নার্সিং অফিসার.Nursing Officer:

Share