Rabiul ツ

Rabiul  ツ পরিপূর্ণ মানসিক শান্তি,
একমাত্র আল্লাহর দিকেই রয়েছে।
[সূরা রাদঃ ২৮]

24/07/2025

কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না।
রেজাউল করিম আবরার

18/07/2025

আলহামদুলিল্লাহ আগামীকাল জামায়াতের সমাবেশে চরমোনাই পীর সাহেব উপস্থিত থাকবেন.,❤️

17/07/2025

হেদায়াত দুনিয়ার শ্রেষ্ঠ নিদর্শন 🎁❤️

Alhmdulillah
09/07/2025

Alhmdulillah

গুছিয়ে বলতে না পারা প্রত্যেকটা দোয়া.🤲তুমি কবুল করে নাও হে আমার মালিক.❤️
08/07/2025

গুছিয়ে বলতে না পারা প্রত্যেকটা দোয়া.🤲
তুমি কবুল করে নাও হে আমার মালিক.❤️

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখ...
08/07/2025

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখোঁজ হোন। এই মূহুর্তে ১জনের লাশ পাওয়া গেছে ২জন নিখোঁজ আছেন। কি মর্মান্তিক ঘটনা। আল্লাহ রহম করুন। ঘটনাস্থলে ছোট ভাই Md Reduanul Hoque আছেন। আপডেট জানাবো ইনশাআল্লাহ।

01/07/2025

পুলিশের অপরাধ ছিল শুধু দিনাজপুর জেলা বিএনপির সভাপতির ছেলেকে গ্রেফতার করতে চাওয়া তাতেই ১০ পুলিশ আহত, বাকিটা ইতিহাস,
অ স্ত্র আছে, সরকারি পোশাক আছে, বাহিনী আছে সরকারি।

দরকার হলে আরো ফোঁস সেনাবাহিনী বিজিবি RAB সাথে রাখবে,

আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দেয় কোন সাহসে , ডিউটি চলা অবস্থায় পোশাক পড়িহিত অবস্থায়!
এইটা কোন সভ্য দেশের অবস্থা

25/06/2025

মাশাআল্লাহ...❤️
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর যেন এক মহাসমাবেশ।

১৯১৫ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, অটোমান সেনাবাহিনীর এক সৈনিক ফিলিস্তিনি ব্যবসায়ী রাগেব হিলমি আল-হালুলের কাছে কিছু টাক...
23/06/2025

১৯১৫ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, অটোমান সেনাবাহিনীর এক সৈনিক ফিলিস্তিনি ব্যবসায়ী রাগেব হিলমি আল-হালুলের কাছে কিছু টাকা রেখে বলেন, “ফিরে এসে নিয়ে যাব।” তিনি আর কখনো ফিরে আসেননি।

১৯৬৮ সালে রাগেব হিলমি মারা যান। ৩১৫টি অটোমান রয়্যাল ব্যাংকনোট তার ছেলে রাগেব আবদুল্লাহ আল-হালুলের হাতে তুলে দেওয়া হয়, শর্ত ছিল—মূল মালিক বা উত্তরসূরি পরিচয় প্রমাণ করলে তবেই টাকা ফেরত দেওয়া যাবে।

ছেলেও পিতার মতোই অঙ্গীকার রক্ষা করে যান। ২০১০ সালে তিনি মিডিয়ায় জানান , কিন্তু কেউ সামনে আসেনি। বহু সংগ্রাহক উচ্চমূল্যে কিনতে চাইলেও রাগেব পরিবার সব প্রস্তাব ফিরিয়ে দেয়।

আজও টাকাগুলো সংরক্ষিত রয়েছে। একটি লন্ডনের নিলামঘরের মতে, এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৯,০০০ ডলার।
এক শতাব্দীরও বেশি সময় ধরে এক সাধারণ পরিবার যেভাবে তাদের নৈতিক দায়িত্ব পালন করে আসছে, তা ইতিহাসে বিরল।

20/06/2025

দাঁড়িপাল্লা⚖️
ভোট দিবো দাড়ি পাল্লায়

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।১. সাতক্ষীরা সিটি ...
19/06/2025

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।

১. সাতক্ষীরা সিটি কলেজের তৃতীয় তলা ভবন নির্মাণ
২. কম্পিউটার ল্যাব স্থাপন
৩. ১০টি কম্পিউটার প্রদান
৪. বামনখালী বাজার মসজিদের বিল্ডিং
৫. আগরদাড়ী মাদরাসা মসজিদ নির্মাণ
৬. পাটকেলঘাটা আলিয়া মাদ্রাসা মসজিদ নির্মাণ
৭. সোনার বাংলা কলেজ প্রতিষ্ঠা
৮. সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা
৯. ঐতিহ্যবাহী কলারোয়া প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা
১০. পাটকেল ঘাটা খাতুনে জান্নাত মাদ্রাসা প্রতিষ্ঠা
১১. আল ফারুক একাডেমি স্কুল প্রতিষ্ঠা
১২. আল ফারুক একাডেমি মসজিদ
১৩. তালায় আল ফারুক একাডেমি প্রতিষ্ঠা
১৪. বিভিন্ন এলাকায় মডেল অজুখানা স্থাপন
১৫. অসংখ্য গরীব মানুষের টিউবওয়েল বসিয়ে দেন।
১৬. সাতক্ষীরা শহরের একমাত্র আধুনিক হাসপাতাল ইসলাম ব্যাংক কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠাতা
১৭. ঢাকা ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
১৯. স্বল্প সময়ে সাতক্ষীরা ইবনে সিনা হাসপাতাল আসার চেষ্টা করছেন।
২০. সাতক্ষীরা জেলাতে অসংখ্য চক্ষু শিবিরের বিনামূল্যে চিকিৎসা প্রদান।
২১. অসংখ্য ফ্রী খতনা ক্যাম হয়েছে যার একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন তিনিই
২২. অসংখ্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

আপাতত এগুলো আজকে বললাম। এক সঙ্গে সব বললে হয়ত কেউ কেউ নিতে পারবে না।
আর উনার শিক্ষা এবং নেতৃত্বের কথা বললে অন্য প্রার্থীরা হয়ত নতুন করে আবার কলেজে ভর্তি হতে পারে।

সাবাস
17/06/2025

সাবাস

Address

Dhaka

Telephone

+8801777170550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share