Rana Protap Hira

Rana Protap Hira Jack of All Trades ♔ Master ♔ of None.

আইন করে কারো ওপর মূল্যবোধ চাপিয়ে দেয়া যায় নাপ্রয়োজন সমাজের সকলের নৈতিক ও দায়িত্বশীল আচরণ। বিদ্র: ছবি/ফটোকার্ডটাই এখন সাং...
24/07/2025

আইন করে কারো ওপর মূল্যবোধ চাপিয়ে দেয়া যায় না
প্রয়োজন সমাজের সকলের নৈতিক ও দায়িত্বশীল আচরণ।

বিদ্র: ছবি/ফটোকার্ডটাই এখন সাংবাদিকতার মানদন্ড!

24/07/2025

মা'কে জমিতে ফেলে পেটাচ্ছে/পা দিয়ে আঘাত করছে একজন, হাতে পশু জবা*ই করার লম্বা দা হাতে আরো একজন এগোচ্ছে হয়তো জ*বাই করে ফেলবে মা'কে।

মায়ের আর্তনাদে অসহায়ের মত আর্তচিৎকার করা ছাড়া প্রতিরোধের কোনই রাস্তা খোলা নেই। শেষমেশ মোবাইলে ভিডিও ধারণ করে অপরাধীদের প্রমাণ রাখার চেষ্টা। কিন্তু সেই অধিকারও দেয়া হয় না ছেলেকে, তাকেও ধাওয়া করা হয় একই পরিণতির উদ্দেশ্যে.... সাহায্যের জন্য পাগোলের মত চিল্লাতে চিল্লাতে দৌড়াচ্ছে ছেলে.....

না, বোচাগঞ্জের @এই ঘটনা এই দেশে এইটাই প্রথম নয়, অতীতেও হয়েছে। সামনেও হবে। এবং নিশ্চিত করেই বলতে পারি
একসময় আপনার সাথেও এমনই হবে, সে আপনি যতই এলিট শ্রেণির হোন না কেন। কারণ, পুকুরের ছোটমাছ গুলি শেষ হয়ে গেলে অস্তিত্বের লড়াইয়ে বড় মাছগুলি একে অপরকে ভক্ষণের মাধ্যমে বেচে থাকার চেষ্টা করবে।

বেঁচে থাকার লড়াইটা বড় ভয়ংকর হয়।

সম্মিলিতভাবে এই দস্যুদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। মাইলস্টোনের ঘটনায় আপনারা যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছেন, প্রতিটাক্ষেত্রেই সেটা দেখতে পেলে তবেই তো দেশটা বসবাসযোগ্য কাঙ্ক্ষিত ভূমি হবে!


পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আপডেট:
এই ঘটনায় মামলা হয়েছে, আসামী গ্রেফতার হয়েছে। এখন অপেক্ষা ন্যায়বিচারের।

22/07/2025

বেশিরভাগ সময়ে সকালে ডিউটি শুরু হয় ৬ টা থেকে ৭টায়। VIP বা স্পেশাল ডিউটি থাকলে রাত ২ টা ৩ টাও কোন ব্যাপার না। সকালে খাবারটা খাওয়া হয় না বেশিরভাগ সময়েই। ডিউটির ফাঁকে সময় যদিও কখনো পাওয়া যায়, খাবারের দোকান এভাইলেবল থাকে না। সেক্ষেত্রে জমানো খাবারটাই যদি ভ্যানিশ হয়ে যায় বিপ্লবের আগুনে!

পুলিশের আবার খাওনের দরকার কী? নিষ্পাপ, নিরপরাধ, নিরপেক্ষ, নিষ্কলুষ পাব্লিকের গালিই ওদের একমাত্র খাবার।

এত ক্ষুধা! বিপ্লবী চোর!!😎🫣🤭

21/07/2025

ভিডিওতে নিজেকে কল্পনা করুন- ধরুন এক্সিডেন্টে আপনার মাথা ফেটে রক্ত ঝরছে, ড্রাইভার মামলা-হামলা থেকে নিজেকে বাঁচাতে আপনাকে রাস্তায় ফেলেই পালিয়েছে,
একটু হাসপাতালে নিলেই - ব্যান্ডেজ করে রক্ত বাঁচানো গেলে আপনি বেঁচে যাবেন, পকেটে টাকাও আছে কিন্তু কোন সিএনজি আপনাকে তুলতেছে না ঝামেলার ভয়ে কিংবা রক্তে গাড়িতে দাগ লেগে যাবে!
কেউ এগিয়েও আসছে না আপনাকে হাসপাতালে নিতে...
নিচের ভিডিওতে নিজেকে কল্পনা করুন...

বাঁচার জন্য পোড়া শরীর নিয়ে ছুটছেন দিগ্বিদিক, কেবল নিজেই নিজের ভরসা!

কতটা সভ্য এই সমাজ, কতটা সভ্য আমরা তারই প্রমাণ।

18/07/2025

মস্তিষ্কে এত এত ঘৃণা, এত বিদ্বেষ!
তবু নাকি এরা সভ্য!

11/07/2025

সততা মানে যেখানে অভাব-ভোগান্তি আর অবিচারকে আলিঙ্গন
সেখানে সৎ থাকাটা দেবতার পক্ষেও অসম্ভব।

06/07/2025

আপনজনের থেকে কিছু চেয়ে নিতে নেই,
আপনজনের থেকে কিছু চেয়ে নিলে ঠকতেই হয়...

কারাগারে বন্দী বিবেকজীবন রথ দিশাহীন।লোকদেখানো নীতি-আদর্শআনুষ্ঠানিকতা সীমাহীন।। সবাইকে সেই রথযাত্রার শুভেচ্ছা, যে রথযাত্র...
27/06/2025

কারাগারে বন্দী বিবেক
জীবন রথ দিশাহীন।
লোকদেখানো নীতি-আদর্শ
আনুষ্ঠানিকতা সীমাহীন।।

সবাইকে সেই রথযাত্রার শুভেচ্ছা, যে রথযাত্রা কেবল পুণ্যার্জন নয় বরং ব্যক্তি, সমাজ, জাতির রথকে মোক্ষলাভেরও সন্ধান দেয়।

অজ্ঞতা আর বাস্তবতার সম্মুখযুদ্ধক্ষেত্রটাই হলো মানুষের জীবন, আমাদের জীবন। যে মুহুর্তে আমরা নিজেদের জন্য শেখার দরজাটি বন্ধ...
16/06/2025

অজ্ঞতা আর বাস্তবতার সম্মুখযুদ্ধক্ষেত্রটাই হলো মানুষের জীবন, আমাদের জীবন।
যে মুহুর্তে আমরা নিজেদের জন্য শেখার দরজাটি বন্ধ করে দেই, ঐ মুহুর্ত থেকেই আমাদের বাচা-বাড়ার মৃত্যু শুরু হয়ে যায়, যেটির শেষ পরিণতি দাঁড়ায় শরীরের মৃত্যুতে! আমাদের চেতনার পরিপক্কতা আসার আগেই আমরা হয়ে যাই বাবা-মা।
নিজেদের অযুত কোটি অজ্ঞতাকে অনুভব করার আগেই আমরা হয়ে উঠি আমাদের সন্তানের শিক্ষক! এমন এক বাবা-মা থেকে কী শিক্ষা পাওয়া সম্ভব?

লেখাপড়া শেখো- ভালো চাকরি পাও- টাকা উপার্জন করতে হবে (যেকোন উপায়ে)- সন্তান সন্ততি মানুষ করো (যেমনটা তোমাদেরকে মানুষ করেছি আমরা)>> নাতি-পুতির মুখ দেখে মরো... তার আগেই বড় কোন অসুখ হলে সাধ্য থাকলে চিকিৎসা নাও , সাধ্য না থাকলে মানুষের সাহায্য নিয়ে চিকিৎসা করাও , তা ও না পারলে রোগেই মরে যাও। খেয়ে পরে বেঁচে থেকে মরে যাও, নতুবা কোন দুর্ঘটনা বা রোগে হঠাৎ মরে যাও।
এই তো জীবনচক্র! এর থেকে মুক্তির উপায় কী?

সারাদিনে আমাদের প্রত্যেকের ব্যস্ততা ভিন্ন ভিন্ন,  দিনশেষে অর্জনও ভিন্ন ভিন্ন। তবে স্রষ্টার বরাদ্দকৃত সময়- সবার জন্যই ২৪ ...
14/06/2025

সারাদিনে আমাদের প্রত্যেকের ব্যস্ততা ভিন্ন ভিন্ন, দিনশেষে অর্জনও ভিন্ন ভিন্ন। তবে স্রষ্টার বরাদ্দকৃত সময়- সবার জন্যই ২৪ ঘন্টা! এক সেকেন্ড ও কম বা বেশি না!

11/06/2025

লাখে একজন সচেতন 🎇💟 মা💟 💫

জ্ঞান বা সূর্য যেটাই হোক-আলোতে যাদের ভয়, পৃথিবীর ভয়ের কারণ তারাই।
31/10/2024

জ্ঞান বা সূর্য যেটাই হোক-
আলোতে যাদের ভয়, পৃথিবীর ভয়ের কারণ তারাই।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rana Protap Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share