এস,এম, ইমরানুল হক

এস,এম, ইমরানুল হক হিংসা না করে চেষ্টা করুন আপনিও পারবেন।

22/07/2025

যারা নিহত পাইলট তৌকীরকে হিরু বানাচ্ছে,, তাদেরকে বলছি,,আমরা আসলে অনেক আবেগী আর হুজুকে জাতি,,কান চিলে নিছে, শুনেই চিলের পিছে দৌড়াদৌড়ি আর কানের শোকে আহাজারি।হাত দিয়ে কান ছুয়ে সত্যতা যাচাই করার মানষিকতা আমাদের নাই।

বিমান ক্রাশ হওয়ার আগে যখন বিমানের ত্রুটি ধরা পরেছে তখন সে হাতিরঝিল,দিয়াবাড়ি চক্রর কেটেছে।তার মানে বিমানের কোর্স বদলের মেকানিজমে কোন ত্রুটি ছিল না।তাহলে কন্ট্রোল টাওয়ার থেকে তাকে যখন ইজেক্ট করতে বলা হল তখন সে বিমানের কোর্স ঝিলের দিকে বা আশপাশের কোন খালি যায়গার দিকে সেট করে ইজেক্ট করে বেড় হতে পারত এবং এটাই করনীয় ছিল।এটা একটা ধাঁধা এমনটা কেন হয় নি। হয়ত সে নার্ভাস হয়ে গেছিল,, কিন্তু একজন ফ্লাইট লেফটেন্যান্ট এত দূর্বল স্নায়ু শক্তি র হবে এটা একপ্রকার হাস্যকর। হয়ত এটা পরিকল্পিত।

আবার শুনা যাচ্ছে তিনি ইজেক্ট করেছিলেন।তিনি ইজেক্ট না করলে বিমানের ভিতর তার অগ্নিদগ্ধ লাশ পাওয়া যেত।কিন্তু তাকে বিমানের বাইরে পাওয়া গিয়েছিল প্যারাশুট সহ জীবিত,, এবং তার তেমন বার্ণ ইন্জুরিও ছিল না।কিন্তুু তিনি মারা গেলেন।তার মৃত্যুটাও একটা রহস্য।

মোট কথা এই বিমান দুর্ঘটনার অনেককিছুই মিলছে না।আমরা যেমন আবেগী হজুকে জাতি,,তেমনি আমরা অনেক ভয়ংকরও।আমাদের রাজনীতি আরো ভয়ংকর।হতে পারে নিষ্পাপ বাচ্চাগুলো কোন স্বার্থান্নেশী মহলের বলি হয়েছে।আমরা সাধারণ জনগন দলমত নির্বিশেষে এর স্বচ্ছ তদন্ত চাই।

#এই #আর #আর

22/07/2025

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তীতে এই কবরস্থান তাঁদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে

21/07/2025

Good Night 🌌

21/07/2025

শৈশবের কথা মনে পড়ে বাচ্চাদের খেলা দেখে আবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে।
#শৈশব #ফুটবল #খেলা #বাচ্চা

21/07/2025

নদীতে খোঁজনি বা ঠেলা জাল দিয়ে চিংড়ি মাছ শিকার।
#মাছ #চিংড়ি

21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ-
১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট 01769016019
সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬
Vice Principal 01771111766
৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

21/07/2025

সবাই দ্রুত শেয়ার করুন
🚨 জরুরি বার্তা 🚨

* ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
* কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
* উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
* কুয়েত মৈত্রী হাসপাতাল
* উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
* মনসুরআলী মেডিকেল কলেজ

হাসপাতালগুলোতে রক্ত লাগবে।রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন।

হটলাইন নম্বর 01949043697

এত বড় সমাবেশ সফলভাবে সম্পন্ন হচ্ছেকিন্তু বক্তব্যের জন্য স্পিকার নিয়ে কোন টানাটানি ও নেতার ওজনের ঝাড়ি এবং মারামারি নেই...
19/07/2025

এত বড় সমাবেশ সফলভাবে সম্পন্ন হচ্ছে
কিন্তু বক্তব্যের জন্য স্পিকার নিয়ে কোন টানাটানি ও নেতার ওজনের ঝাড়ি এবং মারামারি নেই,
মঞ্চে নেতার পিছনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ঠেলাঠেলি নেই, নাই কোন চেয়ার নিয়ে মারামারি, বিরিয়ানির প্যাকেট নিয়ে কাড়াকাড়ি নেই,
মঞ্চে বসা নিয়ে হাতাহাতি নেই। কার আগে কে বক্তব্য দিবে, এটা নিয়ে ধাক্কাধাক্কি নাই।

তাহলে কি আজকে আমরা এইগুলো থেকে শিক্ষা নিতে পারি না?

ইসলাম শান্তির ধর্ম ইসলামে কোন বিশৃঙ্খলা নাই
এটাই তার জ্বলন্ত প্রমাণ ।

Address

Fulbaria

Telephone

60173031337

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস,এম, ইমরানুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এস,এম, ইমরানুল হক:

Share