Seize The Day

Seize The Day Love to Live❤️

মেয়েদের বাইরে কাজ করা নিয়ে বাঙালী মুসলিম সমাজের অনেক মাথাব্যথা! সমাজের ভাই/বাবা/স্বামীরা চান না তাদের বোন/কন্যা/স্ত্রীরা...
16/06/2025

মেয়েদের বাইরে কাজ করা নিয়ে বাঙালী মুসলিম সমাজের অনেক মাথাব্যথা!

সমাজের ভাই/বাবা/স্বামীরা চান না তাদের বোন/কন্যা/স্ত্রীরা টাকা উপার্জনের জন্য বাইরে বের হোক। তাদের ভরণ-পোষণের দায়িত্ব তাঁরাই নিতে চান।

অথচ খাওয়ানো পরানোর পর,
ভাই তার বোনকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেয় যে "তোকে তো খাওয়াচ্ছি পরাচ্ছি, বিয়ে দিয়ে দিবো, আর কি চাস?"
বাবা তার কন্যাকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেন যে " তোকে ছোট থেকে বড় করেছি, তুই তো একটা লস প্রজেক্ট, বিয়ে দিয়ে দিলাম, আর কি চাস?"
স্বামী তার স্ত্রীকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেন যে "খাওয়াচ্ছি পরাচ্ছি আলহামদুলিল্লাহ বলে চুপ থাকো, আর কি চাও?"

অথচ আল্লাহ নিজেই প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সে নারী হোক বা পুরুষ। নারীর দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা পুরুষের উপর।

হাদিসে মতে, কোন নারীর বাবা ভাই স্বামী কেউ যদি না থাকে, তাহলে তার দায়িত্ব নেবে রাষ্ট্র।

রাষ্ট্রের কথা বাদই দিলাম! একজন পুরুষ যদি তার উপর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে খোঁটাও দেয়, নারীদের অসম্মান করে এবং এমন ভাব করে যেন তারা নারীদের উপর দয়া ও অনুগ্রহ করছে, তাহলে বাঙালী নারীরা নিজে উপার্জন না করে আপনাদের খোঁটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে?
আপনাদের মতো দায়িত্বহীন পুরুষদের এই সমাজের নারীদের দায়িত্ব নেওয়ার কোন দরকার আছে বলে মনে করি না!

বাঙালী পুরুষ সমাজ, এইভাবে যদি চলতে থাকেন তাহলে পাঁচ ওয়াক্ত নামায পড়ে কপাল ফাটিয়ে ফেলবেন ঠিকই, কিন্তু জান্নাত আর পাবেন না!

যাঁরা আসলেই ইসলাম ধর্ম মানেন এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন, তাঁরা কখনোই তাঁদের নারীদের সাথে এমন ব্যবহার করেন না যেন তাঁরা তাঁদের প্রতি দয়া বা অনুগ্রহ করছেন; তাঁদের প্রতি মন থেকে শ্রদ্ধা❤️

Trust Allah. He will make your path easier ❤️
23/05/2025

Trust Allah. He will make your path easier ❤️

আল্লাহ, আমাদের সবার দুশ্চিন্তা দূর করে দিন। আমাদের নেক আমল করার তওফিক দান করুন। আমাদের জীবনের চলার পথ সহজ করে দিন।
26/04/2025

আল্লাহ,
আমাদের সবার দুশ্চিন্তা দূর করে দিন।
আমাদের নেক আমল করার তওফিক দান করুন। আমাদের জীবনের চলার পথ সহজ করে দিন।

আম্বানী বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ...
16/03/2025

আম্বানী বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ এর সাথে পরামর্শ করে কাজ করি।

আর তুমি এলাকার মোকলেস তোমার হেডমের শেষ নাই, বউরে সবার সামনে এপ্রিসিয়েট করলে তোমার ইজ্জত যায় গা।

তোমারে কল দিয়ে বাসায় আইতে কইলে তোমার বন্ধু মোবারক কয় বউগো এত পাত্তা দিতে নাই মাথায় উঠে যাইবো।

তুই ফকিননি কেন তুই বুজ্জোস?
তোর কাছে ঘরের বউয়ের ইজ্জত নাই
তোর রিজিকে বরকত ও নাই।

*collected*

বয়স থাকতেই হাসবেন্ড ওয়াইফ,  কোয়ালিটি টাইম এনজয় করা উচিৎ, ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া,মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্ট...
14/03/2025

বয়স থাকতেই হাসবেন্ড ওয়াইফ, কোয়ালিটি টাইম এনজয় করা উচিৎ, ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া,মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া
অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতে পারে,জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যাবস্থা হবেই..

কিন্তু একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না,শারিরীক অসুস্থতায়, ঘুরতে মন চাইলেও তখন পারবেন না,দামী জামা কাপড় চাইলেও পড়তে মন চাইবে না৷ ।

সন্তানের লেখা পড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যেও সময় বের করা যায়... সব, সম্পদ, টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিৎ...

দিন শেষে আপনার বাচ্চার ও আলাদা লাইফ হবে,সে তার লাইফ এনজয় করবে,তখন খারাপ লাগবে.....
তখন মেয়ে মেয়ের জামাই, ছেলে ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে, আফসোস হবে না, তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে... তারাও সম্মান করবে..!

টেনশন , টাকা পয়সার টানাটানি , ব্যাবসায় প্রবলেম , হাজার হাজার মানসিক কস্ট।কিন্তু এইগুলো যেনো সম্পর্কে প্রভাব না ফেলে।

জীবনের এই ছোট ছোট এনজয়মেন্ট এর জন্য আপনার মন মানসিকতা উদার হবে, সবাই কে নিয়ে ভালো থাকতে পারবেন,
একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি বাঁচতে শিখাবে বাকি জীবন...❤️

*সংগৃহীত*

Ya Allah! Please grant my dua❤️
13/03/2025

Ya Allah! Please grant my dua❤️

Allah is with me ❤️
12/03/2025

Allah is with me ❤️

আমি প্রায় ভাবতাম বাসায় কাজ করা খালারা এতো কিছু থাকতে তেল, পেঁয়াজ, রসুন, চাল এসব কেন চুরি করে বাসায় কাঁচাবাজারের কোনো কিছ...
07/03/2025

আমি প্রায় ভাবতাম বাসায় কাজ করা খালারা এতো কিছু থাকতে তেল, পেঁয়াজ, রসুন, চাল এসব কেন চুরি করে
বাসায় কাঁচাবাজারের কোনো কিছুর পরিমাণ বেশি দেখলেই কেন তাদের সেখানে চোখ যায়
আগামীকাল হোস্টেলে চলে যাবো। রান্নাঘরের কেবিনেট ঘেটে দেখি চিনিগুড়া চালের প্যাকেট দুইটা। একটা নিয়ে নিসি ব্যাগে।
এখন সারা বাসায় ৫০ মিলির ছোট বোতল খুঁজতেসি কারণ আম্মুর রান্নাঘরের তাকে একটা ১ লিটার সরিষার তেলের বোতল দেখসি। ওখান থেকে বোতল ভরে তেল নিয়ে যাবো
ডিমও অনেক আছে। ডিম নিতে পারলে ভালো হতো। এক হালি ডিম তো আবার ৫০ টাকা
ডিম নিতে পারি নাই তো কি হইসে, ৪/৫টা পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। এদিকে মসুর ডাল নেওয়ার জন্য পলিথিন পাচ্ছি না...কোথায় যে রাখে আম্মু!
মনে হয় চায় না আমি এসব বাসা থেকে নিই 🤨

যাই হোক...মানুষ মূলত কাজের বুয়া 🙃🥲
-- Eshika

*সংগৃহিত*

Take a pause and read these words❤️
03/03/2025

Take a pause and read these words❤️

দরকারি জিনিস!
03/03/2025

দরকারি জিনিস!

01/03/2025

Ramadan Mubarak❤️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seize The Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share