
16/06/2025
মেয়েদের বাইরে কাজ করা নিয়ে বাঙালী মুসলিম সমাজের অনেক মাথাব্যথা!
সমাজের ভাই/বাবা/স্বামীরা চান না তাদের বোন/কন্যা/স্ত্রীরা টাকা উপার্জনের জন্য বাইরে বের হোক। তাদের ভরণ-পোষণের দায়িত্ব তাঁরাই নিতে চান।
অথচ খাওয়ানো পরানোর পর,
ভাই তার বোনকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেয় যে "তোকে তো খাওয়াচ্ছি পরাচ্ছি, বিয়ে দিয়ে দিবো, আর কি চাস?"
বাবা তার কন্যাকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেন যে " তোকে ছোট থেকে বড় করেছি, তুই তো একটা লস প্রজেক্ট, বিয়ে দিয়ে দিলাম, আর কি চাস?"
স্বামী তার স্ত্রীকে খোঁটা দিয়ে মনে করিয়ে দেন যে "খাওয়াচ্ছি পরাচ্ছি আলহামদুলিল্লাহ বলে চুপ থাকো, আর কি চাও?"
অথচ আল্লাহ নিজেই প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সে নারী হোক বা পুরুষ। নারীর দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা পুরুষের উপর।
হাদিসে মতে, কোন নারীর বাবা ভাই স্বামী কেউ যদি না থাকে, তাহলে তার দায়িত্ব নেবে রাষ্ট্র।
রাষ্ট্রের কথা বাদই দিলাম! একজন পুরুষ যদি তার উপর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে খোঁটাও দেয়, নারীদের অসম্মান করে এবং এমন ভাব করে যেন তারা নারীদের উপর দয়া ও অনুগ্রহ করছে, তাহলে বাঙালী নারীরা নিজে উপার্জন না করে আপনাদের খোঁটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে?
আপনাদের মতো দায়িত্বহীন পুরুষদের এই সমাজের নারীদের দায়িত্ব নেওয়ার কোন দরকার আছে বলে মনে করি না!
বাঙালী পুরুষ সমাজ, এইভাবে যদি চলতে থাকেন তাহলে পাঁচ ওয়াক্ত নামায পড়ে কপাল ফাটিয়ে ফেলবেন ঠিকই, কিন্তু জান্নাত আর পাবেন না!
যাঁরা আসলেই ইসলাম ধর্ম মানেন এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন, তাঁরা কখনোই তাঁদের নারীদের সাথে এমন ব্যবহার করেন না যেন তাঁরা তাঁদের প্রতি দয়া বা অনুগ্রহ করছেন; তাঁদের প্রতি মন থেকে শ্রদ্ধা❤️